আজ বৃহস্পতিবার ৫৮ বছরে পা রাখলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। জন্মদিনের আগের রাত থেকেই ভিড় জমেছিল মান্নাতের সামনে। সবাই অপেক্ষায় ছিলেন কখন বাড়ির বেলকনিতে আসবেন বাদশাহ। হাত নাড়বেন, অপেক্ষমাণ জনতার উদ্দেশে ছুড়ে দেবেন চুমু। জন্মদিনে রাত ১২টা বাজতে না বাজতেই মান্নাতের বাইরে অপেক্ষমাণ ভক্তদের জন্য দেখা দেন শাহরুখ খান। আর আজ দুপুরে ভক্তদের জন্য প্রকাশ্যে আনলেন মুক্তি প্রতীক্ষিত ‘ডানকি’ সিনেমার প্রথম টিজার।
টিজারটি শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘গল্পটা কিছু সাধারণ মানুষের। যারা নিজেদের ইচ্ছা ও স্বপ্ন পূরণ করতে চায় ভালোবাসার জন্য, বন্ধুত্বের জন্য এবং সবচেয়ে বড় কথা একসঙ্গে থাকার জন্য। সবশেষে নিজের ভিটে-মাটির সঙ্গেও বন্ধুত্বের কথা গল্প বলে এই সিনেমা। মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প বলেছেন রাজকুমার হিরানি। এই জার্নিতে অংশগ্রহণ করা আমার কাছে অনেক সম্মানের। আশা করছি, আপনারাও এই জার্নির সাক্ষী হবেন। ডানকির প্রথম টিজার আপনাদের জন্য। বিশ্বদরবারে এই সিনেমা মুক্তি পাবে বড়দিনের আবহে।’
টিজারে শাহরুখের লুক দেখে কেউ মিল পেতে পারেন ‘ফ্যান’ সিনেমার লুকের সঙ্গে, কেউ আবার ‘জিরো’র হিরোর লুকের প্রসঙ্গও টানতে পারেন। খুব স্বাভাবিকভাবেই সিনেমাটি চিত্রনাট্যে যে চমক রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
টিজারে দেখা যায়, বন্ধুরাই যেন হার্ডির (শাহরুখ) পরিবার। আর তাঁর চার বন্ধু মানু (তাপসী পান্নু), বগ্গু (বিক্রম কোচার), বাল্লি (সুনীল গ্রোভার), সুখী (ভিকি কৌশল)। আর হার্ডির এই চার বন্ধুই যেতে চায় লন্ডন। এই সিদ্ধান্তই বদলে দেয় তাঁদের জীবন। সকলের স্বপ্ন পূরণের ভার নিজের কাঁধে তুলে নেওয়া শাহরুখ ঠিক কোন কোন ঝুঁকি নিতে চলেছেন, তা নিয়েই সিনেমাটির গল্প বলে প্রাথমিকভাবে অনুমান করা যায়। এর পরবর্তী টিজারের অপেক্ষায় এখন শাহরুখ ভক্তরা।
পরিচালক রাজকুমার হিরানি টিজার শেয়ার করে লিখেছেন, ‘এই ছবির মূলমন্ত্র হচ্ছে বন্ধুত্ব, ভালোবাসা ও এক স্বপ্নের জার্নি।’
গৌরী খান, রাজকুমার হিরানি আর জিও স্টুডিওজের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘ডানকি’। আর তাতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন–ধর্মেন্দ্র, তাপসী পান্নু, ভিকি কৌশল, দিয়া মির্জা, বোমন ইরানি, সতীশ শাহ, পরীক্ষিত সাহনি।
‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘মুন্নাভাই’ ফ্র্যাঞ্চাইজি, ‘সঞ্জু’র মতো একাধিক ব্যবসাসফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন রাজকুমার হিরানি। এমন পরিচালকের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে যে বলিউড বাদশা আবারও বক্স অফিসে দাপট দেখাবেন, তা টিজার দেখেই অনুমান করছেন শাহরুখের ভক্তরা।
উল্লেখ, ২০২৩ সালটা যেন স্বপ্নের মতো গেছে শাহরুখের। দুটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন এ বছর তিনি। জিরোর ব্যর্থতার পর চার বছরের বিরতি নিয়ে ফিরেই দুটি সিনেমা আনলেন, যা ব্যবসা করেছে ১ হাজার কোটির ওপরে। শুধু চলতি বছরের নয়, ভারতের বাজারে বলিউডের সর্বাধিক উপার্জিত সিনেমার তালিকায় সবার ওপরে এখন ‘জওয়ান’, আর ৩ নম্বরে রয়েছে ‘পাঠান’।
