রণবীর কাপুর, সঞ্জয় দত্ত ও বাণী কাপুর অভিনীত ‘শামশেরা’ মুক্তির বাকি আর মাত্র এক মাস। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটির প্রচারে ব্যস্ত সময় কাটছে এই তিন তারকার। এর মধ্যে প্রকাশ পেল ‘শামশেরা’র টিজার।
আজ বুধবার (২২ জুন) যশরাজ ফিল্মস প্রকাশ্যে আনে টিজারটি। একই সঙ্গে ঘোষণা দেওয়া হয়, ‘শামশেরা’র ট্রেলার আসছে ২৪ জুন। আর ভারতজুড়ে সিনেমাটি মুক্তি পাবে ২২ জুলাই। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু ভাষায়ও মুক্তি পাবে ছবিটি।
১ মিনিট ২২ সেকেন্ডের টিজারে অন্য এক রণবীর কাপুরকে দেখতে পেল দর্শক। ভীষণ ভয়ংকর, রূঢ় বেশে দেখা যাচ্ছে তাঁকে। জানা গেছে, ‘শামশেরা’ ছবিতে রণবীর কাপুরকে দেখা যাবে দুর্ধর্ষ ডাকাতরূপে। এ ধরনের চরিত্রে এর আগে কখনো দেখা যায়নি তাঁকে। ছবিতে রণবীর আরেকবার দর্শকদের চমক দেখবেন তা বলাই যায়। এ ছাড়া টিজারে সঞ্জয় দত্তকেও অন্য এক লুকে দেখা গেছে।
১৮০০ সালের পটভূমিতে তৈরি হয়েছে এই ছবির গল্প। ছবিটি পরিচালনা করেছেন করণ মালহোত্রা। সবকিছু ঠিকঠাক থাকলে ২২ জুলাই ‘শামশেরা’ দেখতে পাবে দর্শক।
রণবীর কাপুর, সঞ্জয় দত্ত ও বাণী কাপুর অভিনীত ‘শামশেরা’ মুক্তির বাকি আর মাত্র এক মাস। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটির প্রচারে ব্যস্ত সময় কাটছে এই তিন তারকার। এর মধ্যে প্রকাশ পেল ‘শামশেরা’র টিজার।
আজ বুধবার (২২ জুন) যশরাজ ফিল্মস প্রকাশ্যে আনে টিজারটি। একই সঙ্গে ঘোষণা দেওয়া হয়, ‘শামশেরা’র ট্রেলার আসছে ২৪ জুন। আর ভারতজুড়ে সিনেমাটি মুক্তি পাবে ২২ জুলাই। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু ভাষায়ও মুক্তি পাবে ছবিটি।
১ মিনিট ২২ সেকেন্ডের টিজারে অন্য এক রণবীর কাপুরকে দেখতে পেল দর্শক। ভীষণ ভয়ংকর, রূঢ় বেশে দেখা যাচ্ছে তাঁকে। জানা গেছে, ‘শামশেরা’ ছবিতে রণবীর কাপুরকে দেখা যাবে দুর্ধর্ষ ডাকাতরূপে। এ ধরনের চরিত্রে এর আগে কখনো দেখা যায়নি তাঁকে। ছবিতে রণবীর আরেকবার দর্শকদের চমক দেখবেন তা বলাই যায়। এ ছাড়া টিজারে সঞ্জয় দত্তকেও অন্য এক লুকে দেখা গেছে।
১৮০০ সালের পটভূমিতে তৈরি হয়েছে এই ছবির গল্প। ছবিটি পরিচালনা করেছেন করণ মালহোত্রা। সবকিছু ঠিকঠাক থাকলে ২২ জুলাই ‘শামশেরা’ দেখতে পাবে দর্শক।
ম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ। যেহেতু জেমস ক্যামেরনের মতো বিশ্ববিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন।
১২ ঘণ্টা আগেচন্দ্র বারোটের প্রথম পরিচালনা ডন। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা।
১৫ ঘণ্টা আগেকোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।
১৬ ঘণ্টা আগেদুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
১৯ ঘণ্টা আগে