ঐশ্বরিয়া রাই বচ্চনকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল ২০১৮ সালে ‘ফ্যানি খান’ ছবিতে। তিন বছরের বিরতির পর আবার পর্দায় ফিরছেন বলিউড তারকা সুন্দরী। মনি রত্নমের তামিল ছবি ‘পুণ্যিয়ানি সেলভান’ দিয়ে পর্দায় কামব্যাক করছেন এই নায়িকা। সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে। আগামী বছরের জুনে মুক্তি পাবে ছবির প্রথম পর্ব। তামিল ভাষার ‘পোন্নিইন সেলবান’ উপন্যাস অবলম্বনে এই ছবির গল্প। এতে ঐশ্বরিয়াকে চোলা সাম্রাজ্যের মন্ত্রী ও কোষাধ্যক্ষ পেরিয়া পাজুবেত্তারাইয়ারের স্ত্রী নন্দিনী চরিত্রে দেখা যাবে।
ঐশ্বরিয়া ছাড়াও ছবিতে চিয়ান বিক্রম, কার্তি, জায়াম রবি, কীর্তি সুরেশ, অমলা পাল, রাশি খান্নার মতো তারকারা অভিনয় করবেন। গুঞ্জন আছে, এই ছবিতে ঐশ্বরিয়া অভিনয় করবেন নেতিবাচক চরিত্রে। মনি রত্নম পরিচালিত ‘ইরুভার’ ছবির মাধ্যমে অভিষেক হয় ঐশ্বরিয়া রাইয়ের। পরে অভিষেক বচ্চনের সঙ্গে জুটি বেঁধে এই পরিচালকের ‘রাবণ’ ও ‘গুরু’ ছবিতে অভিনয় করেন ঐশ্বরিয়া।
শোনা যাচ্ছে আরও কয়েকটি ছবির কথা। এর মধ্যে ‘জেসমিন’, ‘গুলাব জামুন’ ছবিতে অভিনয়ের কথা রয়েছে। ১৯৬১ সালে মুক্তি পাওয়া ক্ল্যাসিক থ্রিলার ‘রাত অর দিন’ ছবির রিমেকেও অভিনয় করতে পারেন এই অভিনেত্রী। যেখানে তাঁকে দেখা যেতে পারে নার্গিস দত্তের জায়গায়।
গত সপ্তাহে প্যারিস ফ্যাশন উইকে একটি জনপ্রিয় কসমেটিকস ব্র্যান্ডের জন্য র্যাম্পওয়াক করেছেন ঐশ্বরিয়া। প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের সামনে এই ফ্যাশন উইকে সাদা গাউনের সঙ্গে গোলাপি রঙের লিপ শেড, খোলা কার্ল চুলে র্যাম্পে হেঁটেছেন ঐশ্বরিয়া। বলিউডের অন্যতম তারকা এ অভিনেত্রী ছাড়াও ওই মঞ্চে ছিলেন অভিনেত্রী হেলেন মিরেন, ক্যাথরিন ল্যাংফোর্ড, গায়িকা ক্যামিলা ক্যাবেলোসহ বহু তারকা।
ঐশ্বরিয়া রাই বচ্চনকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল ২০১৮ সালে ‘ফ্যানি খান’ ছবিতে। তিন বছরের বিরতির পর আবার পর্দায় ফিরছেন বলিউড তারকা সুন্দরী। মনি রত্নমের তামিল ছবি ‘পুণ্যিয়ানি সেলভান’ দিয়ে পর্দায় কামব্যাক করছেন এই নায়িকা। সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে। আগামী বছরের জুনে মুক্তি পাবে ছবির প্রথম পর্ব। তামিল ভাষার ‘পোন্নিইন সেলবান’ উপন্যাস অবলম্বনে এই ছবির গল্প। এতে ঐশ্বরিয়াকে চোলা সাম্রাজ্যের মন্ত্রী ও কোষাধ্যক্ষ পেরিয়া পাজুবেত্তারাইয়ারের স্ত্রী নন্দিনী চরিত্রে দেখা যাবে।
