বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী রাধিকা আপ্তে। ‘পার্চড’, ‘প্যাডম্যান’, ‘অহল্যা’, ‘বদলাপুর’, ‘আন্ধাধুন’ সিনেমাগুলোতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। হাজির হয়েছেন বাংলা সিনেমাতেও। এ ছাড়া মারাঠি, তামিল, তেলুগু, মালায়ালাম– প্রতিটি ইন্ডাস্ট্রিতে রাধিকা আপ্তের পা পড়েছে। কিন্তু এমন জনপ্রিয় অভিনেত্রীর জীবনেও ঘনিয়ে এসেছিল দুঃসময়।
বছর কয়েক আগে একটি নগ্ন দৃশ্য ভাইরাল হয়। এ ঘটনার পর খুবই ভেঙে পড়েছিলেন নায়িকা। বাড়ির বাইরেও তেমন বের হতেন না। কাউকে নিজের মুখ পর্যন্ত দেখাতেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে ওই সময়ের গল্প শুনিয়েছেন অভিনেত্রী।
সে সময় টানা চার দিন বাড়ির বাইরে বের হননি রাধিকা আপ্তে। যদিও লিক হওয়া ছবিটি তাঁর ছিল না। কিন্তু ছবির মেয়েটির সঙ্গে তাঁর চেহারার অনেক মিল। তাই নিন্দার ঝড় বয়ে গিয়েছিল রাধিকার ওপর দিয়েই।
মিডিয়া আমাকে নিয়ে কী বলল তা নিয়ে চিন্তিত ছিলাম না। কিন্তু আমার ড্রাইভার, কেয়ারটেকার, স্টাইলিস্ট– সবাই ওই ছবির সঙ্গে আমার মিল খুঁজে পাচ্ছিলেন। এ ঘটনা আমাকে খুব বাজেভাবে ধাক্কা দিয়েছিল।
রাধিকা আপ্তে, অভিনেত্রী
পরে ‘পার্চড’ সিনেমায় অভিনয় করেছেন রাধিকা। লীনা যাদবের ওই সিনেমায় তিনি সম্পূর্ণ নগ্ন অবস্থায় ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন। বিষয়টি নিয়ে রাধিকা বলেন, ‘পার্চড করার সময় আমি নগ্ন হয়েছিলাম। এটা খুব একটা সহজ কাজ নয়। কিন্তু আমার মনে হয়েছিল কারও কাছ থেকে আমার আর কিছু গোপন করার নেই।’
যে ছবিটি ফাঁস হয়েছিল সেটা ছিল নগ্ন অবস্থায় একটি মেয়ের সেলফি। তবে রাধিকা বলেন, ‘ওই ছবি ফাঁস হওয়ার পরেও তাঁর কিছু করার ছিল না। সবচেয়ে ভালো ছিল এটাকে এড়িয়ে যাওয়া। কারণ, এর পেছনে কিছু বলা বা করা মানে হলো সময় নষ্ট করা।’
সম্প্রতি ডিজনি-হটস্টারের ‘ওকে কম্পিউটার’-এ অভিনয় করেছেন রাধিকা আপ্তে। এ সিনেমায় জ্যাকি শ্রুফ ও বিজয় ভার্মাও আছেন।
ঢাকা: বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী রাধিকা আপ্তে। ‘পার্চড’, ‘প্যাডম্যান’, ‘অহল্যা’, ‘বদলাপুর’, ‘আন্ধাধুন’ সিনেমাগুলোতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। হাজির হয়েছেন বাংলা সিনেমাতেও। এ ছাড়া মারাঠি, তামিল, তেলুগু, মালায়ালাম– প্রতিটি ইন্ডাস্ট্রিতে রাধিকা আপ্তের পা পড়েছে। কিন্তু এমন জনপ্রিয় অভিনেত্রীর জীবনেও ঘনিয়ে এসেছিল দুঃসময়।
বছর কয়েক আগে একটি নগ্ন দৃশ্য ভাইরাল হয়। এ ঘটনার পর খুবই ভেঙে পড়েছিলেন নায়িকা। বাড়ির বাইরেও তেমন বের হতেন না। কাউকে নিজের মুখ পর্যন্ত দেখাতেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে ওই সময়ের গল্প শুনিয়েছেন অভিনেত্রী।
সে সময় টানা চার দিন বাড়ির বাইরে বের হননি রাধিকা আপ্তে। যদিও লিক হওয়া ছবিটি তাঁর ছিল না। কিন্তু ছবির মেয়েটির সঙ্গে তাঁর চেহারার অনেক মিল। তাই নিন্দার ঝড় বয়ে গিয়েছিল রাধিকার ওপর দিয়েই।
মিডিয়া আমাকে নিয়ে কী বলল তা নিয়ে চিন্তিত ছিলাম না। কিন্তু আমার ড্রাইভার, কেয়ারটেকার, স্টাইলিস্ট– সবাই ওই ছবির সঙ্গে আমার মিল খুঁজে পাচ্ছিলেন। এ ঘটনা আমাকে খুব বাজেভাবে ধাক্কা দিয়েছিল।
রাধিকা আপ্তে, অভিনেত্রী
পরে ‘পার্চড’ সিনেমায় অভিনয় করেছেন রাধিকা। লীনা যাদবের ওই সিনেমায় তিনি সম্পূর্ণ নগ্ন অবস্থায় ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন। বিষয়টি নিয়ে রাধিকা বলেন, ‘পার্চড করার সময় আমি নগ্ন হয়েছিলাম। এটা খুব একটা সহজ কাজ নয়। কিন্তু আমার মনে হয়েছিল কারও কাছ থেকে আমার আর কিছু গোপন করার নেই।’
যে ছবিটি ফাঁস হয়েছিল সেটা ছিল নগ্ন অবস্থায় একটি মেয়ের সেলফি। তবে রাধিকা বলেন, ‘ওই ছবি ফাঁস হওয়ার পরেও তাঁর কিছু করার ছিল না। সবচেয়ে ভালো ছিল এটাকে এড়িয়ে যাওয়া। কারণ, এর পেছনে কিছু বলা বা করা মানে হলো সময় নষ্ট করা।’
সম্প্রতি ডিজনি-হটস্টারের ‘ওকে কম্পিউটার’-এ অভিনয় করেছেন রাধিকা আপ্তে। এ সিনেমায় জ্যাকি শ্রুফ ও বিজয় ভার্মাও আছেন।
ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেও মাঠে উপস্থিত ছিলেন শাকিব খান। তবে দুই ম্যাচেই মাঠে বসে নিজ দলের হার দেখতে হলো তাঁকে।
৩ ঘণ্টা আগেগত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
১১ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১৪ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
১৫ ঘণ্টা আগে