আজ বৃহস্পতিবার ৫৮ বছরে পা রাখলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। জন্মদিনের আগের রাত থেকেই ভিড় জমেছিল মান্নাতের সামনে। সবাই অপেক্ষায় ছিলেন কখন বাড়ির বেলকনিতে আসবেন বাদশাহ। হাত নাড়বেন, অপেক্ষমাণ জনতার উদ্দেশে ছুড়ে দেবেন চুমু। জন্মদিনে রাত ১২টা বাজতে না বাজতেই মান্নাতের বাইরে অপেক্ষমাণ ভক্তদের জন্য দেখা দেন শাহরুখ খান। আর আজ দুপুরে ভক্তদের জন্য প্রকাশ্যে আনলেন মুক্তি প্রতীক্ষিত ‘ডানকি’ সিনেমার প্রথম টিজার।
টিজারটি শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘গল্পটা কিছু সাধারণ মানুষের। যারা নিজেদের ইচ্ছা ও স্বপ্ন পূরণ করতে চায় ভালোবাসার জন্য, বন্ধুত্বের জন্য এবং সবচেয়ে বড় কথা একসঙ্গে থাকার জন্য। সবশেষে নিজের ভিটে-মাটির সঙ্গেও বন্ধুত্বের কথা গল্প বলে এই সিনেমা। মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প বলেছেন রাজকুমার হিরানি। এই জার্নিতে অংশগ্রহণ করা আমার কাছে অনেক সম্মানের। আশা করছি, আপনারাও এই জার্নির সাক্ষী হবেন। ডানকির প্রথম টিজার আপনাদের জন্য। বিশ্বদরবারে এই সিনেমা মুক্তি পাবে বড়দিনের আবহে।’
টিজারে শাহরুখের লুক দেখে কেউ মিল পেতে পারেন ‘ফ্যান’ সিনেমার লুকের সঙ্গে, কেউ আবার ‘জিরো’র হিরোর লুকের প্রসঙ্গও টানতে পারেন। খুব স্বাভাবিকভাবেই সিনেমাটি চিত্রনাট্যে যে চমক রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
টিজারে দেখা যায়, বন্ধুরাই যেন হার্ডির (শাহরুখ) পরিবার। আর তাঁর চার বন্ধু মানু (তাপসী পান্নু), বগ্গু (বিক্রম কোচার), বাল্লি (সুনীল গ্রোভার), সুখী (ভিকি কৌশল)। আর হার্ডির এই চার বন্ধুই যেতে চায় লন্ডন। এই সিদ্ধান্তই বদলে দেয় তাঁদের জীবন। সকলের স্বপ্ন পূরণের ভার নিজের কাঁধে তুলে নেওয়া শাহরুখ ঠিক কোন কোন ঝুঁকি নিতে চলেছেন, তা নিয়েই সিনেমাটির গল্প বলে প্রাথমিকভাবে অনুমান করা যায়। এর পরবর্তী টিজারের অপেক্ষায় এখন শাহরুখ ভক্তরা।
পরিচালক রাজকুমার হিরানি টিজার শেয়ার করে লিখেছেন, ‘এই ছবির মূলমন্ত্র হচ্ছে বন্ধুত্ব, ভালোবাসা ও এক স্বপ্নের জার্নি।’
গৌরী খান, রাজকুমার হিরানি আর জিও স্টুডিওজের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘ডানকি’। আর তাতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন–ধর্মেন্দ্র, তাপসী পান্নু, ভিকি কৌশল, দিয়া মির্জা, বোমন ইরানি, সতীশ শাহ, পরীক্ষিত সাহনি।
‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘মুন্নাভাই’ ফ্র্যাঞ্চাইজি, ‘সঞ্জু’র মতো একাধিক ব্যবসাসফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন রাজকুমার হিরানি। এমন পরিচালকের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে যে বলিউড বাদশা আবারও বক্স অফিসে দাপট দেখাবেন, তা টিজার দেখেই অনুমান করছেন শাহরুখের ভক্তরা।
উল্লেখ, ২০২৩ সালটা যেন স্বপ্নের মতো গেছে শাহরুখের। দুটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন এ বছর তিনি। জিরোর ব্যর্থতার পর চার বছরের বিরতি নিয়ে ফিরেই দুটি সিনেমা আনলেন, যা ব্যবসা করেছে ১ হাজার কোটির ওপরে। শুধু চলতি বছরের নয়, ভারতের বাজারে বলিউডের সর্বাধিক উপার্জিত সিনেমার তালিকায় সবার ওপরে এখন ‘জওয়ান’, আর ৩ নম্বরে রয়েছে ‘পাঠান’।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
৩ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
৩ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
৩ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
৩ ঘণ্টা আগে