বিনোদন ডেস্ক
অভিষেক বচ্চনের ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি হলো আজ। ২০০০ সালের ৩০ জুন মুক্তি পেয়েছিল তাঁর প্রথম সিনেমা ‘রিফিউজি’। জেপি দত্ত পরিচালিত এ সিনেমায় অভিষেকের চরিত্রটি ছিল নামহীন একজন মুসলিম যুবকের; যে ভারত-পাকিস্তান সীমান্তে অবৈধ অভিবাসীদের পারাপারে সাহায্য করে। রিফিউজির পর গত ২৫ বছরে অনেক সিনেমা উপহার দিয়েছেন তিনি, কখনো প্রশংসা পেয়েছেন, কখনো তিরস্কার।
বাবা অমিতাভ বচ্চনের অভিনয় প্রতিভার সঙ্গে অভিষেকের তুলনা চলেছে বছরের পর বছর ধরে। সেসব সমালোচনা হাসিমুখে মেনে নিয়ে নিজের অভিনয় আরও ভালো করার চেষ্টা করে গেছেন। তিনি পেরেছেনও। গত কয়েক বছরে অভিষেকের সিনেমার তালিকা আর চিত্রনাট্য বাছাইয়ের দূরদর্শিতা দেখে তাঁর প্রশংসায় পঞ্চমুখ সবাই। ‘লুডু’, ‘দ্য বিগ বুল’, ‘বব বিশ্বাস’, ‘ঘুমর’, ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমাগুলোয় বহুমাত্রিক চরিত্রে অভিষেকের অভিনয় প্রত্যেকের মন ছুঁয়ে গেছে।
অমিতাভ বচ্চনও ছেলের প্রতিভায় চমকে গেছেন। গত মাসে নিজের ব্লগে অভিষেককে নিয়ে একটি লেখা লিখেছিলেন, যেখানে চ্যালেঞ্জিং চরিত্র বেছে নেওয়ার জন্য অভিষেকের প্রশংসা করেছিলেন তিনি। অমিতাভ লেখেন, ‘চ্যালেঞ্জিং সব চরিত্র বাছাই করেছে সে, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এসব চরিত্রে অভিনয় করেছে। পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করেছে। এসব সিনেমা ও চরিত্রগুলো তাকে ভিন্ন কিছু করার সুযোগ দিয়েছে।’ অভিষেকের ২৫ বছর উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় তাঁর বিভিন্ন চরিত্রের একটি কোলাজ প্রকাশ করে অমিতাভ লিখেছেন, ‘এসব বৈচিত্র্যময় চরিত্রের প্রতি আমার প্রণাম রইল। আমার ছেলের প্রশংসা করি। সে প্রশংসার যোগ্য।’
অভিষেকের অন্য রকম কাজের তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরেকটি সিনেমা। ৪ জুলাই জি ফাইভে মুক্তি পাচ্ছে ‘কালিধর লাপাতা’। এতে কালিধর নামের একজন মধ্যবয়স্কর চরিত্রে অভিনয় করেছেন অভিষেক; যে স্মৃতি হারিয়ে ফেলেছে, বাড়ি থেকে পালিয়েছে। পথে আলাপ হয় এক পথশিশুর সঙ্গে। তার সঙ্গে বন্ধুত্ব হয় কালিধরের। জীবনের আসল অর্থ খুঁজে পায় কালিধর। এ চরিত্রে কাঁচা-পাকা চুল-দাড়িতে অভিষেকের উষ্কখুষ্ক লুক, আর ট্রেলারে তাঁর বাস্তবঘেঁষা অভিনয় মন কেড়েছে সবার। অনেকেই বলছেন, এত দিনে নির্মাতারা অভিষেককে কাজে লাগাতে পেরেছেন! এত দিনে অভিষেক তাঁর নিজের জায়গা খুঁজে পেয়েছেন।
অভিষেক বলেন, ‘আমি মনে করি, যেকোনো অভিনেতার সর্বশেষ কাজটি তাঁর সেরা কাজ হওয়া উচিত। নিজেকে বদলের প্রচেষ্টা থাকা উচিত। আমার ১০ বছরের আগের কাজ আর এখনকার কাজ যদি আলাদা না হয়, যদি অভিনয়ের ক্ষেত্রে কোনো উন্নতি না হয়; তাহলে সেটা হবে দুঃখজনক। প্রতিটি সিনেমায় আমি নিজেকে একটু একটু করে উন্নত করার চেষ্টা করি। আমি যে সিনেমাই করি না কেন, শুটিং শেষে সেই চরিত্রের কিছু গুণ নিজের মধ্যে রাখার চেষ্টা করি।’
অভিষেক বচ্চনের ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি হলো আজ। ২০০০ সালের ৩০ জুন মুক্তি পেয়েছিল তাঁর প্রথম সিনেমা ‘রিফিউজি’। জেপি দত্ত পরিচালিত এ সিনেমায় অভিষেকের চরিত্রটি ছিল নামহীন একজন মুসলিম যুবকের; যে ভারত-পাকিস্তান সীমান্তে অবৈধ অভিবাসীদের পারাপারে সাহায্য করে। রিফিউজির পর গত ২৫ বছরে অনেক সিনেমা উপহার দিয়েছেন তিনি, কখনো প্রশংসা পেয়েছেন, কখনো তিরস্কার।
বাবা অমিতাভ বচ্চনের অভিনয় প্রতিভার সঙ্গে অভিষেকের তুলনা চলেছে বছরের পর বছর ধরে। সেসব সমালোচনা হাসিমুখে মেনে নিয়ে নিজের অভিনয় আরও ভালো করার চেষ্টা করে গেছেন। তিনি পেরেছেনও। গত কয়েক বছরে অভিষেকের সিনেমার তালিকা আর চিত্রনাট্য বাছাইয়ের দূরদর্শিতা দেখে তাঁর প্রশংসায় পঞ্চমুখ সবাই। ‘লুডু’, ‘দ্য বিগ বুল’, ‘বব বিশ্বাস’, ‘ঘুমর’, ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমাগুলোয় বহুমাত্রিক চরিত্রে অভিষেকের অভিনয় প্রত্যেকের মন ছুঁয়ে গেছে।
অমিতাভ বচ্চনও ছেলের প্রতিভায় চমকে গেছেন। গত মাসে নিজের ব্লগে অভিষেককে নিয়ে একটি লেখা লিখেছিলেন, যেখানে চ্যালেঞ্জিং চরিত্র বেছে নেওয়ার জন্য অভিষেকের প্রশংসা করেছিলেন তিনি। অমিতাভ লেখেন, ‘চ্যালেঞ্জিং সব চরিত্র বাছাই করেছে সে, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এসব চরিত্রে অভিনয় করেছে। পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করেছে। এসব সিনেমা ও চরিত্রগুলো তাকে ভিন্ন কিছু করার সুযোগ দিয়েছে।’ অভিষেকের ২৫ বছর উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় তাঁর বিভিন্ন চরিত্রের একটি কোলাজ প্রকাশ করে অমিতাভ লিখেছেন, ‘এসব বৈচিত্র্যময় চরিত্রের প্রতি আমার প্রণাম রইল। আমার ছেলের প্রশংসা করি। সে প্রশংসার যোগ্য।’
অভিষেকের অন্য রকম কাজের তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরেকটি সিনেমা। ৪ জুলাই জি ফাইভে মুক্তি পাচ্ছে ‘কালিধর লাপাতা’। এতে কালিধর নামের একজন মধ্যবয়স্কর চরিত্রে অভিনয় করেছেন অভিষেক; যে স্মৃতি হারিয়ে ফেলেছে, বাড়ি থেকে পালিয়েছে। পথে আলাপ হয় এক পথশিশুর সঙ্গে। তার সঙ্গে বন্ধুত্ব হয় কালিধরের। জীবনের আসল অর্থ খুঁজে পায় কালিধর। এ চরিত্রে কাঁচা-পাকা চুল-দাড়িতে অভিষেকের উষ্কখুষ্ক লুক, আর ট্রেলারে তাঁর বাস্তবঘেঁষা অভিনয় মন কেড়েছে সবার। অনেকেই বলছেন, এত দিনে নির্মাতারা অভিষেককে কাজে লাগাতে পেরেছেন! এত দিনে অভিষেক তাঁর নিজের জায়গা খুঁজে পেয়েছেন।
অভিষেক বলেন, ‘আমি মনে করি, যেকোনো অভিনেতার সর্বশেষ কাজটি তাঁর সেরা কাজ হওয়া উচিত। নিজেকে বদলের প্রচেষ্টা থাকা উচিত। আমার ১০ বছরের আগের কাজ আর এখনকার কাজ যদি আলাদা না হয়, যদি অভিনয়ের ক্ষেত্রে কোনো উন্নতি না হয়; তাহলে সেটা হবে দুঃখজনক। প্রতিটি সিনেমায় আমি নিজেকে একটু একটু করে উন্নত করার চেষ্টা করি। আমি যে সিনেমাই করি না কেন, শুটিং শেষে সেই চরিত্রের কিছু গুণ নিজের মধ্যে রাখার চেষ্টা করি।’
শাহরুখপুত্র আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজে তিন খানকে দেখা যাবে অতিথি চরিত্রে। প্রথমবারের মতো একই প্রজেক্টে অভিনয় করেছেন তাঁরা।
৬ ঘণ্টা আগেনির্মাতার অভিযোগ প্রসঙ্গে সালমান বলেন, ‘আমার বিরুদ্ধে একটা অভিযোগ দেওয়া হয়, আমি নাকি অনেকের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছি! কিন্তু এটা তো আমার হাতে নেই। আমি কার ক্যারিয়ার ধ্বংস করলাম?’
৯ ঘণ্টা আগেউন্মুক্ত হয়েছে সংগীতশিল্পী ইয়াসমিন মুশতারীর ওয়েব সাইট, এতে যুক্ত করা হয়েছে শিল্পীর দীর্ঘ বর্ণাঢ্য সংগীতজীবন, শিল্পকর্ম ও অর্জনের প্রায় সব তথ্য। ওয়েবসাইট ভিজিট করলে পাওয়া যাবে শিল্পীর জীবনী, গানসহ নানা আর্কাইভাল উপাদান।
১১ ঘণ্টা আগেজুঁই ফুলের কারণে জনপ্রিয় মালয়ালম অভিনেত্রী নভ্যা নায়ারকে গুনতে হল ১ হাজার ৯৮০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় দেড় লাখ টাকার বেশি।
১২ ঘণ্টা আগে