ঢাকা: বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী রাধিকা আপ্তে। ‘পার্চড’, ‘প্যাডম্যান’, ‘অহল্যা’, ‘বদলাপুর’, ‘আন্ধাধুন’ সিনেমাগুলোতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। হাজির হয়েছেন বাংলা সিনেমাতেও। এ ছাড়া মারাঠি, তামিল, তেলুগু, মালায়ালাম– প্রতিটি ইন্ডাস্ট্রিতে রাধিকা আপ্তের পা পড়েছে। কিন্তু এমন জনপ্রিয় অভিনেত্রীর জীবনেও ঘনিয়ে এসেছিল দুঃসময়।
বছর কয়েক আগে একটি নগ্ন দৃশ্য ভাইরাল হয়। এ ঘটনার পর খুবই ভেঙে পড়েছিলেন নায়িকা। বাড়ির বাইরেও তেমন বের হতেন না। কাউকে নিজের মুখ পর্যন্ত দেখাতেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে ওই সময়ের গল্প শুনিয়েছেন অভিনেত্রী।
সে সময় টানা চার দিন বাড়ির বাইরে বের হননি রাধিকা আপ্তে। যদিও লিক হওয়া ছবিটি তাঁর ছিল না। কিন্তু ছবির মেয়েটির সঙ্গে তাঁর চেহারার অনেক মিল। তাই নিন্দার ঝড় বয়ে গিয়েছিল রাধিকার ওপর দিয়েই।
মিডিয়া আমাকে নিয়ে কী বলল তা নিয়ে চিন্তিত ছিলাম না। কিন্তু আমার ড্রাইভার, কেয়ারটেকার, স্টাইলিস্ট– সবাই ওই ছবির সঙ্গে আমার মিল খুঁজে পাচ্ছিলেন। এ ঘটনা আমাকে খুব বাজেভাবে ধাক্কা দিয়েছিল।
রাধিকা আপ্তে, অভিনেত্রী
পরে ‘পার্চড’ সিনেমায় অভিনয় করেছেন রাধিকা। লীনা যাদবের ওই সিনেমায় তিনি সম্পূর্ণ নগ্ন অবস্থায় ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন। বিষয়টি নিয়ে রাধিকা বলেন, ‘পার্চড করার সময় আমি নগ্ন হয়েছিলাম। এটা খুব একটা সহজ কাজ নয়। কিন্তু আমার মনে হয়েছিল কারও কাছ থেকে আমার আর কিছু গোপন করার নেই।’
যে ছবিটি ফাঁস হয়েছিল সেটা ছিল নগ্ন অবস্থায় একটি মেয়ের সেলফি। তবে রাধিকা বলেন, ‘ওই ছবি ফাঁস হওয়ার পরেও তাঁর কিছু করার ছিল না। সবচেয়ে ভালো ছিল এটাকে এড়িয়ে যাওয়া। কারণ, এর পেছনে কিছু বলা বা করা মানে হলো সময় নষ্ট করা।’
সম্প্রতি ডিজনি-হটস্টারের ‘ওকে কম্পিউটার’-এ অভিনয় করেছেন রাধিকা আপ্তে। এ সিনেমায় জ্যাকি শ্রুফ ও বিজয় ভার্মাও আছেন।
ঢাকা: বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী রাধিকা আপ্তে। ‘পার্চড’, ‘প্যাডম্যান’, ‘অহল্যা’, ‘বদলাপুর’, ‘আন্ধাধুন’ সিনেমাগুলোতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। হাজির হয়েছেন বাংলা সিনেমাতেও। এ ছাড়া মারাঠি, তামিল, তেলুগু, মালায়ালাম– প্রতিটি ইন্ডাস্ট্রিতে রাধিকা আপ্তের পা পড়েছে। কিন্তু এমন জনপ্রিয় অভিনেত্রীর জীবনেও ঘনিয়ে এসেছিল দুঃসময়।
বছর কয়েক আগে একটি নগ্ন দৃশ্য ভাইরাল হয়। এ ঘটনার পর খুবই ভেঙে পড়েছিলেন নায়িকা। বাড়ির বাইরেও তেমন বের হতেন না। কাউকে নিজের মুখ পর্যন্ত দেখাতেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে ওই সময়ের গল্প শুনিয়েছেন অভিনেত্রী।
