সঞ্জয় লীলা বানশালির পরিচালনায় তিনটি ছবিতে অভিনয় করে তিনটি ফিল্মফেয়ার জিতেছিলেন দীপিকা পাড়ুকোন। ফিল্মফেয়ার ছাড়াও এই তিন ছবির জন্য শোকেজ ভর্তি পুরস্কার পেয়েছেন এই বলিউড অভিনেত্রী। দীপিকার পাশাপাশি এই তিনটি ছবিতে অভিনয় করেছিলেন রণবীর সিংও। দর্শকদের কাছেও দারুণভাবে প্রশংসিত হয়েছে রণবীর-দীপিকার রসায়ন। বানশালির ‘বৈজু বাওরা’-তে ফের তাদের জুটি হওয়ার খবর বেড়িয়েছিল।
রণবীর তো বটেই, ‘বৈজু বাওরা’-তে দীপিকার অভিনয় করার কথা আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিল। কিন্তু তা আর হলো না। ভারতীয় গণমাধ্যমের মতে, এই ছবি থেকে বাদ পড়েছেন দীপিকা।
শোনা যাচ্ছে পারিশ্রমিক নিয়ে জটিলতা হয়েছে প্রিয় পরিচালক বানশালীর সঙ্গে। নিজের অন্যান্য ছবির মতোই এই ছবিরও অন্যতম প্রযোজক বানশালি। তাই তাঁর কাছে নাকি ছবির নায়ক রণবীর সিংয়ের সমান পারিশ্রমিক দাবি করেছিলেন দীপিকা। এক টাকা বেশিও নয়, কমও নয়।
স্বাভাবিকভাবেই রণবীর সিংয়ের পারিশ্রমিকের অঙ্কটা বেশ চড়া। দীপিকারও কম কিছু নয়। তবে রণবীরের কাছাকছি নয়। তাই এখন যদি প্রযোজককে ছবির নায়িকাকেও ছবির নায়কের সমান পারিশ্রমিকের অঙ্ক দিতে হয় তাহলে ছবির বাজেট কী হবে তা বলার অপেক্ষা রাখে না। তা নিয়ে কয়েকদফা আলোচনাও হয়েছে প্রযোজকদের মধ্যে। বানশালি চেষ্টাও করেছিলেন।
কিন্তু দীপিকাকে নাকি তাঁর সিদ্ধান্তের থেকে সরানো যায়নি। শেষপর্যন্ত অন্য কোনও উপায় না থাকায় দীপিকাকে বাদ দিতে হয়েছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
সঞ্জয় লীলা বানশালির পরিচালনায় তিনটি ছবিতে অভিনয় করে তিনটি ফিল্মফেয়ার জিতেছিলেন দীপিকা পাড়ুকোন। ফিল্মফেয়ার ছাড়াও এই তিন ছবির জন্য শোকেজ ভর্তি পুরস্কার পেয়েছেন এই বলিউড অভিনেত্রী। দীপিকার পাশাপাশি এই তিনটি ছবিতে অভিনয় করেছিলেন রণবীর সিংও। দর্শকদের কাছেও দারুণভাবে প্রশংসিত হয়েছে রণবীর-দীপিকার রসায়ন। বানশালির ‘বৈজু বাওরা’-তে ফের তাদের জুটি হওয়ার খবর বেড়িয়েছিল।
রণবীর তো বটেই, ‘বৈজু বাওরা’-তে দীপিকার অভিনয় করার কথা আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিল। কিন্তু তা আর হলো না। ভারতীয় গণমাধ্যমের মতে, এই ছবি থেকে বাদ পড়েছেন দীপিকা।
শোনা যাচ্ছে পারিশ্রমিক নিয়ে জটিলতা হয়েছে প্রিয় পরিচালক বানশালীর সঙ্গে। নিজের অন্যান্য ছবির মতোই এই ছবিরও অন্যতম প্রযোজক বানশালি। তাই তাঁর কাছে নাকি ছবির নায়ক রণবীর সিংয়ের সমান পারিশ্রমিক দাবি করেছিলেন দীপিকা। এক টাকা বেশিও নয়, কমও নয়।
স্বাভাবিকভাবেই রণবীর সিংয়ের পারিশ্রমিকের অঙ্কটা বেশ চড়া। দীপিকারও কম কিছু নয়। তবে রণবীরের কাছাকছি নয়। তাই এখন যদি প্রযোজককে ছবির নায়িকাকেও ছবির নায়কের সমান পারিশ্রমিকের অঙ্ক দিতে হয় তাহলে ছবির বাজেট কী হবে তা বলার অপেক্ষা রাখে না। তা নিয়ে কয়েকদফা আলোচনাও হয়েছে প্রযোজকদের মধ্যে। বানশালি চেষ্টাও করেছিলেন।
কিন্তু দীপিকাকে নাকি তাঁর সিদ্ধান্তের থেকে সরানো যায়নি। শেষপর্যন্ত অন্য কোনও উপায় না থাকায় দীপিকাকে বাদ দিতে হয়েছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
৪ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
৪ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায়
৪ ঘণ্টা আগেবছরের শুরুতে গত ৭ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছিল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের নাটক ‘ক্রীতদাস কথা’। প্রথম প্রদর্শনীতে সুধীজনের নজর কেড়েছিল নাটকটি। এবার একই মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। আজ সন্ধ্যা ৭টায়
৪ ঘণ্টা আগে