বিনোদন ডেস্ক
ঢাকা: এক বছর ধরে বলিউডের যে দুই নায়িকা সবচেয়ে বেশি চর্চায় থেকেছেন, তাঁরা নিঃসন্দেহে রিয়া চক্রবর্তী ও অঙ্কিতা লোখান্ডে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাবেক গার্লফ্রেন্ড অঙ্কিতা লোখান্ডে ও রিয়া চক্রবর্তী। রিয়া সুশান্ত সিং রাজপুত মামলার মূল আসামিও। জীবদ্দশায় সুশান্ত কোনো দিনই রিয়াকে নিজের গার্লফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেননি, কিন্তু সুশান্তের মৃত্যুর পর রিয়া নিজেই গার্লফ্রেন্ড হওয়ার দাবি জানান। অন্যদিকে সুশান্ত-অঙ্কিতার প্রেমকাহিনি সবার জানা। সাত বছর ধরে সম্পর্কে ছিলেন তাঁরা, ২০১৬ সালে ভেঙে যায় এই ‘পবিত্র রিসতা’খ্যাত দুই তারকার প্রেম। ওই বছরই সুশান্তের সঙ্গে পরিচয় রিয়া চক্রবর্তীর।
এবার শোনা যাচ্ছে এক ছাদের নিচে থাকতে পারেন রিয়া চক্রবর্তী ও অঙ্কিতা লোখান্ডে। বিগ বসের ১৫ নম্বর সিজনের জন্য নাকি অফার করা হয়েছে। এক বাড়িতে থেকে কি মুখোমুখি হবেন সুশান্তের দুই সাবেক বান্ধবী? পুরোটাই নির্ভর করছে রিয়া ও অঙ্কিতার সিদ্ধান্তের ওপর।
সুশান্তের মৃত্যুর পর তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন অঙ্কিতা। সরাসরি রিয়া চক্রবর্তীর দিকে আঙুল না তুললেও সুশান্তকে নিয়ে রিয়ার একাধিক দাবি মিথ্যা বলে প্রকাশ্যে জানিয়েছেন অঙ্কিতা। অন্যদিকে অঙ্কিতা ‘সুশান্তের বিধবা’ সাজার চেষ্টা করছেন, এমন বাক্যবাণে অঙ্কিতা লোখান্ডেকে সরাসরি বিঁধেছেন রিয়া চক্রবর্তী। পিছিয়ে থাকেননি রিয়ার বান্ধবী শিবানি দাণ্ডেকরসহ আরও অনেকে। তর্ক-বিতর্কে ভরপুর শো-তে এই দুই বিতর্কিত ব্যক্তিত্ব এন্ট্রি নিলে টিআরপি যে বাড়বে তা নিয়ে দ্বিমত নেই।
অঙ্কিতা, রিয়া ছাড়া এই সিজনে দেখা যেতে পারে নেহা মারদা, জেনিফার উইনগেট, নাগিন খ্যাত আদা খান, দিশা পারমার, দিশা ভাকানি, সুরভি চন্দা, তেজস্বী প্রকাশ ও ইন্ডিয়ান আইডল ১–এর বিজয়ী অভিজিৎ সাওয়ান্তকে।
গত বছর বিগ বসের ট্রফি উঠেছিল রুবিনা দিলায়েকের হাতে, পাশাপাশি লাইমলাইট কেড়েছিলেন রাহুল বৈদ্য ও রাখি সাওয়ান্ত। তবে বিগ বস সিজন ১৩–এর সাফল্য রিপিট করতে ব্যর্থ হন রাহুল-রুবিনারা।
‘সিধনাজ’ জুটিকে ছুঁতে পারেনি কেউই, ১৫ নম্বর সিজনে অবশ্য রোম্যান্স নয়, রিয়া-অঙ্কিতাকেই তুরুপের তাস হিসেবে দেখছেন নির্মাতারা।
