বিনোদন ডেস্ক
‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর বলিউড অভিনেতা আমির খান নিয়েছেন লম্বা বিরতি। এখন শোনা যাচ্ছে, আমিরের পরের সিনেমার নাম হতে যাচ্ছে ‘সিতারে জামিন পার’। আর তারপর থেকে আমিরের একসময়ের ব্লকবাস্টার সিনেমা ‘তারে জামিন পার’-এর সঙ্গে নামের মিল পেয়ে শুরু হয়েছে আলোচনা, তাহলে কি আসতে যাচ্ছে ‘তারে জামিন পর ২’! যদিও এ নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।
এদিকে দুই সিনেমার নামের মধ্যে মিল জন্ম দিয়েছে ট্রোলিংয়ের। সঙ্গে বাড়ছে জল্পনা-কল্পনা। যদিও এই সিনেমা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে এর আগেই শুরু হয়ে গেছে ট্রোলিং।
পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, সিনেমার প্লটটি একজন ক্রীড়া প্রশিক্ষককে নিয়ে, যিনি বিশেষভাবে প্রতিবন্ধী শিশুদের দলের সঙ্গে কাজ করেন।
নেটিজেনের একজন মন্তব্য করেছেন, ‘এটি কি তারে জামিন পারের সিকুয়েল নাকি রিমেক?’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘আমির আজকাল এত রিমেক বানাচ্ছেন কেন?’
আবার শোনা যাচ্ছ ‘সিতারে জামিন পার’ সিনেমাটি ২০১৮ সালের স্প্যানিশ চলচ্চিত্র ‘চ্যাম্পিয়নস’-এর রিমেক। ২০২২ সালে এটির রিমেক হয়েছে হলিউডে।
সিনেমাটির বিষয়ে পিঙ্কভিলা জানিয়েছে, আরএস প্রাসান্না পরিচালিত আমির খানের সিনেমাটির দৃশ্য ধারণ শুরুর কথা রয়েছে ২০২৪ সালের জানুয়ারিতে। সেই বছরের শেষের দিকে, অর্থাৎ বড়দিনে মুক্তি পেতে পারে সিনেমাটি।
‘তারে জামিন পার’ কেবল সিনেমা নয়, একটি অনুপ্রেরণারও নাম। আমির খানের প্রথম পরিচালনায় সিনেমাটি মুক্তি পায় ২০০৭ সালে। প্রথম সিনেমাতেই পরিচালক হিসেবে বাজিমাত করেন আমির। বক্স অফিস থেকে সমালোচক সব জায়গায় প্রশংসিত হয় সিনেমাটি। ১২ কোটি রুপি বাজেটের সিনেমাটির বিশ্বব্যাপী আয় দাঁড়ায় ৮৭ কোটি রুপিতে।
‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর বলিউড অভিনেতা আমির খান নিয়েছেন লম্বা বিরতি। এখন শোনা যাচ্ছে, আমিরের পরের সিনেমার নাম হতে যাচ্ছে ‘সিতারে জামিন পার’। আর তারপর থেকে আমিরের একসময়ের ব্লকবাস্টার সিনেমা ‘তারে জামিন পার’-এর সঙ্গে নামের মিল পেয়ে শুরু হয়েছে আলোচনা, তাহলে কি আসতে যাচ্ছে ‘তারে জামিন পর ২’! যদিও এ নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।
এদিকে দুই সিনেমার নামের মধ্যে মিল জন্ম দিয়েছে ট্রোলিংয়ের। সঙ্গে বাড়ছে জল্পনা-কল্পনা। যদিও এই সিনেমা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে এর আগেই শুরু হয়ে গেছে ট্রোলিং।
পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, সিনেমার প্লটটি একজন ক্রীড়া প্রশিক্ষককে নিয়ে, যিনি বিশেষভাবে প্রতিবন্ধী শিশুদের দলের সঙ্গে কাজ করেন।
নেটিজেনের একজন মন্তব্য করেছেন, ‘এটি কি তারে জামিন পারের সিকুয়েল নাকি রিমেক?’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘আমির আজকাল এত রিমেক বানাচ্ছেন কেন?’
আবার শোনা যাচ্ছ ‘সিতারে জামিন পার’ সিনেমাটি ২০১৮ সালের স্প্যানিশ চলচ্চিত্র ‘চ্যাম্পিয়নস’-এর রিমেক। ২০২২ সালে এটির রিমেক হয়েছে হলিউডে।
সিনেমাটির বিষয়ে পিঙ্কভিলা জানিয়েছে, আরএস প্রাসান্না পরিচালিত আমির খানের সিনেমাটির দৃশ্য ধারণ শুরুর কথা রয়েছে ২০২৪ সালের জানুয়ারিতে। সেই বছরের শেষের দিকে, অর্থাৎ বড়দিনে মুক্তি পেতে পারে সিনেমাটি।
‘তারে জামিন পার’ কেবল সিনেমা নয়, একটি অনুপ্রেরণারও নাম। আমির খানের প্রথম পরিচালনায় সিনেমাটি মুক্তি পায় ২০০৭ সালে। প্রথম সিনেমাতেই পরিচালক হিসেবে বাজিমাত করেন আমির। বক্স অফিস থেকে সমালোচক সব জায়গায় প্রশংসিত হয় সিনেমাটি। ১২ কোটি রুপি বাজেটের সিনেমাটির বিশ্বব্যাপী আয় দাঁড়ায় ৮৭ কোটি রুপিতে।
পর্দায় উপস্থিতি নেই, নেই ব্যক্তিগত জীবনের খোঁজখবর। দীর্ঘদিন ধরেই আড়ালে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সহকর্মীরাও জানাতে পারেননি পপি কেমন আছেন, কোথায় আছেন। এবার পাওয়া গেল পপির খোঁজ। তিনি আছেন খুলনায়। বিয়ের খবরের সত্যতাও...
১৩ মিনিট আগেতিন দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর আজ মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি বাসায় ফিরেছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। দুপুর ১২টার দিকে তিনি বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ।
২ ঘণ্টা আগেকনসার্টে নারী ভক্তদের চুমু দিয়ে সমালোচনার মুখে প্রবীণ গায়ক উদিত নারায়ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছেন ট্রলের শিকার। প্রবীণ এই গায়কের এমন কাণ্ডে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা।
৬ ঘণ্টা আগেমানুষের জীবনের উত্থান-পতনের তিনটি গল্প নিয়ে নির্মিত হয়েছে অ্যানথোলজি ফিল্ম ‘জীবন জুয়া’। ‘খোয়াব’, ‘প্রিয় প্রাক্তন’ ও ‘ফিল্ম কানন’ এই তিন গল্প দিয়ে সাজানো হয়েছে সিনেমাটি। প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক শেখ নওয়িদ রাশিদ। তবে অ্যানথোলজি নয়, তিন
১০ ঘণ্টা আগে