Ajker Patrika

গায়ের রং নিয়ে মন্তব্য, তোপের মুখে দীপিকা

আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৫: ২৮
গায়ের রং নিয়ে মন্তব্য, তোপের মুখে দীপিকা

কপালে ছোট্ট টিপ পরা পিকু কিংবা রাজকীয় পোশাকে রানি পদ্মাবতী—সবখানেই অনবদ্য দীপিকা পাড়ুকোন। তাঁর ডাগর চোখের চাহনিতে মুগ্ধ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। ১৫ বছর ধরে বলিউডে রাজত্ব করছেন এই অভিনয়শিল্পী। সাত সমুদ্র তেরো নদী পেরিয়েও আলো ছড়িয়েছেন তিনি। 

সম্প্রতি আমেরিকার বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন অ্যালুরের প্রচ্ছদে ছাপা হয়েছে এই নায়িকার ছবি। এই আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে গিয়ে কিছুটা বিপাকে দীপিকা। ম্যাগাজিনের প্রচ্ছদে ছাপা হওয়া নিজের ছবির ক্যাপশনের জন্য নেটিজেনদের তোপের মুখে পড়লেন তিনি। ডাগর চোখে নীল-সবুজ শেড, চোখের পাতায় গাঢ় মাসকারা, ওয়েট লুক—সব মিলিয়ে দীপিকার চাহনি মুগ্ধ করছে সবাইকে। কিন্তু বিপত্তি বাধল তাঁর ক্যাপশনে। রীতিমতো রে রে করে উঠলেন নেটিজেনরা। 

ছবির ক্যাপশনে দীপিকা লিখেছেন, একজন ‘পারসন অব কালার’ হয়েও বিশ্বের অন্যতম প্রধান বিউটি ম্যাগাজিনের প্রচ্ছদে নিজস্ব সুন্দরতা দিয়ে স্থান করে নিয়েছেন। নিজের এই ‘জার্নি’ থেকে তিনি শিক্ষা নিয়েছেন, উন্নতি করেছেন এবং এগিয়ে গেছেন। 

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, দীপিকা মন্তব্য থেকে ‘পারসন অব কালার’ কথাটি নিয়ে আপত্তি তুলেছেন নেটিজেনরা। ‘পারসন অব কালার’ বলতে বোঝায় শ্বেতাঙ্গ নয় এমন। দীপিকার এমন মন্তব্যের পালটা মন্তব্যে অনেকেই লিখেছেন, ‘পারসন অব কালার শব্দের মধ্য দিয়ে অভিনেত্রী কী বোঝাতে চেয়েছেন? এই বর্ণের হওয়া মানে কি অপমানজনক?’ আবার অনেকে নায়িকার সমর্থনে পাশে দাঁড়িয়েছেন। কেউ কেউ বলছেন, ‘গায়ের রং নিয়ে যে শব্দ দীপিকা বেছে নিয়েছেন, তা হয়তো ভুল হতে পারে। কিন্তু, তাঁর উদ্দেশ্য খারাপ ছিল না।’ তবে অধিকাংশ নেটিজেনের দাবি, দীপিকা পাড়ুকোনের মতো সফল একজন অভিনেত্রী গায়ের রং প্রসঙ্গ উল্লেখ করে বর্ণবৈষম্যকে উসকে দিয়েছেন। অনেকে নায়িকার এই মন্তব্য ‘লজ্জাজনক’ বলেও উল্লেখ করেছেন। 

ম্যাগাজিনের প্রচ্ছদে দীপিকার লুকে মুগ্ধ নেটিজেনরাউল্লেখ্য, হালের সবচেয়ে জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা এরই মধ্যে হলিউডেও পা রেখেছেন। বাদামি গায়ের রং নিয়েই হলিউড কাঁপাচ্ছেন আরেক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডে শ্বেতাঙ্গ অভিনয়শিল্পীদের প্রাধান্য দেওয়া হয়, এই অনুযোগ আজকের নয়। বিভিন্ন অভিনেত্রী একাধিক সময়ে বর্ণবিদ্বেষ নিয়ে সরব হয়েছেন। দীপিকার মন্তব্য সেই বর্ণবিদ্বেষকেই আদতে উসকে দিয়েছে বলে মনে করছে নেট দুনিয়ার একটা বড় অংশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত