Ajker Patrika

আর্থিক প্রতারণার অভিযোগ, গৌরী খানকে আইনি নোটিশ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৮: ৪০
আর্থিক প্রতারণার অভিযোগ, গৌরী খানকে আইনি নোটিশ

বলিউড অভিনেতা শাহরুখ খানের স্ত্রী গৌরী খানকে আইনি নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, ৩০ কোটি রুপির আর্থিক প্রতারণার মামলায় নাম জড়িয়েছে তাঁর। তবে শাহরুখ-পত্নীকে এখনো তলব করেনি ইডি।

সংবাদমাধ্যমটি প্রতিবেদনে জানিয়েছে, লক্ষ্ণৌয়ের রিয়েল এস্টেট কোম্পানি তুলসিয়ানি গ্রুপের শুভেচ্ছাদূত গৌরী খান। সংস্থাটির বিরুদ্ধে গ্রাহক ও ব্যাংকের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। আর্থিক প্রতারণার পরিমাণ প্রায় ৩০ কোটি রুপি। আর কোম্পানিটির সঙ্গে যুক্ত থাকায় ইডি নোটিশ পাঠিয়েছে গৌরীকে।

যদিও এখনো তলব করা হয়নি গৌরীকে। তবে তাঁকে দ্রুত তলব করা হতে পারে। ইডির পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে শুভেচ্ছাদূত হওয়ার জন্য কোম্পানিটি থেকে কত টাকা নিয়েছেন গৌরী।

শাহরুখের সঙ্গে গৌরী। ছবি: ইনস্টাগ্রামউল্লেখ্য, কয়েক মাস আগে লক্ষ্ণৌয়ের সুশান্ত গলফ সিটির পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেন মুম্বাইবাসী যশোবন্ত। তাঁর অভিযোগ, ৮৬ লাখ রুপি দিয়েও ফ্ল্যাটের চাবি হাতে পাননি তিনি।

যশোবন্তের দাবি, গৌরী খান কোম্পানিটির শুভেচ্ছাদূত হওয়ায় এই বিশ্বাসভঙ্গের দায় বর্তায় তাঁর ওপরেও। তাই শাহরুখ-পত্নীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত