Ajker Patrika

আর্থিক প্রতারণার অভিযোগ, গৌরী খানকে আইনি নোটিশ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৮: ৪০
আর্থিক প্রতারণার অভিযোগ, গৌরী খানকে আইনি নোটিশ

বলিউড অভিনেতা শাহরুখ খানের স্ত্রী গৌরী খানকে আইনি নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, ৩০ কোটি রুপির আর্থিক প্রতারণার মামলায় নাম জড়িয়েছে তাঁর। তবে শাহরুখ-পত্নীকে এখনো তলব করেনি ইডি।

সংবাদমাধ্যমটি প্রতিবেদনে জানিয়েছে, লক্ষ্ণৌয়ের রিয়েল এস্টেট কোম্পানি তুলসিয়ানি গ্রুপের শুভেচ্ছাদূত গৌরী খান। সংস্থাটির বিরুদ্ধে গ্রাহক ও ব্যাংকের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। আর্থিক প্রতারণার পরিমাণ প্রায় ৩০ কোটি রুপি। আর কোম্পানিটির সঙ্গে যুক্ত থাকায় ইডি নোটিশ পাঠিয়েছে গৌরীকে।

যদিও এখনো তলব করা হয়নি গৌরীকে। তবে তাঁকে দ্রুত তলব করা হতে পারে। ইডির পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে শুভেচ্ছাদূত হওয়ার জন্য কোম্পানিটি থেকে কত টাকা নিয়েছেন গৌরী।

শাহরুখের সঙ্গে গৌরী। ছবি: ইনস্টাগ্রামউল্লেখ্য, কয়েক মাস আগে লক্ষ্ণৌয়ের সুশান্ত গলফ সিটির পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেন মুম্বাইবাসী যশোবন্ত। তাঁর অভিযোগ, ৮৬ লাখ রুপি দিয়েও ফ্ল্যাটের চাবি হাতে পাননি তিনি।

যশোবন্তের দাবি, গৌরী খান কোম্পানিটির শুভেচ্ছাদূত হওয়ায় এই বিশ্বাসভঙ্গের দায় বর্তায় তাঁর ওপরেও। তাই শাহরুখ-পত্নীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রেপ্তার হয়ে অবাক ডন, বললেন—‘স্যার আমাকে কীভাবে গ্রেপ্তার করলেন’

১ হাজার টাকায় ৪ থ্রি-পিস দেওয়ার বিজ্ঞাপন দেখে নারীদের ভিড়, বেকায়দায় শোরুম কর্তৃপক্ষ

একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: জামায়াত

সুদানে ‘গণহত্যা’য় আরব আমিরাতের গোপন তৎপরতা ও কলম্বিয়ার ভাড়াটে সেনা

ইসরায়েলকে খুশি করতে সাংবাদিক শিরিন হত্যাকাণ্ডের প্রতিবেদন ‘দুর্বল’ করে বাইডেন প্রশাসন

এলাকার খবর
Loading...