ভারতীয় অভিনেত্রী সানি লিওন বাংলাদেশে এসেছেন—এ খবর শনিবার টপ অবব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। শুধু সানি লিওনই নন, এসেছেন ভারতীয় একাধিক জনপ্রিয় তারকা। এদের মধ্যে বলিউডের নারগিস ফাখরি, খৈলাশ খের, পাপন, কাঁটা লাগা খ্যাত গায়িকা শেফালি প্রমুখ। টলিউড থেকে নুসরাত জাহান ও তাঁর স্বামী যশ দাশগুপ্ত, মিমি চক্রবর্তীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আজ রোববার সকালে নিজ দেশে ফিরে যান এই তারাকারা।
জানা গেছে, রাজধানীর একটি রেস্তোরাঁয় শনিবার দিবাগত রাতে গান বাংলার কর্ণধার তাপস মুন্নীর মেয়ে নাজিস আরমান ও সালমান মির্জার বিবাহ-উত্তর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতেই সবাই এসেছেন। গানবাংলা টেলিভিশনের চেয়ারপার্সন ফারজানা মুন্নী ও চ্যানেলটির প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়েতে যেন বসেছিল তারার হাট। দেশি-বিদেশি তারকারা নেচে-গেয়ে উদ্যাপন করেছেন এই বিয়ের অনুষ্ঠান। বিশেষ করে একঁঝাক ভারতীয় তারকার উপস্থিতি বিয়েতে অন্য মাত্রা এনে দেয়।
এর আগে সানি লিওন শুটিংয়ের অনুমতি চাইলেও পাননি। পরে ভিজিট ভিসায় বাংলাদেশে আসেন। সানি ছাড়া অন্য সবাই অনেকটা নিভৃতে এসেছিলেন। অন্যরা নিজ দেশের এয়ারপোর্টে তোলা ছবি প্রকাশ করলেও জানাননি ঢাকায় আসার তথ্য। তবে সানি বাংলাদেশের মাটিতে পা রেখেই সোশ্যাল মিডিয়ায় জানান দেন, যা নিয়ে শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়।
তাপসের একটি হিন্দি গানের মডেল হয়েছিলেন সানি লিওন। এরপর তার মালিকানাধীন টিএম রেকর্ডসের একটি গানচিত্রেও মডেল হয়েছিলেন এই বলিউড অভিনেত্রী। একই অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের গানে মডেল হিসেবে দেখা গেছে নারগিস ফাখরি, মিমি চক্রবর্তী, নুসরাত জাহানকে। এছাড়া গানবাংলা টিভির ‘উইন্ড অব চেঞ্জ’ স্টুডিওতে গান গেয়েছেন কৈলাস খের, পাপনদের মতো বলিউড তারকা কণ্ঠশিল্পীরা।
ভারতীয় অভিনেত্রী সানি লিওন বাংলাদেশে এসেছেন—এ খবর শনিবার টপ অবব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। শুধু সানি লিওনই নন, এসেছেন ভারতীয় একাধিক জনপ্রিয় তারকা। এদের মধ্যে বলিউডের নারগিস ফাখরি, খৈলাশ খের, পাপন, কাঁটা লাগা খ্যাত গায়িকা শেফালি প্রমুখ। টলিউড থেকে নুসরাত জাহান ও তাঁর স্বামী যশ দাশগুপ্ত, মিমি চক্রবর্তীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আজ রোববার সকালে নিজ দেশে ফিরে যান এই তারাকারা।
জানা গেছে, রাজধানীর একটি রেস্তোরাঁয় শনিবার দিবাগত রাতে গান বাংলার কর্ণধার তাপস মুন্নীর মেয়ে নাজিস আরমান ও সালমান মির্জার বিবাহ-উত্তর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতেই সবাই এসেছেন। গানবাংলা টেলিভিশনের চেয়ারপার্সন ফারজানা মুন্নী ও চ্যানেলটির প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়েতে যেন বসেছিল তারার হাট। দেশি-বিদেশি তারকারা নেচে-গেয়ে উদ্যাপন করেছেন এই বিয়ের অনুষ্ঠান। বিশেষ করে একঁঝাক ভারতীয় তারকার উপস্থিতি বিয়েতে অন্য মাত্রা এনে দেয়।
এর আগে সানি লিওন শুটিংয়ের অনুমতি চাইলেও পাননি। পরে ভিজিট ভিসায় বাংলাদেশে আসেন। সানি ছাড়া অন্য সবাই অনেকটা নিভৃতে এসেছিলেন। অন্যরা নিজ দেশের এয়ারপোর্টে তোলা ছবি প্রকাশ করলেও জানাননি ঢাকায় আসার তথ্য। তবে সানি বাংলাদেশের মাটিতে পা রেখেই সোশ্যাল মিডিয়ায় জানান দেন, যা নিয়ে শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়।
তাপসের একটি হিন্দি গানের মডেল হয়েছিলেন সানি লিওন। এরপর তার মালিকানাধীন টিএম রেকর্ডসের একটি গানচিত্রেও মডেল হয়েছিলেন এই বলিউড অভিনেত্রী। একই অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের গানে মডেল হিসেবে দেখা গেছে নারগিস ফাখরি, মিমি চক্রবর্তী, নুসরাত জাহানকে। এছাড়া গানবাংলা টিভির ‘উইন্ড অব চেঞ্জ’ স্টুডিওতে গান গেয়েছেন কৈলাস খের, পাপনদের মতো বলিউড তারকা কণ্ঠশিল্পীরা।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ২১ জুলাই রাতে বাসায় ফিরেছেন শিল্পী ফরিদা পারভীন। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে জাফর ইমাম নোমানী।
১৪ ঘণ্টা আগেআজ প্রকাশ পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। এতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নতুন চরিত্র ভারাংকে। ফায়ার অ্যান্ড অ্যাশে তাকে দেখা যাবে ভিলেন হিসেবে। এ সিনেমার সবচেয়ে আকর্ষণীয় সংযোজন বলা হচ্ছে এ চরিত্রকে।
১৫ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
১ দিন আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
১ দিন আগে