Ajker Patrika

বিয়ের পিঁড়িতে বসছেন ভারতীয় অভিনেত্রী রাকুল প্রীত

বিয়ের পিঁড়িতে বসছেন ভারতীয় অভিনেত্রী রাকুল প্রীত

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতীয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। পাত্র দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি ভারতের গোয়া শহরে তাঁরা বিয়ে করছেন। বিয়েতে দুই পরিবারের সদস্যদের বাইরে অল্পসংখ্যক অতিথি উপস্থিত থাকবেন।

প্রেমিক জ্যাকি ভগনানির সঙ্গে রাকুল প্রীত সিং। ছবি: ইনস্টাগ্রাম২০২১ সালের অক্টোবরে রাকুল প্রীতের জন্মদিনে এক ইনস্টাগ্রাম পোস্টে প্রেমের বিষয়টি জানান প্রেমিক জ্যাকি ভগনানি। এরপর থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিয়মিত দেখা গেছে দুজনকে।

রাকুল প্রীতকে সবশেষ ‘থ্যাংক গড’ সিনেমায় দেখা গেছে। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইন্ডিয়ান’ সিনেমার সিকুয়্যাল ‘ইন্ডিয়ান ২’ সিনেমায় পাওয়া যাবে। এতে কমল হাসানের বিপরীতে অভিনয় করেছেন প্রীত।

প্রেমিক জ্যাকি ভগনানির সঙ্গে রাকুল প্রীত সিং। ছবি: ইনস্টাগ্রামশুধু হিন্দি ভাষায় নয়, তেলুগু, তামিল এবং কন্নড় ভাষার সিনেমাতেও তুমুল জনপ্রিয় রাকুল প্রীত। বলিউডে ক্যারিয়ার শুরু করার আগে তিনি দক্ষিণ ভারতের সিনেমায় পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০১৪ সালে ‘ইয়ারিয়া’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। বলিউডেও বেশ সফল তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত