বলিউডপাড়ায় এই সময়ে অন্যতম আলোচ্য বিষয় হৃতিক রোশন এবং সাবা আজাদের প্রেম। সম্প্রতি দুজনকে রেস্তোরাঁ থেকে হাত ধরে বের হতে দেখা যায়। তাতেই গুঞ্জন শুরু হয়, প্রেম করছেন নাকি হৃতিক রোশন আর সাবা আজাদ। এবার এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য টাইমস অব ইন্ডিয়া যোগাযোগ করে সাবার সাবেক প্রেমিক নাসিরউদ্দিন শাহের ছেলে ইমাদের সঙ্গে। এর আগে নাসিরউদ্দিন শাহর ছেলে ইমাদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সাবার। ২০১৩ সাল থেকে তাঁরা লিভ-ইনের সম্পর্কে ছিলেন। ২০২০ সালে সেই সম্পর্কে ইতি টানেন তাঁরা।
সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, তাদের পক্ষ থেকে ইমাদ-কে ফোন করা হলে তিনি প্রথম সাধারণ কথাবার্তা বলেন। যেইমুহূর্তে সাবার প্রসঙ্গ ওঠে এবং হৃতিকের সঙ্গে সাবার ছবি সম্পর্কে তাঁকে জিজ্ঞাসা করা হয়, সঙ্গে সঙ্গে জবাব আসে যে একটি মিটিংয়ের মাঝে রয়েছেন তিনি। তাই এইমুহূর্তে আর কোনও কথা বলতে পারছেন না তিনি। এর পরে আরও কয়েকবার ইমাদকে ফোন করা হয়েছিল। তবে তিনি আর ফোন তোলেননি।
সাবাকে ফোন করা হলে তিনি বেশ শান্ত স্বরেই কথা বলেন। তবে তারপর যখন প্রশ্ন করা হয় হৃতিকের ব্যাপারে তখন বলে বসেন, ‘আমি একটা কাজের মধ্যে আছি, আপনাকে পরে ফোন করছি’। সেদিন হৃতিকের সাথে তিনিই ছিলেন কি না জানতে চাওয়া হলে জানান, ‘আমি পরে ফোন করব’। সাবা একবারও হৃতিকের সাথে থাকার কথা অস্বীকার করেননি।
সাবা আজাদের আসল নাম সাবা সিং গ্রেওয়াল। সাবা একজন মডেল, সিঙ্গার ও অভিনেতা। ২০০৮ সালে বলিউডের সিনেমা ‘দিল কাবাডি’ দিয়ে অভিষেক। ২০১১ সালে অভিনয় করেছেন ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ সিনেমাতে। ২০২১ সালে অভিনয় করেছেন ‘ফিলস লাইক ইশক’ ছবিতে।
বলিউডপাড়ায় এই সময়ে অন্যতম আলোচ্য বিষয় হৃতিক রোশন এবং সাবা আজাদের প্রেম। সম্প্রতি দুজনকে রেস্তোরাঁ থেকে হাত ধরে বের হতে দেখা যায়। তাতেই গুঞ্জন শুরু হয়, প্রেম করছেন নাকি হৃতিক রোশন আর সাবা আজাদ। এবার এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য টাইমস অব ইন্ডিয়া যোগাযোগ করে সাবার সাবেক প্রেমিক নাসিরউদ্দিন শাহের ছেলে ইমাদের সঙ্গে। এর আগে নাসিরউদ্দিন শাহর ছেলে ইমাদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সাবার। ২০১৩ সাল থেকে তাঁরা লিভ-ইনের সম্পর্কে ছিলেন। ২০২০ সালে সেই সম্পর্কে ইতি টানেন তাঁরা।
সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, তাদের পক্ষ থেকে ইমাদ-কে ফোন করা হলে তিনি প্রথম সাধারণ কথাবার্তা বলেন। যেইমুহূর্তে সাবার প্রসঙ্গ ওঠে এবং হৃতিকের সঙ্গে সাবার ছবি সম্পর্কে তাঁকে জিজ্ঞাসা করা হয়, সঙ্গে সঙ্গে জবাব আসে যে একটি মিটিংয়ের মাঝে রয়েছেন তিনি। তাই এইমুহূর্তে আর কোনও কথা বলতে পারছেন না তিনি। এর পরে আরও কয়েকবার ইমাদকে ফোন করা হয়েছিল। তবে তিনি আর ফোন তোলেননি।
সাবাকে ফোন করা হলে তিনি বেশ শান্ত স্বরেই কথা বলেন। তবে তারপর যখন প্রশ্ন করা হয় হৃতিকের ব্যাপারে তখন বলে বসেন, ‘আমি একটা কাজের মধ্যে আছি, আপনাকে পরে ফোন করছি’। সেদিন হৃতিকের সাথে তিনিই ছিলেন কি না জানতে চাওয়া হলে জানান, ‘আমি পরে ফোন করব’। সাবা একবারও হৃতিকের সাথে থাকার কথা অস্বীকার করেননি।
সাবা আজাদের আসল নাম সাবা সিং গ্রেওয়াল। সাবা একজন মডেল, সিঙ্গার ও অভিনেতা। ২০০৮ সালে বলিউডের সিনেমা ‘দিল কাবাডি’ দিয়ে অভিষেক। ২০১১ সালে অভিনয় করেছেন ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ সিনেমাতে। ২০২১ সালে অভিনয় করেছেন ‘ফিলস লাইক ইশক’ ছবিতে।
ওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৩ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১২ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১২ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১৪ ঘণ্টা আগে