Ajker Patrika

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে বলিউড অভিনেতা গোবিন্দ

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৫: ৩৪
গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে বলিউড অভিনেতা গোবিন্দ

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আলোচিত বলিউড অভিনেতা গোবিন্দ। নিজের বন্দুকের গুলিতেই আহত হয়েছিলেন তিনি। তবে হাসপাতাল থেকে পাঠানো এক অডিও বার্তায় তিনি নিজেই জানিয়েছেন, বর্তমানে তিনি শঙ্কামুক্ত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

মুম্বাই পুলিশ জানিয়েছে, আজ মঙ্গলবার ভোরে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হন গোবিন্দ। তাঁর ম্যানেজার জানিয়েছেন, আজ ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে গোবিন্দর নিজের লাইসেন্স করা বন্দুক থেকেই একটি গুলে বের হয়ে আহত হন এই অভিনেতা। মুম্বাইয়ের জুহুতে অবস্থিত গোবিন্দর বাসভবনে এ দুর্ঘটনা ঘটে। 

হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ভক্তদের উদ্দেশে এক অডিও বার্তা পাঠিয়েছেন গোবিন্দ। বলেছেন, তাঁর ভক্ত, বাবা-মা ও তাঁর গুরুর আশীর্বাদ তাঁকে এ যাত্রায় রক্ষা করেছে। অডিও বার্তায় গোবিন্দ বলেছেন, ‘আমি একটি বুলেটের আঘাতে আহত হয়েছিলাম। বুলেট বের করা হয়েছে। আমি চিকিৎসকদের ধন্যবাদ জানাই। একই সঙ্গে আপনারা যাঁরা আমাদের জন্য প্রার্থনা করেছেন, তাদেরও ধন্যবাদ জানাই।’ 

রাজনীতিতে সক্রিয় এই অভিনেতা মহারাষ্ট্রের রাজনৈতিক দল শিবসেনার নেতাও। ঘটনার দিন তিনি তাঁর বাড়িতে একাই ছিলেন এবং পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। ঠিক সে সময়ই এ দুর্ঘটনা ঘটে। 

গোবিন্দর ম্যানেজার শশী সিনহা জানিয়েছেন, গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা বর্তমানে কলকাতায় আছেন। মূলত তাঁর কাছে যাওয়ার জন্য মুম্বাই ছাড়ার কথা ছিল ৬০ বছর বয়সী এই অভিনেতার। 

শশী সিনহা বলেন, গোবিন্দ একটি আলমারিতে তাঁর রিভলবারটি রাখছিলেন। এ সময় অসাবধানতাবশত এটি মেঝেতে পড়ে যায় এবং একটি গুলি বের হয়। গুলিটি গোবিন্দর হাঁটুর একটু নিচে বিদ্ধ হয়। এরপর গোবিন্দ নিজেই তাঁর স্ত্রী ও ম্যানেজারকে ফোন করেন। পরে পুলিশ সেখানে পৌঁছে তাঁকে নিকটস্থ ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে যায়। তাঁর অবস্থা স্থিতিশীল। তিনি এখনো হাসপাতালে এবং মেয়ে টিনা তাঁর সঙ্গে আছেন। 

গোবিন্দর ম্যানেজার শশী সিনহা বলেন, ‘কলকাতায় একটি শো ধরার জন্য আমাদের সকাল ৬টার ফ্লাইটে ওঠার কথা ছিল এবং আমি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলাম। গোবিন্দ জি তাঁর বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরের কৃপায় গোবিন্দজি কেবল একটি পায়ে আঘাত পেয়েছেন এবং এটি গুরুতর কিছু নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত