‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর বলিউড অভিনেতা আমির খান নিয়েছেন লম্বা বিরতি। এখন শোনা যাচ্ছে, আমিরের পরের সিনেমার নাম হতে যাচ্ছে ‘সিতারে জামিন পার’। আর তারপর থেকে আমিরের একসময়ের ব্লকবাস্টার সিনেমা ‘তারে জামিন পার’-এর সঙ্গে নামের মিল পেয়ে শুরু হয়েছে আলোচনা, তাহলে কি আসতে যাচ্ছে ‘তারে জামিন পর ২’! যদিও এ নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।
এদিকে দুই সিনেমার নামের মধ্যে মিল জন্ম দিয়েছে ট্রোলিংয়ের। সঙ্গে বাড়ছে জল্পনা-কল্পনা। যদিও এই সিনেমা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে এর আগেই শুরু হয়ে গেছে ট্রোলিং।
পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, সিনেমার প্লটটি একজন ক্রীড়া প্রশিক্ষককে নিয়ে, যিনি বিশেষভাবে প্রতিবন্ধী শিশুদের দলের সঙ্গে কাজ করেন।
নেটিজেনের একজন মন্তব্য করেছেন, ‘এটি কি তারে জামিন পারের সিকুয়েল নাকি রিমেক?’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘আমির আজকাল এত রিমেক বানাচ্ছেন কেন?’
আবার শোনা যাচ্ছ ‘সিতারে জামিন পার’ সিনেমাটি ২০১৮ সালের স্প্যানিশ চলচ্চিত্র ‘চ্যাম্পিয়নস’-এর রিমেক। ২০২২ সালে এটির রিমেক হয়েছে হলিউডে।
সিনেমাটির বিষয়ে পিঙ্কভিলা জানিয়েছে, আরএস প্রাসান্না পরিচালিত আমির খানের সিনেমাটির দৃশ্য ধারণ শুরুর কথা রয়েছে ২০২৪ সালের জানুয়ারিতে। সেই বছরের শেষের দিকে, অর্থাৎ বড়দিনে মুক্তি পেতে পারে সিনেমাটি।
‘তারে জামিন পার’ কেবল সিনেমা নয়, একটি অনুপ্রেরণারও নাম। আমির খানের প্রথম পরিচালনায় সিনেমাটি মুক্তি পায় ২০০৭ সালে। প্রথম সিনেমাতেই পরিচালক হিসেবে বাজিমাত করেন আমির। বক্স অফিস থেকে সমালোচক সব জায়গায় প্রশংসিত হয় সিনেমাটি। ১২ কোটি রুপি বাজেটের সিনেমাটির বিশ্বব্যাপী আয় দাঁড়ায় ৮৭ কোটি রুপিতে।
‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর বলিউড অভিনেতা আমির খান নিয়েছেন লম্বা বিরতি। এখন শোনা যাচ্ছে, আমিরের পরের সিনেমার নাম হতে যাচ্ছে ‘সিতারে জামিন পার’। আর তারপর থেকে আমিরের একসময়ের ব্লকবাস্টার সিনেমা ‘তারে জামিন পার’-এর সঙ্গে নামের মিল পেয়ে শুরু হয়েছে আলোচনা, তাহলে কি আসতে যাচ্ছে ‘তারে জামিন পর ২’! যদিও এ নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।
এদিকে দুই সিনেমার নামের মধ্যে মিল জন্ম দিয়েছে ট্রোলিংয়ের। সঙ্গে বাড়ছে জল্পনা-কল্পনা। যদিও এই সিনেমা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে এর আগেই শুরু হয়ে গেছে ট্রোলিং।
পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, সিনেমার প্লটটি একজন ক্রীড়া প্রশিক্ষককে নিয়ে, যিনি বিশেষভাবে প্রতিবন্ধী শিশুদের দলের সঙ্গে কাজ করেন।
নেটিজেনের একজন মন্তব্য করেছেন, ‘এটি কি তারে জামিন পারের সিকুয়েল নাকি রিমেক?’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘আমির আজকাল এত রিমেক বানাচ্ছেন কেন?’
আবার শোনা যাচ্ছ ‘সিতারে জামিন পার’ সিনেমাটি ২০১৮ সালের স্প্যানিশ চলচ্চিত্র ‘চ্যাম্পিয়নস’-এর রিমেক। ২০২২ সালে এটির রিমেক হয়েছে হলিউডে।
সিনেমাটির বিষয়ে পিঙ্কভিলা জানিয়েছে, আরএস প্রাসান্না পরিচালিত আমির খানের সিনেমাটির দৃশ্য ধারণ শুরুর কথা রয়েছে ২০২৪ সালের জানুয়ারিতে। সেই বছরের শেষের দিকে, অর্থাৎ বড়দিনে মুক্তি পেতে পারে সিনেমাটি।
‘তারে জামিন পার’ কেবল সিনেমা নয়, একটি অনুপ্রেরণারও নাম। আমির খানের প্রথম পরিচালনায় সিনেমাটি মুক্তি পায় ২০০৭ সালে। প্রথম সিনেমাতেই পরিচালক হিসেবে বাজিমাত করেন আমির। বক্স অফিস থেকে সমালোচক সব জায়গায় প্রশংসিত হয় সিনেমাটি। ১২ কোটি রুপি বাজেটের সিনেমাটির বিশ্বব্যাপী আয় দাঁড়ায় ৮৭ কোটি রুপিতে।
টিজারে বড় অংশ জুড়ে আছে রহস্যময় মাঙ্কি মাস্ক। শাকিব খানসহ অনেককেই এই মাস্ক পরে থাকতে দেখা গেছে। কেন এমন মুখোশ ব্যবহার করা হয়েছে, তার ব্যাখ্যা পাওয়া যাবে সিনেমায়।
১৬ ঘণ্টা আগেকাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমণি। বিতর্ক যেন তাঁর জীবনের একটা অংশ হয়ে গেছে। একটা বিষয় শেষ না হতেই নতুন কোনো বিতর্কিত বিষয় নিয়ে সংবাদের শিরোনাম হন তিনি। পরীমণি নিজেও এ বিষয়টা অনুধাবন করেন। তবে সমস্ত তর্ক-বিতর্ক থেকে দূরে থাকতে চান তিনি। তাই নিজেকে বদলানোর চেষ্টা...
১ দিন আগেবিদেশে ব্যস্ত সময় পার করছেন দেশের সংগীতশিল্পীরা। সম্প্রতি সৌদি আরব মাতিয়ে এসেছেন জেমস, ইমরান মাহমুদুল, পড়শী, মিলারা। যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় পার করছে ব্যান্ড মাইলস, অর্ণব ও সুনিধি। এ ছাড়া সম্প্রতি কানাডায় গান শুনিয়ে এসেছেন বাপ্পা মজুমদার ও এলিটা করিম। এবার জানা গেল, তিন মাসের সফরে যুক্তরাষ্ট্র...
১ দিন আগেবলিউড অভিনেতা রণিত রায় ইদানীং দেখছেন ব্রিটিশ সিরিজ। সম্প্রতি দেখা শেষ করেছেন ‘মবল্যান্ড’ ও ‘দ্য লাস্ট অব আস’। দুটি সিরিজই দারুণ উপভোগ করেছেন তিনি। সবাইকে সিরিজ দুটি দেখার পরামর্শও দিয়েছেন রণিত।
১ দিন আগে