Ajker Patrika

করণ জোহরের সিনেমায় প্রথমবারের মতো আয়ুষ্মান খুরানা

করণ জোহরের সিনেমায় প্রথমবারের মতো আয়ুষ্মান খুরানা

বলিউডে চলছে অ্যাকশন ঘরানার সিনেমার জোয়ার। কয়েকটা সিনেমা সুবিধে করতে না পারলেও মোটের ওপর অ্যাকশন সিনেমায় ভর দিয়েই কোভিডের পর দাঁড়িয়েছে বলিউড বক্স অফিস। সেই ধারা থেকে খানিকটা বেরিয়ে এবার আসতে যাচ্ছে স্পাই কমেডি। জানা যাচ্ছে, বলিউডের এই প্রোজেক্ট তৈরির মূল কারিগর নির্মাতা ও প্রযোজক করণ জোহর।

পিঙ্কভিলা জানিয়েছে, সিনেমাটির প্রধান চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। এই প্রথমবার করণ জোহরের সঙ্গে কাজ করতে চলেছেন আয়ুষ্মান।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সিনেমাটির সহপ্রযোজনার দায়িত্বে থাকবেন অস্কারজয়ী প্রযোজক গুণীত মোঙ্গা। ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’-এর সুবাদে অস্কার রয়েছে যাঁর ঝুলিতে। সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে সারা আলি খানকে দেখা যেতে পারে।

নাম ঠিক না হওয়া স্পাই কমেডি সিনেমাটি পরিচালনার দায়িত্বে থাকছেন আকাশ কৌশিক। এখনো পর্যন্ত অবশ্য কারও পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি এই স্পাই কমেডি নিয়ে। তবে প্রস্তুতি পর্ব পুরোদমে চলছে বলেই জানিয়েছে পিঙ্কভিলার ঘনিষ্ঠ সূত্র।

সারা আলি খান। ছবি: সংগৃহীতআগামী জুন মাসেই সিনেমাটির দৃশ্যধারণ শুরু হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। সব ঠিকঠাক চললে সামনের বছরের শেষের দিকে ছবিটি মুক্তি পাবে বলে মনে করছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষকদের একাংশ।

উল্লেখ্য, আয়ুষ্মানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘ড্রিম গার্ল টু’। সেটি বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছিল। তার প্রায় এক বছর পর নতুন ছবিতে কাজ করতে চলেছেন অভিনেতা। এর মাঝে নিজের মিউজিক্যাল টুর নিয়ে ব্যস্ত ছিলেন আয়ুষ্মান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত