ঢাকা: ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পাওয়া ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এর রেশ এখনো কাটেনি। সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মনোজ বাজপেয়ী, সামান্থা আক্কিকেনির মতো অভিনেতারা। অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাহাব আলি। তবে তাঁর অভিনীত সিরিজটি জনপ্রিয়তা পেলেও কপাল খোলেনি সাহাবের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান পরিস্থিতি জানিয়েছেন অভিনেতা। অর্থকষ্টে দিন কাটছে তাঁর। টাকার অভাবে মুম্বাইয়ের ফ্ল্যাট ছাড়তে হয়েছে তাঁকে।
‘দ্য ফ্যামিলি ম্যান ২’–এ সাজিদ চরিত্রে অভিনয় করেছেন সাহাব আলি। প্রথম ও দ্বিতীয় দুই সিজনেই দেখা গেছে তাঁকে।
সাহাব জানিয়েছেন, সিরিজটি মুক্তির আগে থেকেই অর্থাভাবে ভুগছিলেন তিনি। মুম্বাইয়ে থাকা কঠিন হয়ে গিয়েছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায়, দিল্লিতে পারিবারের কাছে ফিরে যেতে হয় তাঁকে। এখনও সেখানেই রয়েছেন। তবে সাহাব আলি আশাবাদী, ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ যেহেতু জনপ্রিয় হয়েছে, ফলে শিগগিরই নতুন কাজের প্রস্তাব পাবেন।
সাংবাদিকতা দিয়ে পেশাগত জীবন শুরু সাহাবের। অভিনয়ের স্বপ্ন নিয়ে ন্যাশনাল স্কুল অব ড্রামায় ভর্তি হন। সেখান থেকে পাশ করেই যান মুম্বাইয়ে। শুরু করেন মঞ্চ নাটকে অভিনয়। ‘জাঙ্গুরা’ ও ‘মুঘল এ আজম’ নাটকে অভিনয় করেন সাহাব। স্বল্প পারিশ্রমিকে কোনোমতে দিন কাটছিল। করোনার কারণে নাটকের শো বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন তিনি।
মুম্বাই ছাড়ার আগেই ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এর কাজ শেষ হয়ে গিয়েছিল। আপাতত এম এক্স প্লেয়ার প্ল্যাটফর্মের একটি সিরিজে অভিনয়ের প্রস্তাব আছে সাহাবের হাতে।
ঢাকা: ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পাওয়া ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এর রেশ এখনো কাটেনি। সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মনোজ বাজপেয়ী, সামান্থা আক্কিকেনির মতো অভিনেতারা। অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাহাব আলি। তবে তাঁর অভিনীত সিরিজটি জনপ্রিয়তা পেলেও কপাল খোলেনি সাহাবের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান পরিস্থিতি জানিয়েছেন অভিনেতা। অর্থকষ্টে দিন কাটছে তাঁর। টাকার অভাবে মুম্বাইয়ের ফ্ল্যাট ছাড়তে হয়েছে তাঁকে।
‘দ্য ফ্যামিলি ম্যান ২’–এ সাজিদ চরিত্রে অভিনয় করেছেন সাহাব আলি। প্রথম ও দ্বিতীয় দুই সিজনেই দেখা গেছে তাঁকে।
সাহাব জানিয়েছেন, সিরিজটি মুক্তির আগে থেকেই অর্থাভাবে ভুগছিলেন তিনি। মুম্বাইয়ে থাকা কঠিন হয়ে গিয়েছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায়, দিল্লিতে পারিবারের কাছে ফিরে যেতে হয় তাঁকে। এখনও সেখানেই রয়েছেন। তবে সাহাব আলি আশাবাদী, ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ যেহেতু জনপ্রিয় হয়েছে, ফলে শিগগিরই নতুন কাজের প্রস্তাব পাবেন।
সাংবাদিকতা দিয়ে পেশাগত জীবন শুরু সাহাবের। অভিনয়ের স্বপ্ন নিয়ে ন্যাশনাল স্কুল অব ড্রামায় ভর্তি হন। সেখান থেকে পাশ করেই যান মুম্বাইয়ে। শুরু করেন মঞ্চ নাটকে অভিনয়। ‘জাঙ্গুরা’ ও ‘মুঘল এ আজম’ নাটকে অভিনয় করেন সাহাব। স্বল্প পারিশ্রমিকে কোনোমতে দিন কাটছিল। করোনার কারণে নাটকের শো বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন তিনি।
মুম্বাই ছাড়ার আগেই ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এর কাজ শেষ হয়ে গিয়েছিল। আপাতত এম এক্স প্লেয়ার প্ল্যাটফর্মের একটি সিরিজে অভিনয়ের প্রস্তাব আছে সাহাবের হাতে।
শাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
১ ঘণ্টা আগেবাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
৩ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৬ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৯ ঘণ্টা আগে