Ajker Patrika

ওটিটি মাধ্যমকে ‘আবর্জনা ফেলার জায়গা’ বললেন নওয়াজুদ্দিন সিদ্দিকী

ওটিটি মাধ্যমকে ‘আবর্জনা ফেলার জায়গা’ বললেন নওয়াজুদ্দিন সিদ্দিকী

সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্টেও দারুণ জনপ্রিয় বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। ‘সেক্রেড গেমস’ থেকে শুরু করে ‘সিরিয়াস ম্যান’, ‘রাত আকেলি হ্যায়’-এর মত সুপারহিট ওয়েব সিরিজে তাঁকে দেখে মুগ্ধ হয়েছে দর্শক। এবার খোদ নওয়াজুদ্দিন সিদ্দিকীর মুখেই শোনা গেল ওটিটি ছাড়ার সিদ্ধান্তের কথা!

বিনোদনের এই নতুন মাধ্যমের প্রতি এরইমধ্যে ভীষণভাবে বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন তিনি। বলেছেন, ‘আবর্জনা ফেলার জায়গা হয়ে দাঁড়িয়েছে এই ওটিটি প্ল্যাটফর্মগুলি।’

নওয়াজুদ্দিন সিদ্দিকীতাঁর যুক্তি, অপ্রয়োজনীয় এবং বিরক্তিকর সব ওয়েব সিরিজে ভরে উঠছে ওটিটি প্ল্যাটফর্মগুলি। তিনি বলেন, ‘ইদানীং এমন সব ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে যার গুণগত মান নিয়ে সত্যিই কিছু বলার নেই। কিছু সিরিজের সিক্যুয়েল তো একেবারেই অপ্রয়োজনীয়।’

ওটিটি প্ল্যাটফর্মগুলো হয়ে উঠেছে প্রযোজদের নতুন ধান্দা— উল্লেখ করে নওয়াজুদ্দিন সিদ্দিকী বলেন, ‘ওটিটিগুলো এখন বলিউড প্রযোজকদের ধান্ধা করার জায়গায় পরিণত হয়েছে। স্রেফ ঢালাও ব্যবসা। অজস্র ছবি বা সিরিজ পরপর মুক্তি পাচ্ছে। তার জন্য বিপুল পরিমাণ টাকা পাচ্ছেন প্রযোজকেরা। ফলে সিরিজগুলোর মান নিম্ন থেকে নিম্নতর হচ্ছে। একসময় সেক্রেড গেমস যখন করেছিলাম, তখন ওটিটি মঞ্চ নিয়ে রীতিমতো রোমাঞ্চ কাজ করত। এখন সেটা নেই। বর্তমানে কোনো ওয়েব সিরিজে সেভাবে নতুনত্ব কিছু নেই।’

‘গ্যাংস অব ওয়াসিপুর’খ্যাত তারকা আরো বলেন, ‘এককথায় ওটিটির বেশিরভাগ কন্টেন্ট এখন অসহ্য। দেখতে গেলেই বিরক্তি লাগে। ওসবে অভিনয় করব কী করে!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত