ঢাকা: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর প্রায় এক বছর হতে চললো। এতদিন পর এসে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গ্রেপ্তার করল সিদ্ধার্থ পাঠানিকে। সুশান্ত সিংয়ের বন্ধু তিনি। সুশান্তের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন অভিযুক্ত সিদ্ধার্থ।
গত বৃহস্পতিবার ভারতের হায়দরাবাদ থেকে প্রেপ্তার হন সিদ্ধার্থ। শুরু থেকেই গোয়েন্দা সংস্থা সিবিআই ও এনসিবি একাধিকবার জিজ্ঞাসাবাদ চালিয়েছে তাঁকে। ইতিমধ্যেই মুম্বাইয়ে আনা হয়েছে অভিযুক্ত সিদ্ধার্থকে।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, মাদক মামলায় প্রেপ্তার করা হয়েছে সিদ্ধার্থকে। শিগগিরই আদালতে তোলা হবে তাঁকে।
গত বছরের ১৪ জুন নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। রহস্যজনক এ মৃত্যুর পর অভিনেতার কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছিল এনসিবি।
সিবিআইয়ের তদন্তে সুশান্তের পরিচারকের বয়ান অনুযায়ী, ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত মৃতদেহ প্রথম দেখেন সিদ্ধার্থ। তারপর পুলিশকে খবর দেন তিনি।
সুশান্ত সিংয়ের মৃত্যুর পর বলিউডে মাদক ব্যবসা ও স্বজনপোষণ নিয়ে তুমুল আলোড়ন তৈরি হয়েছিল। তলব করা হয় অভিনেতার কাছের বন্ধুদের। তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী ও একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিনেতার ঘনিষ্ঠ বান্ধবী রিয়ার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে সুশান্তের পরিবার। গত বছর সেপ্টেম্বরে গ্রেপ্তার হয়েছিলেন রিয়া। প্রায় একমাস জেলে থাকার পর জামিনে ছাড়া পান রিয়া।
অভিনেতার মৃত্যুর পর মাদক সংশ্লিষ্টতার অভিযোগে উঠে আসে সিদ্ধার্থ পিঠানির নাম। রিয়ার কল রেকর্ড থেকে তদন্তকারী দল জানতে পেরেছিল, ওই বছর সিদ্ধার্থের সঙ্গে প্রায় ১০০ বার কথা হয়েছিল তাঁর। বন্ধুর মৃত্যুর পর সুশান্তকে নিয়ে তদন্তকারী সংস্থা ও সংবাদমাধ্যমের কাছে একাধিকবার কথা বললেও রিয়ার প্রসঙ্গ এড়িয়ে যান সিদ্ধার্থ।
ঢাকা: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর প্রায় এক বছর হতে চললো। এতদিন পর এসে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গ্রেপ্তার করল সিদ্ধার্থ পাঠানিকে। সুশান্ত সিংয়ের বন্ধু তিনি। সুশান্তের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন অভিযুক্ত সিদ্ধার্থ।
গত বৃহস্পতিবার ভারতের হায়দরাবাদ থেকে প্রেপ্তার হন সিদ্ধার্থ। শুরু থেকেই গোয়েন্দা সংস্থা সিবিআই ও এনসিবি একাধিকবার জিজ্ঞাসাবাদ চালিয়েছে তাঁকে। ইতিমধ্যেই মুম্বাইয়ে আনা হয়েছে অভিযুক্ত সিদ্ধার্থকে।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, মাদক মামলায় প্রেপ্তার করা হয়েছে সিদ্ধার্থকে। শিগগিরই আদালতে তোলা হবে তাঁকে।
গত বছরের ১৪ জুন নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। রহস্যজনক এ মৃত্যুর পর অভিনেতার কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছিল এনসিবি।
সিবিআইয়ের তদন্তে সুশান্তের পরিচারকের বয়ান অনুযায়ী, ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত মৃতদেহ প্রথম দেখেন সিদ্ধার্থ। তারপর পুলিশকে খবর দেন তিনি।
সুশান্ত সিংয়ের মৃত্যুর পর বলিউডে মাদক ব্যবসা ও স্বজনপোষণ নিয়ে তুমুল আলোড়ন তৈরি হয়েছিল। তলব করা হয় অভিনেতার কাছের বন্ধুদের। তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী ও একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিনেতার ঘনিষ্ঠ বান্ধবী রিয়ার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে সুশান্তের পরিবার। গত বছর সেপ্টেম্বরে গ্রেপ্তার হয়েছিলেন রিয়া। প্রায় একমাস জেলে থাকার পর জামিনে ছাড়া পান রিয়া।
অভিনেতার মৃত্যুর পর মাদক সংশ্লিষ্টতার অভিযোগে উঠে আসে সিদ্ধার্থ পিঠানির নাম। রিয়ার কল রেকর্ড থেকে তদন্তকারী দল জানতে পেরেছিল, ওই বছর সিদ্ধার্থের সঙ্গে প্রায় ১০০ বার কথা হয়েছিল তাঁর। বন্ধুর মৃত্যুর পর সুশান্তকে নিয়ে তদন্তকারী সংস্থা ও সংবাদমাধ্যমের কাছে একাধিকবার কথা বললেও রিয়ার প্রসঙ্গ এড়িয়ে যান সিদ্ধার্থ।
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৫ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
৫ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৬ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৬ ঘণ্টা আগে