বিনোদন ডেস্ক
শতকোটি রুপি আয় করা সবচেয়ে বেশিসংখ্যক বলিউড সিনেমার অভিনেতা সালমান খান। সেই সালমান খানই জানালেন, তিনি নাকি অভিনেতা হতে চাননি। সম্প্রতি প্রথমবারের মতো ভাতিজা আরহান খানের পডকাস্টে এমন তথ্য দিলেন সালমান। তিনি জানান, চেয়েছিলেন সিনেমার পরিচালক হতে, কিন্তু পরিচালক হিসেবে কেউ তাঁকে কাজ দেয়নি। তাই বাধ্য হয়েই অভিনেতার খাতায় নাম লিখিয়েছেন।
‘ডাম্ব বিরিয়ানি’ নামের এই পডকাস্টে সালমান জানান, কিশোর বয়সে মডেলিং করার সময়ই তাঁর ইচ্ছা জাগে পরিচালনার। কিন্তু পরিচালক হিসেবে কাজ চাইতে যেখানেই গেছেন, সেখানেই তাঁকে পরামর্শ দেওয়া হয়েছে অভিনয় করার। সালমান বলেন, ‘আমি পরিচালক হতে চেয়েছি। মডেলিং শুরু করার পর থেকেই নির্দেশক হওয়ার চেষ্টা করছিলাম। সে সময় টুকটাক লিখতাম, এখনো লিখি। কিন্তু পরিচালক হিসেবে আমাকে কেউ কাজে নেয়নি। আমার তখন ১৭ বছর বয়স। তারা বলত, এই বাচ্চা কী পরিচালনা করবে!’
পরিচালক হিসেবে কাজ না দেওয়া সেই প্রযোজকেরাই উৎসাহিত করেছেন অভিনয় করতে। সালমান বলেন, ‘যখনই আমি পরিচালনার বিষয়ে কারো সঙ্গে কথা বলতাম, তাঁরা বলতেন অভিনয় শুরু করতে। এরপর হঠাৎ করেই চাচাতো ভাইদের সঙ্গে ভিডিও তৈরি শুরু করি, সেখানে নায়ক হিসেবে অভিনয় করতাম আমি। ধীরে ধীরে কাজটাকে ভালোবাসতে শুরু করে দিই।’
১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যাইসি’ সিনেমায় পার্শ্ব চরিত্রে বলিউডে অভিষেক হয় সালমান খানের। নায়ক হিসেবে সালমানের প্রথম সিনেমা ‘ম্যায়নে পেয়ার কিয়া’। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রেম চরিত্রটি ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। এরপর অভিনেতা হিসেবে শুধু সামনের দিকেই এগিয়ে গেছেন সালমান।
১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালীন যোধপুরে হরিণ শিকারের অভিযোগে দিন কয়েক জেলে কাটে অভিনেতার। কারাগারে কাটানো সেই অভিজ্ঞতা জানিয়ে ভাতিজাদের পরামর্শ দিয়েছেন, সব সময় পরিবারের পাশে থাকার। প্রেক্ষাগৃহে সালমানের নতুন সিনেমা মুক্তি পেলে যেমন দর্শকের ভিড় দেখা যায়, তেমনি তাঁর ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের কৌতূহলের শেষ নেই। কিন্তু এই সব নিয়ে খুব বেশি কথা বলতে শোনা যায়নি সালমানকে। তবে এবার এড়াতে পারেননি ভাতিজা আরহান খানকে।
শতকোটি রুপি আয় করা সবচেয়ে বেশিসংখ্যক বলিউড সিনেমার অভিনেতা সালমান খান। সেই সালমান খানই জানালেন, তিনি নাকি অভিনেতা হতে চাননি। সম্প্রতি প্রথমবারের মতো ভাতিজা আরহান খানের পডকাস্টে এমন তথ্য দিলেন সালমান। তিনি জানান, চেয়েছিলেন সিনেমার পরিচালক হতে, কিন্তু পরিচালক হিসেবে কেউ তাঁকে কাজ দেয়নি। তাই বাধ্য হয়েই অভিনেতার খাতায় নাম লিখিয়েছেন।
‘ডাম্ব বিরিয়ানি’ নামের এই পডকাস্টে সালমান জানান, কিশোর বয়সে মডেলিং করার সময়ই তাঁর ইচ্ছা জাগে পরিচালনার। কিন্তু পরিচালক হিসেবে কাজ চাইতে যেখানেই গেছেন, সেখানেই তাঁকে পরামর্শ দেওয়া হয়েছে অভিনয় করার। সালমান বলেন, ‘আমি পরিচালক হতে চেয়েছি। মডেলিং শুরু করার পর থেকেই নির্দেশক হওয়ার চেষ্টা করছিলাম। সে সময় টুকটাক লিখতাম, এখনো লিখি। কিন্তু পরিচালক হিসেবে আমাকে কেউ কাজে নেয়নি। আমার তখন ১৭ বছর বয়স। তারা বলত, এই বাচ্চা কী পরিচালনা করবে!’
