ভারতীয় অভিনেত্রী সানি লিওন বাংলাদেশে এসেছেন—এ খবর শনিবার টপ অবব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। শুধু সানি লিওনই নন, এসেছেন ভারতীয় একাধিক জনপ্রিয় তারকা। এদের মধ্যে বলিউডের নারগিস ফাখরি, খৈলাশ খের, পাপন, কাঁটা লাগা খ্যাত গায়িকা শেফালি প্রমুখ। টলিউড থেকে নুসরাত জাহান ও তাঁর স্বামী যশ দাশগুপ্ত, মিমি চক্রবর্তীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আজ রোববার সকালে নিজ দেশে ফিরে যান এই তারাকারা।
জানা গেছে, রাজধানীর একটি রেস্তোরাঁয় শনিবার দিবাগত রাতে গান বাংলার কর্ণধার তাপস মুন্নীর মেয়ে নাজিস আরমান ও সালমান মির্জার বিবাহ-উত্তর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতেই সবাই এসেছেন। গানবাংলা টেলিভিশনের চেয়ারপার্সন ফারজানা মুন্নী ও চ্যানেলটির প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়েতে যেন বসেছিল তারার হাট। দেশি-বিদেশি তারকারা নেচে-গেয়ে উদ্যাপন করেছেন এই বিয়ের অনুষ্ঠান। বিশেষ করে একঁঝাক ভারতীয় তারকার উপস্থিতি বিয়েতে অন্য মাত্রা এনে দেয়।
এর আগে সানি লিওন শুটিংয়ের অনুমতি চাইলেও পাননি। পরে ভিজিট ভিসায় বাংলাদেশে আসেন। সানি ছাড়া অন্য সবাই অনেকটা নিভৃতে এসেছিলেন। অন্যরা নিজ দেশের এয়ারপোর্টে তোলা ছবি প্রকাশ করলেও জানাননি ঢাকায় আসার তথ্য। তবে সানি বাংলাদেশের মাটিতে পা রেখেই সোশ্যাল মিডিয়ায় জানান দেন, যা নিয়ে শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়।
তাপসের একটি হিন্দি গানের মডেল হয়েছিলেন সানি লিওন। এরপর তার মালিকানাধীন টিএম রেকর্ডসের একটি গানচিত্রেও মডেল হয়েছিলেন এই বলিউড অভিনেত্রী। একই অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের গানে মডেল হিসেবে দেখা গেছে নারগিস ফাখরি, মিমি চক্রবর্তী, নুসরাত জাহানকে। এছাড়া গানবাংলা টিভির ‘উইন্ড অব চেঞ্জ’ স্টুডিওতে গান গেয়েছেন কৈলাস খের, পাপনদের মতো বলিউড তারকা কণ্ঠশিল্পীরা।
ভারতীয় অভিনেত্রী সানি লিওন বাংলাদেশে এসেছেন—এ খবর শনিবার টপ অবব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। শুধু সানি লিওনই নন, এসেছেন ভারতীয় একাধিক জনপ্রিয় তারকা। এদের মধ্যে বলিউডের নারগিস ফাখরি, খৈলাশ খের, পাপন, কাঁটা লাগা খ্যাত গায়িকা শেফালি প্রমুখ। টলিউড থেকে নুসরাত জাহান ও তাঁর স্বামী যশ দাশগুপ্ত, মিমি চক্রবর্তীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আজ রোববার সকালে নিজ দেশে ফিরে যান এই তারাকারা।
জানা গেছে, রাজধানীর একটি রেস্তোরাঁয় শনিবার দিবাগত রাতে গান বাংলার কর্ণধার তাপস মুন্নীর মেয়ে নাজিস আরমান ও সালমান মির্জার বিবাহ-উত্তর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতেই সবাই এসেছেন। গানবাংলা টেলিভিশনের চেয়ারপার্সন ফারজানা মুন্নী ও চ্যানেলটির প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়েতে যেন বসেছিল তারার হাট। দেশি-বিদেশি তারকারা নেচে-গেয়ে উদ্যাপন করেছেন এই বিয়ের অনুষ্ঠান। বিশেষ করে একঁঝাক ভারতীয় তারকার উপস্থিতি বিয়েতে অন্য মাত্রা এনে দেয়।
এর আগে সানি লিওন শুটিংয়ের অনুমতি চাইলেও পাননি। পরে ভিজিট ভিসায় বাংলাদেশে আসেন। সানি ছাড়া অন্য সবাই অনেকটা নিভৃতে এসেছিলেন। অন্যরা নিজ দেশের এয়ারপোর্টে তোলা ছবি প্রকাশ করলেও জানাননি ঢাকায় আসার তথ্য। তবে সানি বাংলাদেশের মাটিতে পা রেখেই সোশ্যাল মিডিয়ায় জানান দেন, যা নিয়ে শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়।
তাপসের একটি হিন্দি গানের মডেল হয়েছিলেন সানি লিওন। এরপর তার মালিকানাধীন টিএম রেকর্ডসের একটি গানচিত্রেও মডেল হয়েছিলেন এই বলিউড অভিনেত্রী। একই অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের গানে মডেল হিসেবে দেখা গেছে নারগিস ফাখরি, মিমি চক্রবর্তী, নুসরাত জাহানকে। এছাড়া গানবাংলা টিভির ‘উইন্ড অব চেঞ্জ’ স্টুডিওতে গান গেয়েছেন কৈলাস খের, পাপনদের মতো বলিউড তারকা কণ্ঠশিল্পীরা।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১১ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে