ঢাকা: ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পাওয়া ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এর রেশ এখনো কাটেনি। সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মনোজ বাজপেয়ী, সামান্থা আক্কিকেনির মতো অভিনেতারা। অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাহাব আলি। তবে তাঁর অভিনীত সিরিজটি জনপ্রিয়তা পেলেও কপাল খোলেনি সাহাবের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান পরিস্থিতি জানিয়েছেন অভিনেতা। অর্থকষ্টে দিন কাটছে তাঁর। টাকার অভাবে মুম্বাইয়ের ফ্ল্যাট ছাড়তে হয়েছে তাঁকে।
‘দ্য ফ্যামিলি ম্যান ২’–এ সাজিদ চরিত্রে অভিনয় করেছেন সাহাব আলি। প্রথম ও দ্বিতীয় দুই সিজনেই দেখা গেছে তাঁকে।
সাহাব জানিয়েছেন, সিরিজটি মুক্তির আগে থেকেই অর্থাভাবে ভুগছিলেন তিনি। মুম্বাইয়ে থাকা কঠিন হয়ে গিয়েছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায়, দিল্লিতে পারিবারের কাছে ফিরে যেতে হয় তাঁকে। এখনও সেখানেই রয়েছেন। তবে সাহাব আলি আশাবাদী, ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ যেহেতু জনপ্রিয় হয়েছে, ফলে শিগগিরই নতুন কাজের প্রস্তাব পাবেন।
সাংবাদিকতা দিয়ে পেশাগত জীবন শুরু সাহাবের। অভিনয়ের স্বপ্ন নিয়ে ন্যাশনাল স্কুল অব ড্রামায় ভর্তি হন। সেখান থেকে পাশ করেই যান মুম্বাইয়ে। শুরু করেন মঞ্চ নাটকে অভিনয়। ‘জাঙ্গুরা’ ও ‘মুঘল এ আজম’ নাটকে অভিনয় করেন সাহাব। স্বল্প পারিশ্রমিকে কোনোমতে দিন কাটছিল। করোনার কারণে নাটকের শো বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন তিনি।
মুম্বাই ছাড়ার আগেই ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এর কাজ শেষ হয়ে গিয়েছিল। আপাতত এম এক্স প্লেয়ার প্ল্যাটফর্মের একটি সিরিজে অভিনয়ের প্রস্তাব আছে সাহাবের হাতে।
ঢাকা: ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পাওয়া ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এর রেশ এখনো কাটেনি। সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মনোজ বাজপেয়ী, সামান্থা আক্কিকেনির মতো অভিনেতারা। অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাহাব আলি। তবে তাঁর অভিনীত সিরিজটি জনপ্রিয়তা পেলেও কপাল খোলেনি সাহাবের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান পরিস্থিতি জানিয়েছেন অভিনেতা। অর্থকষ্টে দিন কাটছে তাঁর। টাকার অভাবে মুম্বাইয়ের ফ্ল্যাট ছাড়তে হয়েছে তাঁকে।
‘দ্য ফ্যামিলি ম্যান ২’–এ সাজিদ চরিত্রে অভিনয় করেছেন সাহাব আলি। প্রথম ও দ্বিতীয় দুই সিজনেই দেখা গেছে তাঁকে।
সাহাব জানিয়েছেন, সিরিজটি মুক্তির আগে থেকেই অর্থাভাবে ভুগছিলেন তিনি। মুম্বাইয়ে থাকা কঠিন হয়ে গিয়েছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায়, দিল্লিতে পারিবারের কাছে ফিরে যেতে হয় তাঁকে। এখনও সেখানেই রয়েছেন। তবে সাহাব আলি আশাবাদী, ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ যেহেতু জনপ্রিয় হয়েছে, ফলে শিগগিরই নতুন কাজের প্রস্তাব পাবেন।
সাংবাদিকতা দিয়ে পেশাগত জীবন শুরু সাহাবের। অভিনয়ের স্বপ্ন নিয়ে ন্যাশনাল স্কুল অব ড্রামায় ভর্তি হন। সেখান থেকে পাশ করেই যান মুম্বাইয়ে। শুরু করেন মঞ্চ নাটকে অভিনয়। ‘জাঙ্গুরা’ ও ‘মুঘল এ আজম’ নাটকে অভিনয় করেন সাহাব। স্বল্প পারিশ্রমিকে কোনোমতে দিন কাটছিল। করোনার কারণে নাটকের শো বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন তিনি।
মুম্বাই ছাড়ার আগেই ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এর কাজ শেষ হয়ে গিয়েছিল। আপাতত এম এক্স প্লেয়ার প্ল্যাটফর্মের একটি সিরিজে অভিনয়ের প্রস্তাব আছে সাহাবের হাতে।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১ দিন আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
১ দিন আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
১ দিন আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১ দিন আগে