ঢাকা: রহমান শল আলোচিত মডেল। কয়েক বছর ধরে ভারতের মিডিয়ায় তাঁর নাম বহুল উচ্চারিত। তবে নিজের কাজ নিয়ে যতটা, তারচেয়ে বেশি রহমানের প্রেমিকাকে কেন্দ্র করে। বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের প্রেমিক হিসেবেই বেশি পরিচিতি তাঁর।
কদিন আগে ইনস্টাগ্রামে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন রহমান। সেখানে একজন প্রশ্ন করেন, নিজের তারকা পরিচয় উপভোগ করেন কি না! জবাবে যা বলেছেন রহমান, সেটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তিনি উত্তর দিয়েছেন এভাবে, ‘তারকা হিসেবে পরিচিতি পাওয়ার মতো সে রকম কোনো কাজ এখনো করিনি। অন্যজনের কঠিন পরিশ্রমের বদৌলতে আমার এই পরিচিতি। যেদিন নিজের যোগ্যতায় তারকা হব, সেদিন আপনার প্রশ্নের উত্তর দেব।’
বোঝাই যাচ্ছে, এই ‘অন্যজন’ বলতে সুস্মিতা সেনকেই বুঝিয়েছেন রহমান। তিনি মডেলিং করছেন অনেক বছর ধরে। কাশ্মীরের ছেলে রহমান। ইঞ্জিনিয়ারিং শেষ করে মডেলিং শুরু করেন। ভারতের উত্তরাখন্ডে পাঁচ-ছয় বছর মডেলিং করার পর আসেন মুম্বাইয়ে। সেখানেই সুস্মিতা সেনের সঙ্গে পরিচয় রহমানের। তত দিন পর্যন্ত তিনি ছিলেন মিডিয়ার চোখের আড়ালে। কিন্তু যখন থেকে সুস্মিতা সেনের সঙ্গে জড়িয়ে গেল তাঁর নাম, প্রকাশ্যে এল- সুস্মিতার মনের মানুষ রহমান; তখন থেকেই মিডিয়ায় তিনি আলোচনায়। ‘সুস্মিতার প্রেমিক’ পরিচয়ের আড়ালে অনেকটাই হারিয়ে যেতে বসেছে ‘মডেল রহমান শল’। এ নিয়ে হয়তো চাপা ক্ষোপ আছে তাঁর। সে কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে রহমানের আফসোস, ‘যেদিন নিজের যোগ্যতায় তারকা হব…’।
রহমানের চেয়ে বয়সে ১৬ বছরের বড় প্রেমিকা সুস্মিতা। এ নিয়ে কম হাসাহাসি হয়নি। অনেকেই তো তাঁকে বিভিন্ন সময়ে কটাক্ষ করেছেন, বলিউডে ওপরে ওঠার সিঁড়ি হিসেবে সুস্মিতাকে ব্যবহার করছেন রহমান! এ নিয়ে মন খারাপ হলেও তাঁদের সম্পর্কে কোনো আঁচ পড়েনি। সমস্ত অভিযোগ-কটাক্ষকে তোয়াক্কা না করেই পরস্পরের ভালোবাসায় ডুবে আছেন সুস্মিতা-রহমান।
প্রেমিকা সুস্মিতাকে কী চোখে দেখেন রহমান? ভক্তের আরেক প্রশ্নের জবাব রহমান দেন এক বাক্যে, ‘তিনি সবচেয়ে সেরা’। আর সুস্মিতার কোন গুণ তাঁকে বেশি মুগ্ধ করে? রহমান বলেছেন, ‘তাঁর সচেতনতা’।
২০১৮ সালে সম্পর্কে জড়িয়েছিলেন সুস্মিতা-রহমান। বর্তমানে দুই মেয়েকে নিয়ে রহমানের সঙ্গে এক বাসাতেই থাকেন অভিনেত্রী।
ঢাকা: রহমান শল আলোচিত মডেল। কয়েক বছর ধরে ভারতের মিডিয়ায় তাঁর নাম বহুল উচ্চারিত। তবে নিজের কাজ নিয়ে যতটা, তারচেয়ে বেশি রহমানের প্রেমিকাকে কেন্দ্র করে। বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের প্রেমিক হিসেবেই বেশি পরিচিতি তাঁর।
কদিন আগে ইনস্টাগ্রামে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন রহমান। সেখানে একজন প্রশ্ন করেন, নিজের তারকা পরিচয় উপভোগ করেন কি না! জবাবে যা বলেছেন রহমান, সেটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তিনি উত্তর দিয়েছেন এভাবে, ‘তারকা হিসেবে পরিচিতি পাওয়ার মতো সে রকম কোনো কাজ এখনো করিনি। অন্যজনের কঠিন পরিশ্রমের বদৌলতে আমার এই পরিচিতি। যেদিন নিজের যোগ্যতায় তারকা হব, সেদিন আপনার প্রশ্নের উত্তর দেব।’
