সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্টেও দারুণ জনপ্রিয় বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। ‘সেক্রেড গেমস’ থেকে শুরু করে ‘সিরিয়াস ম্যান’, ‘রাত আকেলি হ্যায়’-এর মত সুপারহিট ওয়েব সিরিজে তাঁকে দেখে মুগ্ধ হয়েছে দর্শক। এবার খোদ নওয়াজুদ্দিন সিদ্দিকীর মুখেই শোনা গেল ওটিটি ছাড়ার সিদ্ধান্তের কথা!
বিনোদনের এই নতুন মাধ্যমের প্রতি এরইমধ্যে ভীষণভাবে বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন তিনি। বলেছেন, ‘আবর্জনা ফেলার জায়গা হয়ে দাঁড়িয়েছে এই ওটিটি প্ল্যাটফর্মগুলি।’
তাঁর যুক্তি, অপ্রয়োজনীয় এবং বিরক্তিকর সব ওয়েব সিরিজে ভরে উঠছে ওটিটি প্ল্যাটফর্মগুলি। তিনি বলেন, ‘ইদানীং এমন সব ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে যার গুণগত মান নিয়ে সত্যিই কিছু বলার নেই। কিছু সিরিজের সিক্যুয়েল তো একেবারেই অপ্রয়োজনীয়।’
ওটিটি প্ল্যাটফর্মগুলো হয়ে উঠেছে প্রযোজদের নতুন ধান্দা— উল্লেখ করে নওয়াজুদ্দিন সিদ্দিকী বলেন, ‘ওটিটিগুলো এখন বলিউড প্রযোজকদের ধান্ধা করার জায়গায় পরিণত হয়েছে। স্রেফ ঢালাও ব্যবসা। অজস্র ছবি বা সিরিজ পরপর মুক্তি পাচ্ছে। তার জন্য বিপুল পরিমাণ টাকা পাচ্ছেন প্রযোজকেরা। ফলে সিরিজগুলোর মান নিম্ন থেকে নিম্নতর হচ্ছে। একসময় সেক্রেড গেমস যখন করেছিলাম, তখন ওটিটি মঞ্চ নিয়ে রীতিমতো রোমাঞ্চ কাজ করত। এখন সেটা নেই। বর্তমানে কোনো ওয়েব সিরিজে সেভাবে নতুনত্ব কিছু নেই।’
‘গ্যাংস অব ওয়াসিপুর’খ্যাত তারকা আরো বলেন, ‘এককথায় ওটিটির বেশিরভাগ কন্টেন্ট এখন অসহ্য। দেখতে গেলেই বিরক্তি লাগে। ওসবে অভিনয় করব কী করে!’
সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্টেও দারুণ জনপ্রিয় বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। ‘সেক্রেড গেমস’ থেকে শুরু করে ‘সিরিয়াস ম্যান’, ‘রাত আকেলি হ্যায়’-এর মত সুপারহিট ওয়েব সিরিজে তাঁকে দেখে মুগ্ধ হয়েছে দর্শক। এবার খোদ নওয়াজুদ্দিন সিদ্দিকীর মুখেই শোনা গেল ওটিটি ছাড়ার সিদ্ধান্তের কথা!
বিনোদনের এই নতুন মাধ্যমের প্রতি এরইমধ্যে ভীষণভাবে বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন তিনি। বলেছেন, ‘আবর্জনা ফেলার জায়গা হয়ে দাঁড়িয়েছে এই ওটিটি প্ল্যাটফর্মগুলি।’
তাঁর যুক্তি, অপ্রয়োজনীয় এবং বিরক্তিকর সব ওয়েব সিরিজে ভরে উঠছে ওটিটি প্ল্যাটফর্মগুলি। তিনি বলেন, ‘ইদানীং এমন সব ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে যার গুণগত মান নিয়ে সত্যিই কিছু বলার নেই। কিছু সিরিজের সিক্যুয়েল তো একেবারেই অপ্রয়োজনীয়।’
ওটিটি প্ল্যাটফর্মগুলো হয়ে উঠেছে প্রযোজদের নতুন ধান্দা— উল্লেখ করে নওয়াজুদ্দিন সিদ্দিকী বলেন, ‘ওটিটিগুলো এখন বলিউড প্রযোজকদের ধান্ধা করার জায়গায় পরিণত হয়েছে। স্রেফ ঢালাও ব্যবসা। অজস্র ছবি বা সিরিজ পরপর মুক্তি পাচ্ছে। তার জন্য বিপুল পরিমাণ টাকা পাচ্ছেন প্রযোজকেরা। ফলে সিরিজগুলোর মান নিম্ন থেকে নিম্নতর হচ্ছে। একসময় সেক্রেড গেমস যখন করেছিলাম, তখন ওটিটি মঞ্চ নিয়ে রীতিমতো রোমাঞ্চ কাজ করত। এখন সেটা নেই। বর্তমানে কোনো ওয়েব সিরিজে সেভাবে নতুনত্ব কিছু নেই।’
‘গ্যাংস অব ওয়াসিপুর’খ্যাত তারকা আরো বলেন, ‘এককথায় ওটিটির বেশিরভাগ কন্টেন্ট এখন অসহ্য। দেখতে গেলেই বিরক্তি লাগে। ওসবে অভিনয় করব কী করে!’
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকে কাতর পুরো দেশ। এমন মর্মান্তিক ঘটনায় ব্যথিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সিমলাও। আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
৭ ঘণ্টা আগেআজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
৯ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
১৪ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
১৪ ঘণ্টা আগে