জন্ম থেকেই স্পট লাইটে থাকে বলিউডের স্টার কিডস। প্রায় শিরোনামে জায়গা করে নেয় তারা। কখনো ব্যক্তিজীবন কখনোবা প্রেম নিয়ে থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘদিন ধরে বি-টাউনে চর্চায় ছিল অমিতাভের নাতি অগস্ত্য ও শাহরুখ কন্যা সুহানার প্রেমের গুঞ্জন। আবারও একসঙ্গে দেখা গেল তাঁদের, যা গুঞ্জনের পারদ আরও বাড়িয়ে দিয়েছে।
বেশ আগেই বিদেশে পার্টি, দিওয়ালিতে একসঙ্গে রাত্রিযাপন। কখনো আবার রেস্তোরাঁ, ক্যাফেতে একান্ত আলাপচারিতায়, তো কখনো একসঙ্গে আউটিংয়ে দেখা গেছে তাঁদের। এবার অনেকটা গোপনীয়তার সঙ্গে শাহরুখের আলীবাগের বাংলোতে যান সুহানা ও অগস্ত্য।
জানা গেছে, বছর শেষের পার্টির আয়োজন করতেই নাকি বাংলোতে গোপনে দেখা করেছেন এই স্টার কিড। তবে প্রেম লুকিয়ে রাখা যে কঠিন, এর উদাহরণ তাঁরা। ঠিকই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন এই প্রেমিক জুটি।
বলিউডে ডেবিউয়ের আগে থেকেই গুঞ্জন ছিল শাহরুখ কন্যা সুহানা ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার প্রেমের খবর। প্রায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতো তাঁদের ছবি ও ভিডিও। এরপর জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমায় একসঙ্গে কাজ করেন সুহানা-অগস্ত্য। প্রেমের জল্পনা আরও জোরদার হয়। একাধিকবার একসঙ্গে সময় কাটাতে দেখা যায় দুই স্টার কিডকে।
জন্ম থেকেই স্পট লাইটে থাকে বলিউডের স্টার কিডস। প্রায় শিরোনামে জায়গা করে নেয় তারা। কখনো ব্যক্তিজীবন কখনোবা প্রেম নিয়ে থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘদিন ধরে বি-টাউনে চর্চায় ছিল অমিতাভের নাতি অগস্ত্য ও শাহরুখ কন্যা সুহানার প্রেমের গুঞ্জন। আবারও একসঙ্গে দেখা গেল তাঁদের, যা গুঞ্জনের পারদ আরও বাড়িয়ে দিয়েছে।
বেশ আগেই বিদেশে পার্টি, দিওয়ালিতে একসঙ্গে রাত্রিযাপন। কখনো আবার রেস্তোরাঁ, ক্যাফেতে একান্ত আলাপচারিতায়, তো কখনো একসঙ্গে আউটিংয়ে দেখা গেছে তাঁদের। এবার অনেকটা গোপনীয়তার সঙ্গে শাহরুখের আলীবাগের বাংলোতে যান সুহানা ও অগস্ত্য।
জানা গেছে, বছর শেষের পার্টির আয়োজন করতেই নাকি বাংলোতে গোপনে দেখা করেছেন এই স্টার কিড। তবে প্রেম লুকিয়ে রাখা যে কঠিন, এর উদাহরণ তাঁরা। ঠিকই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন এই প্রেমিক জুটি।
বলিউডে ডেবিউয়ের আগে থেকেই গুঞ্জন ছিল শাহরুখ কন্যা সুহানা ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার প্রেমের খবর। প্রায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতো তাঁদের ছবি ও ভিডিও। এরপর জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমায় একসঙ্গে কাজ করেন সুহানা-অগস্ত্য। প্রেমের জল্পনা আরও জোরদার হয়। একাধিকবার একসঙ্গে সময় কাটাতে দেখা যায় দুই স্টার কিডকে।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১২ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
১২ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
১২ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
১২ ঘণ্টা আগে