ঐশ্বরিয়া ছাড়াও ছবিতে চিয়ান বিক্রম, কার্তি, জায়াম রবি, কীর্তি সুরেশ, অমলা পাল, রাশি খান্নার মতো তারকারা অভিনয় করবেন। গুঞ্জন আছে, এই ছবিতে ঐশ্বরিয়া অভিনয় করবেন নেতিবাচক চরিত্রে। মনি রত্নম পরিচালিত ‘ইরুভার’ ছবির মাধ্যমে অভিষেক হয় ঐশ্বরিয়া রাইয়ের। পরে অভিষেক বচ্চনের সঙ্গে জুটি বেঁধে এই পরিচালকের ‘রাবণ’ ও ‘গুরু’ ছবিতে অভিনয় করেন ঐশ্বরিয়া।
শোনা যাচ্ছে আরও কয়েকটি ছবির কথা। এর মধ্যে ‘জেসমিন’, ‘গুলাব জামুন’ ছবিতে অভিনয়ের কথা রয়েছে। ১৯৬১ সালে মুক্তি পাওয়া ক্ল্যাসিক থ্রিলার ‘রাত অর দিন’ ছবির রিমেকেও অভিনয় করতে পারেন এই অভিনেত্রী। যেখানে তাঁকে দেখা যেতে পারে নার্গিস দত্তের জায়গায়।
গত সপ্তাহে প্যারিস ফ্যাশন উইকে একটি জনপ্রিয় কসমেটিকস ব্র্যান্ডের জন্য র্যাম্পওয়াক করেছেন ঐশ্বরিয়া। প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের সামনে এই ফ্যাশন উইকে সাদা গাউনের সঙ্গে গোলাপি রঙের লিপ শেড, খোলা কার্ল চুলে র্যাম্পে হেঁটেছেন ঐশ্বরিয়া। বলিউডের অন্যতম তারকা এ অভিনেত্রী ছাড়াও ওই মঞ্চে ছিলেন অভিনেত্রী হেলেন মিরেন, ক্যাথরিন ল্যাংফোর্ড, গায়িকা ক্যামিলা ক্যাবেলোসহ বহু তারকা।
২০১২ সালের দিকে কলকাতার এক কনসার্টে আইয়ুব বাচ্চু ও আমি গেয়েছিলাম। আমার পর ও উঠেছিল মঞ্চে। অনেক রাত পর্যন্ত গেয়েছিল। আমি বাসা থেকে ফ্রেশ হয়ে ওর হোটেলে অপেক্ষা করছিলাম দেখা করার জন্য। ও এসেই আমাকে বলল, আমার একটাই ইন্টারেস্ট আছে, পার্ক স্ট্রিটের নাইট ক্লাবে বাজাব।
১৫ ঘণ্টা আগে২০২২ সালে সংগীতশিল্পী সিঁথি সাহা জানতে পারেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হলেও ভেঙে পড়েননি সিঁথি। চিকিৎসা চালিয়ে গেছেন। অপারেশন ও কেমোথেরাপির পর এখন পুরোপুরি সুস্থ তিনি। এর মধ্যে সন্তানের মা হয়েছেন। একেবারে কাছের কয়েকজন ছাড়া কেউ জানত না সিঁথির অসুস্থতার কথা।
১৫ ঘণ্টা আগেহলিউডে নীরবে উঠে আসছে এক নতুন প্রজন্ম। এরই মধ্যে বিভিন্ন সিনেমায় নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন তাঁরা। এই নতুন তারকারা জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে এবং সমালোচকদের কলমে। আগামী কয়েক বছরের মধ্যে তাঁদের হাতেই যাবে হলিউডের রাজত্ব।
১৫ ঘণ্টা আগেঅস্কারজয়ী ভারতীয় সুরকার ও গায়ক এ আর রাহমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—ধর্মান্তর এবং সুফি ইসলাম গ্রহণ। এ নিয়ে একাধিকবার খোলাখুলি কথা বলেছেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত নাসীর মুন্নি কবিরের লেখা ‘এ আর রাহমান: দ্য স্পিরিট অব মিউজিক’ গ্রন্থে তিনি জানান কীভাবে একজন হিন্দু জ্যোতিষী তাঁর জন্য
১ দিন আগে