বিনোদন ডেস্ক
ঢাকা: প্রথম সিজন শেষেই দর্শকদের উত্তেজনার পারদ বাড়িয়েছিলেন মনোজ বাজপেয়ী। তারপর থেকে শুরু হয়েছিল ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’-এর জন্য প্রহর গোনা। প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে দ্বিতীয় মৌসুমের ট্রেলার। মুক্তির তারিখ নির্ধারণ হয়েছে জুনের ৪ তারিখ। ট্রেলারে স্বমহিমায় ধরা দিলেন মনোজ বাজপেয়ী।
তবে এই সিরিজের সবচেয়ে বড় চমক সামান্থা আক্কিনেনি। ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’-এর হাত ধরেই ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে জনপ্রিয় তেলুগু নায়িকা সামান্থা আক্কিনেনির। সিরিজে তাঁকে দেখা যাবে শ্রীলঙ্কান তামিল বিদ্রোহী চরিত্রে। নেগেটিভ চরিত্র বলা যায়। কী তাঁর অভিসন্ধি, কী চলছে তাঁর মাথায়। সেসবের জট খুলতেই ব্যস্ত থাকবেন মনোজ।
সিরিজটি মুক্তির ঘোষণায় বলিউড থেকে দক্ষিণ ভারত—সবাই শুভকামনা জানাচ্ছে সামান্থাকে।
দেখুন ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’ এর ট্রেলার:
ফ্যামিলি ম্যানের দ্বিতীয় মৌসুম দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকে। এর আগে প্রযোজক হিসেবে নাম কুড়িয়েছেন এই জুটি। পেয়েছেন একাধিক পুরস্কার। এর আগে তাঁরা ফ্যামিলি ম্যান-এর প্রথম সিজন প্রযোজনা করেছিলেন।
এমন সামান্থাকে কখনো দেখেনি কেউ। দর্শকের জন্য চমক নিয়ে আসছেন তিনি। প্রস্তাব নিয়ে আমরা তাঁর বাড়িতে দেখা করেছিলাম। তিনি সাধারণত যে চরিত্রে অভিনয় করতে অভ্যস্থ এটি তার সম্পূর্ণ বিপরীত। নেগেটিভ চরিত্রে কখনো তাকে দেখা যায়নি। কিন্তু অবাক করে প্রস্তাবের সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান।
রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকে, দ্য ফ্যামিলি ম্যান সিজন ২ এর নির্মাতা
তামিল সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন সামান্থা। প্রতি সিনেমায় নেন ২ কোটি রুপি। এ সিরিজের জন্যও তিনি রেকর্ড পরিমাণ পারিশ্রমিক নিয়েছেন। যেটা তাঁর ক্যারিয়ারে এখন পর্যন্ত সর্বোচ্চ। তবে সেটা কত, তা খোলাসা করেননি।
সামান্থার ইচ্ছে ছিল ঐতিহাসিক কোনো চরিত্রে অভিনয়ের। সেই সুযোগও এসেছে এই বছর। ‘শকুন্তলম’ সিনেমায় শকুন্তলারূপে দেখা যাবে সামান্থাকে। কালীদাসের ‘অভিজ্ঞান শকুন্তলম’ বিখ্যাত সাহিত্য। সেটি বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়ে মানুষের কাছে সমাদৃত হয়েছে।
আর শকুন্তলা বিখ্যাত চরিত্র হয়ে আছে উপমহাদেশে। সেই চরিত্রেই দেখা যাবে সামান্থা আক্কিনেনিকে। একদিকে ক্যারিয়ারের ৫০তম ছবি, অন্যদিকে স্বপ্নপূরণ—সামান্থা আনন্দিত, রোমাঞ্চিত, উচ্ছ্বসিত। তবে তার আগে সামান্থা অপেক্ষায় আছেন, দর্শক তাঁকে নেগেটিভ চরিত্রে কতটা গ্রহণ করে!
