‘থ্রি ইডিয়টস’-খ্যাত ভারতীয় অভিনেতা অখিল মিশ্র গত মঙ্গলবার একটি দুর্ঘটনায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল রক্তচাপ সংক্রান্ত সমস্যায় বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। রান্নাঘরে একটি টুলের ওপর উঠে তিনি কিছু করার চেষ্টার সময় ওপর থেকে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। সঙ্গে-সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পর সেখানেই মারা যান অখিল।
অভিনেতার স্ত্রী সুজান বার্নার্ট সেই সময় বাড়িতে ছিলেন না, একটি প্রকল্পের শুটিংয়ের জন্য তিনি গিয়েছিলেন হায়দরাবাদ। তিনি দ্রুত ফিরে আসেন। ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েছেন প্রয়াত অভিনেতার স্ত্রী।
অখিল মিশ্র-কে ‘৩ ইডিয়টস’ সিনেমায় গ্রন্থাগারিক দুবে-এর চরিত্রে দেখা গিয়েছিল। এ ছাড়া তিনি ‘হাজারো খোয়াইশেন অ্যায়সি’, ‘ওয়েল ডান আব্বা’, ‘ক্যালকাটা মেইল’ এবং শাহরুখ খানের ডনের মতো সিনেমারও অংশ ছিলেন। টেলিভিশনে তিনি ‘দো দিল বন্ধে এক ডোরি সে’, ‘উত্তরণ’, ‘পরদেস মে মিলা কোই আপনা’ এবং ‘শ্রীমান-শ্রীমতি’র মতো শো-এর অংশ ছিলেন।
২০০৯ সালের ৩ ফেব্রুয়ারি জার্মান অভিনেত্রী সুজান বার্নাটকে বিয়ে করেন অখিল মিশ্র। সুজানকে শেষ দেখা গিয়েছে ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ সিনেমায়। এ ছাড়া ‘কসৌটি জিন্দেগি কি’, ‘সাবধান ইন্ডিয়া’, ‘এক হাজারো ম্যায় মেরি বেহনা হ্যায়’, ‘ইয়ে রিস্তা কেয়া কহেলতা হ্যায়’-এর মতো প্রোজেক্টেও দেখা গিয়েছে সুজানকে।
‘থ্রি ইডিয়টস’-খ্যাত ভারতীয় অভিনেতা অখিল মিশ্র গত মঙ্গলবার একটি দুর্ঘটনায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল রক্তচাপ সংক্রান্ত সমস্যায় বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। রান্নাঘরে একটি টুলের ওপর উঠে তিনি কিছু করার চেষ্টার সময় ওপর থেকে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। সঙ্গে-সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পর সেখানেই মারা যান অখিল।
অভিনেতার স্ত্রী সুজান বার্নার্ট সেই সময় বাড়িতে ছিলেন না, একটি প্রকল্পের শুটিংয়ের জন্য তিনি গিয়েছিলেন হায়দরাবাদ। তিনি দ্রুত ফিরে আসেন। ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েছেন প্রয়াত অভিনেতার স্ত্রী।
অখিল মিশ্র-কে ‘৩ ইডিয়টস’ সিনেমায় গ্রন্থাগারিক দুবে-এর চরিত্রে দেখা গিয়েছিল। এ ছাড়া তিনি ‘হাজারো খোয়াইশেন অ্যায়সি’, ‘ওয়েল ডান আব্বা’, ‘ক্যালকাটা মেইল’ এবং শাহরুখ খানের ডনের মতো সিনেমারও অংশ ছিলেন। টেলিভিশনে তিনি ‘দো দিল বন্ধে এক ডোরি সে’, ‘উত্তরণ’, ‘পরদেস মে মিলা কোই আপনা’ এবং ‘শ্রীমান-শ্রীমতি’র মতো শো-এর অংশ ছিলেন।
২০০৯ সালের ৩ ফেব্রুয়ারি জার্মান অভিনেত্রী সুজান বার্নাটকে বিয়ে করেন অখিল মিশ্র। সুজানকে শেষ দেখা গিয়েছে ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ সিনেমায়। এ ছাড়া ‘কসৌটি জিন্দেগি কি’, ‘সাবধান ইন্ডিয়া’, ‘এক হাজারো ম্যায় মেরি বেহনা হ্যায়’, ‘ইয়ে রিস্তা কেয়া কহেলতা হ্যায়’-এর মতো প্রোজেক্টেও দেখা গিয়েছে সুজানকে।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আজ বাংলাদেশ টেলিভিশনে থাকছে নাটক, আলেখ্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, কবিতা পাঠের অনুষ্ঠানসহ নানা আয়োজন। বেলা ১টা ১০ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের অনুষ্ঠান। বিকেল ৪টা ৩০ মিনিটে রয়েছে নৃত্যানুষ্ঠান ‘নূপুরের ঝংকার’।
২ ঘণ্টা আগেবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে রবীন্দ্রসংগীত গাইলেন সুরকার, গীতিকার ও সংগীতশিল্পী শফিক তুহিন। তাঁর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী বন্নি হাসান। কবির ‘তুমি রবে নীরবে’ গানটি গেয়েছেন তাঁরা দুজন। সংগীত আয়োজন করেছেন সালমান জেইম। এরই মধ্যে গানটির মিউজিক
২ ঘণ্টা আগেআজ বিশ্ব হিরোশিমা দিবস। ‘আর নয় হিরোশিমা, আর নয় নাগাসাকি, আর নয় যুদ্ধ’ স্লোগান নিয়ে নাট্যসংগঠন স্বপ্নদল পালন করছে হিরোশিমা দিবস ২০২৫। এ উপলক্ষে আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে বিশেষ আয়োজন সাজিয়েছে দলটি। হিরোশিমা-নাগাসাকির বিষাদময় ঘটনার ৮০ বছর পূর্তি উপলক্ষে বিকেল ৫টা থেকে থাকছে
২ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীর সবচেয়ে বড় গুণ কী? অনেকে হয়তো বলবেন, ভালো অভিনয় করা, চরিত্রকে দ্রুত আয়ত্তে আনা কিংবা দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করতে পারা। তবে লিয়াম নিসনের কাছে এসবের চেয়েও গুরুত্বপূর্ণ হলো শুটিং সেটে সময়মতো উপস্থিত হওয়া। এটা যেকোনো অভিনেতার সবচেয়ে বড় দায়িত্ব বলেও মনে করেন তিনি।
৩ ঘণ্টা আগে