পরিচালক হিসেবে কাজ না দেওয়া সেই প্রযোজকেরাই উৎসাহিত করেছেন অভিনয় করতে। সালমান বলেন, ‘যখনই আমি পরিচালনার বিষয়ে কারো সঙ্গে কথা বলতাম, তাঁরা বলতেন অভিনয় শুরু করতে। এরপর হঠাৎ করেই চাচাতো ভাইদের সঙ্গে ভিডিও তৈরি শুরু করি, সেখানে নায়ক হিসেবে অভিনয় করতাম আমি। ধীরে ধীরে কাজটাকে ভালোবাসতে শুরু করে দিই।’
১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যাইসি’ সিনেমায় পার্শ্ব চরিত্রে বলিউডে অভিষেক হয় সালমান খানের। নায়ক হিসেবে সালমানের প্রথম সিনেমা ‘ম্যায়নে পেয়ার কিয়া’। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রেম চরিত্রটি ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। এরপর অভিনেতা হিসেবে শুধু সামনের দিকেই এগিয়ে গেছেন সালমান।
১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালীন যোধপুরে হরিণ শিকারের অভিযোগে দিন কয়েক জেলে কাটে অভিনেতার। কারাগারে কাটানো সেই অভিজ্ঞতা জানিয়ে ভাতিজাদের পরামর্শ দিয়েছেন, সব সময় পরিবারের পাশে থাকার। প্রেক্ষাগৃহে সালমানের নতুন সিনেমা মুক্তি পেলে যেমন দর্শকের ভিড় দেখা যায়, তেমনি তাঁর ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের কৌতূহলের শেষ নেই। কিন্তু এই সব নিয়ে খুব বেশি কথা বলতে শোনা যায়নি সালমানকে। তবে এবার এড়াতে পারেননি ভাতিজা আরহান খানকে।
স্বাধীন বাংলাদেশের শুরু থেকেই ঢাকাই সিনেমার সঙ্গে জড়িত সোহেল রানা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে চলচ্চিত্রজগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি পায়। অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ এর দুই বছর
৭ ঘণ্টা আগেসোলস ব্যান্ডের আত্মপ্রকাশ চট্টগ্রামে ১৯৭৩ সালে। তবে ব্যান্ডটির কার্যক্রম শুরু হয় তারও এক বছর আগে (১৯৭২)। সাজেদ উল আলমের নেতৃত্বে কয়েক তরুণ ‘সুরেলা’ নামের একটি ব্যান্ড গঠন করে। ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘সোলস’। সাজেদ, লুলু ও রনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। এরপর আর থেমে থাকতে হয়নি...
৭ ঘণ্টা আগেএক বছরের বেশি সময় ধরে বলিউডে চর্চা চলছে ডন সিনেমার সিকুয়েল নিয়ে। অমিতাভ ও শাহরুখের পর ডনের ভূমিকায় রণবীর সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে ‘ডন থ্রি’। সিনেমার নায়িকা নিয়েও জল্পনা তুঙ্গে। প্রথমে শোনা গিয়েছিল প্রিয়াঙ্কার পরিবর্তে ডন থ্রিতে নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি। মাতৃত্বকালীন...
৭ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস জাভেদ। আজ ১৬ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বাসার নিকটতম উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।
২১ ঘণ্টা আগে