বিনোদন ডেস্ক
কান চলচ্চিত্র উৎসব নিয়ে মানুষের ভ্রান্ত ধারণা ভাঙার চেষ্টা করলেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। সেখানে সিনেমার প্রদর্শন মানেই সেটি উৎসবে মনোনীত হয়েছে—এমনটা ভাবা উচিত নয় বলে জানান নওয়াজ। তাঁর কথায় যে কেউ চাইলে অডিটরিয়াম ভাড়া করে নিজেদের লোকজনকে কানে ডেকে সিনেমা দেখাতে পারেন। সম্প্রতি ‘দ্য লল্লনটপ’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে মন্তব্য করেন তিনি।
‘দ্য লল্লনটপ’কে নওয়াজ বলেন, ‘আসলে ব্যাপারটা হলো, আপনি চাইলেই নিজের সিনেমাকে কানে নিয়ে যেতে পারেন। সেটা আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সিনেমা না হলেও হবে। সেখানে অডিটরিয়াম রয়েছে, যা আপনি ভাড়া করতে পারেন। মালিককে টাকা দিন, আর নিজে লালগালিচা বিছিয়ে দিন। তারপর নিজেদের লোকজন নিয়ে সেখানে পৌঁছে যান, ছবি তুলুন আর লোকজনকে সিনেমাটা দেখান। ফিরে এসে বলুন, আমাদের সিনেমা কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।’
অভিনেতা আরও বলেন, ‘আমি সত্যিই জানি না, অর্ধেক মানুষজন কী করতে ওই চলচ্চিত্র উৎসবে যায়। আর কানে কোনো সিনেমা সমাদৃত হলে দর্শক মহলেও তা সাড়া ফেলবে—এটা ভুল ধারণা।’ নিজের সিনেমার উদাহরণ টেনে তিনি বলেন, ‘মিস লাভ কানে প্রশংসা কুড়িয়েছিল, সমালোচকেরা ভূয়সী প্রশংসা করেছিলেন। কিন্তু ভারতে মুক্তি পাওয়ার পর সেটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।’
কান চলচ্চিত্র উৎসবে এখন পর্যন্ত ৯টি সিনেমা প্রদর্শিত হয়েছে নওয়াজের। ২০১২ সালে নওয়াজের ‘মিস লাভলি’র স্ক্রিনিং হয়েছিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই ফিল্ম ফেস্টিভ্যালে। এরপর একে একে ‘দ্য লাঞ্চবক্স’, ‘মান্টো’, ‘মনসুন শুটআউট’-এর মতো সিনেমা কানের অফিশিয়াল সিলেকশনে কানে অংশ নিয়েছে।
আজ শুক্রবার মুক্তি পেয়েছে নওয়াজুদ্দিনের নতুন সিনেমা ‘যোগী সারা রা রা’তে। এই ছবিতে নওয়াজের বিপরীতে অভিনয় করেছেন নেহা শর্মা।
কান চলচ্চিত্র উৎসব নিয়ে মানুষের ভ্রান্ত ধারণা ভাঙার চেষ্টা করলেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। সেখানে সিনেমার প্রদর্শন মানেই সেটি উৎসবে মনোনীত হয়েছে—এমনটা ভাবা উচিত নয় বলে জানান নওয়াজ। তাঁর কথায় যে কেউ চাইলে অডিটরিয়াম ভাড়া করে নিজেদের লোকজনকে কানে ডেকে সিনেমা দেখাতে পারেন। সম্প্রতি ‘দ্য লল্লনটপ’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে মন্তব্য করেন তিনি।
‘দ্য লল্লনটপ’কে নওয়াজ বলেন, ‘আসলে ব্যাপারটা হলো, আপনি চাইলেই নিজের সিনেমাকে কানে নিয়ে যেতে পারেন। সেটা আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সিনেমা না হলেও হবে। সেখানে অডিটরিয়াম রয়েছে, যা আপনি ভাড়া করতে পারেন। মালিককে টাকা দিন, আর নিজে লালগালিচা বিছিয়ে দিন। তারপর নিজেদের লোকজন নিয়ে সেখানে পৌঁছে যান, ছবি তুলুন আর লোকজনকে সিনেমাটা দেখান। ফিরে এসে বলুন, আমাদের সিনেমা কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।’
অভিনেতা আরও বলেন, ‘আমি সত্যিই জানি না, অর্ধেক মানুষজন কী করতে ওই চলচ্চিত্র উৎসবে যায়। আর কানে কোনো সিনেমা সমাদৃত হলে দর্শক মহলেও তা সাড়া ফেলবে—এটা ভুল ধারণা।’ নিজের সিনেমার উদাহরণ টেনে তিনি বলেন, ‘মিস লাভ কানে প্রশংসা কুড়িয়েছিল, সমালোচকেরা ভূয়সী প্রশংসা করেছিলেন। কিন্তু ভারতে মুক্তি পাওয়ার পর সেটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।’
কান চলচ্চিত্র উৎসবে এখন পর্যন্ত ৯টি সিনেমা প্রদর্শিত হয়েছে নওয়াজের। ২০১২ সালে নওয়াজের ‘মিস লাভলি’র স্ক্রিনিং হয়েছিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই ফিল্ম ফেস্টিভ্যালে। এরপর একে একে ‘দ্য লাঞ্চবক্স’, ‘মান্টো’, ‘মনসুন শুটআউট’-এর মতো সিনেমা কানের অফিশিয়াল সিলেকশনে কানে অংশ নিয়েছে।
আজ শুক্রবার মুক্তি পেয়েছে নওয়াজুদ্দিনের নতুন সিনেমা ‘যোগী সারা রা রা’তে। এই ছবিতে নওয়াজের বিপরীতে অভিনয় করেছেন নেহা শর্মা।
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
২ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
২ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
২ ঘণ্টা আগে