বোঝাই যাচ্ছে, এই ‘অন্যজন’ বলতে সুস্মিতা সেনকেই বুঝিয়েছেন রহমান। তিনি মডেলিং করছেন অনেক বছর ধরে। কাশ্মীরের ছেলে রহমান। ইঞ্জিনিয়ারিং শেষ করে মডেলিং শুরু করেন। ভারতের উত্তরাখন্ডে পাঁচ-ছয় বছর মডেলিং করার পর আসেন মুম্বাইয়ে। সেখানেই সুস্মিতা সেনের সঙ্গে পরিচয় রহমানের। তত দিন পর্যন্ত তিনি ছিলেন মিডিয়ার চোখের আড়ালে। কিন্তু যখন থেকে সুস্মিতা সেনের সঙ্গে জড়িয়ে গেল তাঁর নাম, প্রকাশ্যে এল- সুস্মিতার মনের মানুষ রহমান; তখন থেকেই মিডিয়ায় তিনি আলোচনায়। ‘সুস্মিতার প্রেমিক’ পরিচয়ের আড়ালে অনেকটাই হারিয়ে যেতে বসেছে ‘মডেল রহমান শল’। এ নিয়ে হয়তো চাপা ক্ষোপ আছে তাঁর। সে কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে রহমানের আফসোস, ‘যেদিন নিজের যোগ্যতায় তারকা হব…’।
রহমানের চেয়ে বয়সে ১৬ বছরের বড় প্রেমিকা সুস্মিতা। এ নিয়ে কম হাসাহাসি হয়নি। অনেকেই তো তাঁকে বিভিন্ন সময়ে কটাক্ষ করেছেন, বলিউডে ওপরে ওঠার সিঁড়ি হিসেবে সুস্মিতাকে ব্যবহার করছেন রহমান! এ নিয়ে মন খারাপ হলেও তাঁদের সম্পর্কে কোনো আঁচ পড়েনি। সমস্ত অভিযোগ-কটাক্ষকে তোয়াক্কা না করেই পরস্পরের ভালোবাসায় ডুবে আছেন সুস্মিতা-রহমান।
প্রেমিকা সুস্মিতাকে কী চোখে দেখেন রহমান? ভক্তের আরেক প্রশ্নের জবাব রহমান দেন এক বাক্যে, ‘তিনি সবচেয়ে সেরা’। আর সুস্মিতার কোন গুণ তাঁকে বেশি মুগ্ধ করে? রহমান বলেছেন, ‘তাঁর সচেতনতা’।
২০১৮ সালে সম্পর্কে জড়িয়েছিলেন সুস্মিতা-রহমান। বর্তমানে দুই মেয়েকে নিয়ে রহমানের সঙ্গে এক বাসাতেই থাকেন অভিনেত্রী।
অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলেও গান প্রকাশ করছেন মাহতিম শাকিব। এবার আরও একটি ইউটিউব চ্যানেল নিয়ে আসছেন তিনি। ‘মাহতিম অন দ্য মাইক’ নামের এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন মানুষের জীবনের গল্প শোনাবেন তিনি।
৮ ঘণ্টা আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় স্তব্ধ গোটা দেশ। ২২ জুলাই এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়। এই ঘটনায় প্রভাব পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। রাষ্ট্রীয় শোক পালনের দিন বন্ধ রাখা হয় সারা দেশের সব সিনেমা হল। এবার পিছিয়ে গেল নাটক ও সিনেমা মুক্তি।
১৩ ঘণ্টা আগেমনসুন রেভল্যুশনের স্পিরিটকে উপজীব্য করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নতুন নাট্য প্রযোজনা নির্মাণের অংশ হিসেবে মঞ্চে আসছে আরও এক নতুন নাটক। নাটকের নাম ‘মুখোমুখি’। নাটকটি মঞ্চে আনছে থিয়েটার ওয়েব নাট্যদল। মুখোমুখির ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন
১৩ ঘণ্টা আগেভারতের অডিও প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ প্রকাশ করল বাংলাদেশের সংগীতশিল্পী জিসান খান শুভর নতুন গান। গতকাল টি-সিরিজ বাংলা ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির শিরোনাম ‘আজও বলতে পারিনি’। লিখেছেন ইশতিয়াক আহমেদ। সুর ও সংগীত করেছেন ভারতের ডাব্বু ঘোষাল। ভিডিও নির্মাণ করেছেন আদিত্য পাল। এতে মডেল হয়েছেন সূর্য সর
১৩ ঘণ্টা আগে