সে সময় টানা চার দিন বাড়ির বাইরে বের হননি রাধিকা আপ্তে। যদিও লিক হওয়া ছবিটি তাঁর ছিল না। কিন্তু ছবির মেয়েটির সঙ্গে তাঁর চেহারার অনেক মিল। তাই নিন্দার ঝড় বয়ে গিয়েছিল রাধিকার ওপর দিয়েই।
মিডিয়া আমাকে নিয়ে কী বলল তা নিয়ে চিন্তিত ছিলাম না। কিন্তু আমার ড্রাইভার, কেয়ারটেকার, স্টাইলিস্ট– সবাই ওই ছবির সঙ্গে আমার মিল খুঁজে পাচ্ছিলেন। এ ঘটনা আমাকে খুব বাজেভাবে ধাক্কা দিয়েছিল।
রাধিকা আপ্তে, অভিনেত্রী
পরে ‘পার্চড’ সিনেমায় অভিনয় করেছেন রাধিকা। লীনা যাদবের ওই সিনেমায় তিনি সম্পূর্ণ নগ্ন অবস্থায় ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন। বিষয়টি নিয়ে রাধিকা বলেন, ‘পার্চড করার সময় আমি নগ্ন হয়েছিলাম। এটা খুব একটা সহজ কাজ নয়। কিন্তু আমার মনে হয়েছিল কারও কাছ থেকে আমার আর কিছু গোপন করার নেই।’
যে ছবিটি ফাঁস হয়েছিল সেটা ছিল নগ্ন অবস্থায় একটি মেয়ের সেলফি। তবে রাধিকা বলেন, ‘ওই ছবি ফাঁস হওয়ার পরেও তাঁর কিছু করার ছিল না। সবচেয়ে ভালো ছিল এটাকে এড়িয়ে যাওয়া। কারণ, এর পেছনে কিছু বলা বা করা মানে হলো সময় নষ্ট করা।’
সম্প্রতি ডিজনি-হটস্টারের ‘ওকে কম্পিউটার’-এ অভিনয় করেছেন রাধিকা আপ্তে। এ সিনেমায় জ্যাকি শ্রুফ ও বিজয় ভার্মাও আছেন।
চীনে ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা আমির খান। তাঁর দুটি চলচ্চিত্র—দঙ্গল এবং সিক্রেট সুপারস্টার—চীনে দারুণ হিট করেছিল। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সমস্ত বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে এই দুটি সিনেমা।
১২ ঘণ্টা আগেতরুণদের বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা উড়াল। পর্দায় দেখা যাবে তিন বন্ধু এবং এক তরুণীর গল্প। এতে অভিনয় করেছেন একদল নতুন মুখ। বানিয়েছেন জোবায়দুর রহমান। ২০২৩ সালে শুরু হয়েছিল সিনেমার শুটিং। অবশেষে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। গত বৃহস্পতিবার সিনেমার...
১৯ ঘণ্টা আগেমুহাম্মদ জাহাঙ্গীর স্মরণে আয়োজিত নৃত্যাঞ্চল পদক পেলেন কুমকুম রানী চন্দ। গত ২৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নৃত্য দিবস উদ্যাপন করে নৃত্য সংগঠন ‘নৃত্যাঞ্চল’। অনুষ্ঠানটি তিনটি পর্বে সাজানো হয়। প্রথম পর্বে ছিল...
১৯ ঘণ্টা আগেপাকিস্তানের সঙ্গে ভারতের যেকোনো রাজনৈতিক জটিলতার প্রথম কোপ গিয়ে পড়ে শিল্পীদের ওপর। ২০১৬ সালে ভারতশাসিত কাশ্মীরের উরিতে হামলার পর ভারতে নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন পাকিস্তানি শিল্পীরা। ২০২৩ সাল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল ছিল। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার...
১৯ ঘণ্টা আগে