কমেডি শোয়ে নিজেকে নিয়ে ‘অত্যন্ত কুরুচিকর’ মিমিক্রি দেখে বিরক্ত বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহর। ইনস্টাগ্রামে পোস্ট করে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। মায়ের সঙ্গে বসে কমেডি শো উপভোগ করছিলেন করণ। সেই সময়ই একটি মিমিক্রি চোখে পড়ে তাঁর। আর তাতেই খেপেছেন করণ। যদিও নিজের স্টোরিতে সেই কমেডি শো অথবা কমেডিয়ানের নাম উল্লেখ করেননি তিনি।
ইনস্টাগ্রাম স্টোরিতে করণ লিখেছেন, ‘আমি মায়ের সঙ্গে বসে টিভি দেখছিলাম। সেই সময়েই জনপ্রিয় চ্যানেলে এক কমেডি শোয়ের প্রোমো দেখতে পাই। এক কমেডিয়ান আমার মিমিক্রি করছিলেন আর সেটা অত্যন্ত কুরুচিকরভাবে। এই সমস্ত ট্রলগুলো যদি অচেনা, অপ্রসিদ্ধ লোকজনেরা করত, তাহলে গায়ে মাখতাম না। কিন্তু ২৫ বছর ধরে অনবরত কাজ করা যাওয়া একজনকে যদি নিজের ইন্ডাস্ট্রির লোকেরাই সম্মান না দিতে পারে, তাহলে কোন সময়ে আমরা বসবাস করছি, তার পরিচয় পাওয়া যায়। ঘটনায় আমি রাগ করিনি। বরং হতাশ হয়েছি।’
করণের পোস্ট দেখে ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক ও প্রযোজক একতা কাপুর। তিনি লেখেন, ‘এ রকম প্রায়ই ঘটছে আজকাল! কমেডি শো থেকে অ্যাওয়ার্ড ফাংশনেও বিশ্রী রসিকতা করা হচ্ছে। আর এরপরও তাঁরা ভাবেন, তাঁদের অনুষ্ঠানে সে সমস্ত মানুষ যোগ দেবেন’। একতার মন্তব্যে পালটা ধন্যবাদ জানিয়েছেন করণ।
সম্প্রতি সোনি চ্যানেলে ‘ম্যাডনেস মাচায়েঙ্গে- ইন্ডিয়া কো হাসায়েঙ্গে’-এর এক প্রোমো থেকে এই ঘটনার উৎপত্তি। যেখানে ‘বলিউড মেরি জান’ পর্বে করণের মিমিক্রি করেছেন কমেডিয়ান কেতন সিং।
যদিও এরপর এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের মধ্যে দিয়ে পরিচালকের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। বলেছেন, ‘করণ (জোহর) স্যারের কাছে আমি ক্ষমা চাইছি। আমি তাঁর কাজের অনেক বড় ভক্ত। তাঁর কফি শো (কফি উইথ করণ) আমি দেখি। তাঁর সর্বশেষ ছবি ‘‘রকি অউর রানি কি প্রেম কাহানি’’ আমি ৫-৬ বার দেখেছি। যদি আমার কাজ তাঁকে আঘাত করে তাহলে আমি তাঁর কাছে ক্ষমাপ্রার্থী। তাঁকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। আমি কেবল দর্শকদের বিনোদন দিতে চেয়েছিলাম। আমি যদি অতিরিক্ত কিছু করে থাকি তার জন্য আমি দুঃখিত।’
কমেডি শোয়ে নিজেকে নিয়ে ‘অত্যন্ত কুরুচিকর’ মিমিক্রি দেখে বিরক্ত বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহর। ইনস্টাগ্রামে পোস্ট করে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। মায়ের সঙ্গে বসে কমেডি শো উপভোগ করছিলেন করণ। সেই সময়ই একটি মিমিক্রি চোখে পড়ে তাঁর। আর তাতেই খেপেছেন করণ। যদিও নিজের স্টোরিতে সেই কমেডি শো অথবা কমেডিয়ানের নাম উল্লেখ করেননি তিনি।
ইনস্টাগ্রাম স্টোরিতে করণ লিখেছেন, ‘আমি মায়ের সঙ্গে বসে টিভি দেখছিলাম। সেই সময়েই জনপ্রিয় চ্যানেলে এক কমেডি শোয়ের প্রোমো দেখতে পাই। এক কমেডিয়ান আমার মিমিক্রি করছিলেন আর সেটা অত্যন্ত কুরুচিকরভাবে। এই সমস্ত ট্রলগুলো যদি অচেনা, অপ্রসিদ্ধ লোকজনেরা করত, তাহলে গায়ে মাখতাম না। কিন্তু ২৫ বছর ধরে অনবরত কাজ করা যাওয়া একজনকে যদি নিজের ইন্ডাস্ট্রির লোকেরাই সম্মান না দিতে পারে, তাহলে কোন সময়ে আমরা বসবাস করছি, তার পরিচয় পাওয়া যায়। ঘটনায় আমি রাগ করিনি। বরং হতাশ হয়েছি।’
করণের পোস্ট দেখে ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক ও প্রযোজক একতা কাপুর। তিনি লেখেন, ‘এ রকম প্রায়ই ঘটছে আজকাল! কমেডি শো থেকে অ্যাওয়ার্ড ফাংশনেও বিশ্রী রসিকতা করা হচ্ছে। আর এরপরও তাঁরা ভাবেন, তাঁদের অনুষ্ঠানে সে সমস্ত মানুষ যোগ দেবেন’। একতার মন্তব্যে পালটা ধন্যবাদ জানিয়েছেন করণ।
সম্প্রতি সোনি চ্যানেলে ‘ম্যাডনেস মাচায়েঙ্গে- ইন্ডিয়া কো হাসায়েঙ্গে’-এর এক প্রোমো থেকে এই ঘটনার উৎপত্তি। যেখানে ‘বলিউড মেরি জান’ পর্বে করণের মিমিক্রি করেছেন কমেডিয়ান কেতন সিং।
যদিও এরপর এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের মধ্যে দিয়ে পরিচালকের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। বলেছেন, ‘করণ (জোহর) স্যারের কাছে আমি ক্ষমা চাইছি। আমি তাঁর কাজের অনেক বড় ভক্ত। তাঁর কফি শো (কফি উইথ করণ) আমি দেখি। তাঁর সর্বশেষ ছবি ‘‘রকি অউর রানি কি প্রেম কাহানি’’ আমি ৫-৬ বার দেখেছি। যদি আমার কাজ তাঁকে আঘাত করে তাহলে আমি তাঁর কাছে ক্ষমাপ্রার্থী। তাঁকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। আমি কেবল দর্শকদের বিনোদন দিতে চেয়েছিলাম। আমি যদি অতিরিক্ত কিছু করে থাকি তার জন্য আমি দুঃখিত।’
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ২১ জুলাই রাতে বাসায় ফিরেছেন শিল্পী ফরিদা পারভীন। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে জাফর ইমাম নোমানী।
৪ ঘণ্টা আগেআজ প্রকাশ পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। এতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নতুন চরিত্র ভারাংকে। ফায়ার অ্যান্ড অ্যাশে তাকে দেখা যাবে ভিলেন হিসেবে। এ সিনেমার সবচেয়ে আকর্ষণীয় সংযোজন বলা হচ্ছে এ চরিত্রকে।
৫ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
১৪ ঘণ্টা আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
১৪ ঘণ্টা আগে