ঢাকা: এক বছর ধরে বলিউডের যে দুই নায়িকা সবচেয়ে বেশি চর্চায় থেকেছেন, তাঁরা নিঃসন্দেহে রিয়া চক্রবর্তী ও অঙ্কিতা লোখান্ডে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাবেক গার্লফ্রেন্ড অঙ্কিতা লোখান্ডে ও রিয়া চক্রবর্তী। রিয়া সুশান্ত সিং রাজপুত মামলার মূল আসামিও। জীবদ্দশায় সুশান্ত কোনো দিনই রিয়াকে নিজের গার্লফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেননি, কিন্তু সুশান্তের মৃত্যুর পর রিয়া নিজেই গার্লফ্রেন্ড হওয়ার দাবি জানান। অন্যদিকে সুশান্ত-অঙ্কিতার প্রেমকাহিনি সবার জানা। সাত বছর ধরে সম্পর্কে ছিলেন তাঁরা, ২০১৬ সালে ভেঙে যায় এই ‘পবিত্র রিসতা’খ্যাত দুই তারকার প্রেম। ওই বছরই সুশান্তের সঙ্গে পরিচয় রিয়া চক্রবর্তীর।
এবার শোনা যাচ্ছে এক ছাদের নিচে থাকতে পারেন রিয়া চক্রবর্তী ও অঙ্কিতা লোখান্ডে। বিগ বসের ১৫ নম্বর সিজনের জন্য নাকি অফার করা হয়েছে। এক বাড়িতে থেকে কি মুখোমুখি হবেন সুশান্তের দুই সাবেক বান্ধবী? পুরোটাই নির্ভর করছে রিয়া ও অঙ্কিতার সিদ্ধান্তের ওপর।
সুশান্তের মৃত্যুর পর তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন অঙ্কিতা। সরাসরি রিয়া চক্রবর্তীর দিকে আঙুল না তুললেও সুশান্তকে নিয়ে রিয়ার একাধিক দাবি মিথ্যা বলে প্রকাশ্যে জানিয়েছেন অঙ্কিতা। অন্যদিকে অঙ্কিতা ‘সুশান্তের বিধবা’ সাজার চেষ্টা করছেন, এমন বাক্যবাণে অঙ্কিতা লোখান্ডেকে সরাসরি বিঁধেছেন রিয়া চক্রবর্তী। পিছিয়ে থাকেননি রিয়ার বান্ধবী শিবানি দাণ্ডেকরসহ আরও অনেকে। তর্ক-বিতর্কে ভরপুর শো-তে এই দুই বিতর্কিত ব্যক্তিত্ব এন্ট্রি নিলে টিআরপি যে বাড়বে তা নিয়ে দ্বিমত নেই।
অঙ্কিতা, রিয়া ছাড়া এই সিজনে দেখা যেতে পারে নেহা মারদা, জেনিফার উইনগেট, নাগিন খ্যাত আদা খান, দিশা পারমার, দিশা ভাকানি, সুরভি চন্দা, তেজস্বী প্রকাশ ও ইন্ডিয়ান আইডল ১–এর বিজয়ী অভিজিৎ সাওয়ান্তকে।
গত বছর বিগ বসের ট্রফি উঠেছিল রুবিনা দিলায়েকের হাতে, পাশাপাশি লাইমলাইট কেড়েছিলেন রাহুল বৈদ্য ও রাখি সাওয়ান্ত। তবে বিগ বস সিজন ১৩–এর সাফল্য রিপিট করতে ব্যর্থ হন রাহুল-রুবিনারা।
‘সিধনাজ’ জুটিকে ছুঁতে পারেনি কেউই, ১৫ নম্বর সিজনে অবশ্য রোম্যান্স নয়, রিয়া-অঙ্কিতাকেই তুরুপের তাস হিসেবে দেখছেন নির্মাতারা।
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৫ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
৫ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৬ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৬ ঘণ্টা আগে