ঢাকা: প্রথম সিজন শেষেই দর্শকদের উত্তেজনার পারদ বাড়িয়েছিলেন মনোজ বাজপেয়ী। তারপর থেকে শুরু হয়েছিল ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’-এর জন্য প্রহর গোনা। প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে দ্বিতীয় মৌসুমের ট্রেলার। মুক্তির তারিখ নির্ধারণ হয়েছে জুনের ৪ তারিখ। ট্রেলারে স্বমহিমায় ধরা দিলেন মনোজ বাজপেয়ী।
তবে এই সিরিজের সবচেয়ে বড় চমক সামান্থা আক্কিনেনি। ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’-এর হাত ধরেই ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে জনপ্রিয় তেলুগু নায়িকা সামান্থা আক্কিনেনির। সিরিজে তাঁকে দেখা যাবে শ্রীলঙ্কান তামিল বিদ্রোহী চরিত্রে। নেগেটিভ চরিত্র বলা যায়। কী তাঁর অভিসন্ধি, কী চলছে তাঁর মাথায়। সেসবের জট খুলতেই ব্যস্ত থাকবেন মনোজ।
সিরিজটি মুক্তির ঘোষণায় বলিউড থেকে দক্ষিণ ভারত—সবাই শুভকামনা জানাচ্ছে সামান্থাকে।
দেখুন ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’ এর ট্রেলার:
ফ্যামিলি ম্যানের দ্বিতীয় মৌসুম দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকে। এর আগে প্রযোজক হিসেবে নাম কুড়িয়েছেন এই জুটি। পেয়েছেন একাধিক পুরস্কার। এর আগে তাঁরা ফ্যামিলি ম্যান-এর প্রথম সিজন প্রযোজনা করেছিলেন।
এমন সামান্থাকে কখনো দেখেনি কেউ। দর্শকের জন্য চমক নিয়ে আসছেন তিনি। প্রস্তাব নিয়ে আমরা তাঁর বাড়িতে দেখা করেছিলাম। তিনি সাধারণত যে চরিত্রে অভিনয় করতে অভ্যস্থ এটি তার সম্পূর্ণ বিপরীত। নেগেটিভ চরিত্রে কখনো তাকে দেখা যায়নি। কিন্তু অবাক করে প্রস্তাবের সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান।
রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকে, দ্য ফ্যামিলি ম্যান সিজন ২ এর নির্মাতা
তামিল সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন সামান্থা। প্রতি সিনেমায় নেন ২ কোটি রুপি। এ সিরিজের জন্যও তিনি রেকর্ড পরিমাণ পারিশ্রমিক নিয়েছেন। যেটা তাঁর ক্যারিয়ারে এখন পর্যন্ত সর্বোচ্চ। তবে সেটা কত, তা খোলাসা করেননি।
সামান্থার ইচ্ছে ছিল ঐতিহাসিক কোনো চরিত্রে অভিনয়ের। সেই সুযোগও এসেছে এই বছর। ‘শকুন্তলম’ সিনেমায় শকুন্তলারূপে দেখা যাবে সামান্থাকে। কালীদাসের ‘অভিজ্ঞান শকুন্তলম’ বিখ্যাত সাহিত্য। সেটি বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়ে মানুষের কাছে সমাদৃত হয়েছে।
আর শকুন্তলা বিখ্যাত চরিত্র হয়ে আছে উপমহাদেশে। সেই চরিত্রেই দেখা যাবে সামান্থা আক্কিনেনিকে। একদিকে ক্যারিয়ারের ৫০তম ছবি, অন্যদিকে স্বপ্নপূরণ—সামান্থা আনন্দিত, রোমাঞ্চিত, উচ্ছ্বসিত। তবে তার আগে সামান্থা অপেক্ষায় আছেন, দর্শক তাঁকে নেগেটিভ চরিত্রে কতটা গ্রহণ করে!
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৩ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৩ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৩ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
৪ ঘণ্টা আগে