‘থ্রি ইডিয়টস’-খ্যাত ভারতীয় অভিনেতা অখিল মিশ্র গত মঙ্গলবার একটি দুর্ঘটনায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল রক্তচাপ সংক্রান্ত সমস্যায় বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। রান্নাঘরে একটি টুলের ওপর উঠে তিনি কিছু করার চেষ্টার সময় ওপর থেকে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। সঙ্গে-সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পর সেখানেই মারা যান অখিল।
অভিনেতার স্ত্রী সুজান বার্নার্ট সেই সময় বাড়িতে ছিলেন না, একটি প্রকল্পের শুটিংয়ের জন্য তিনি গিয়েছিলেন হায়দরাবাদ। তিনি দ্রুত ফিরে আসেন। ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েছেন প্রয়াত অভিনেতার স্ত্রী।
অখিল মিশ্র-কে ‘৩ ইডিয়টস’ সিনেমায় গ্রন্থাগারিক দুবে-এর চরিত্রে দেখা গিয়েছিল। এ ছাড়া তিনি ‘হাজারো খোয়াইশেন অ্যায়সি’, ‘ওয়েল ডান আব্বা’, ‘ক্যালকাটা মেইল’ এবং শাহরুখ খানের ডনের মতো সিনেমারও অংশ ছিলেন। টেলিভিশনে তিনি ‘দো দিল বন্ধে এক ডোরি সে’, ‘উত্তরণ’, ‘পরদেস মে মিলা কোই আপনা’ এবং ‘শ্রীমান-শ্রীমতি’র মতো শো-এর অংশ ছিলেন।
২০০৯ সালের ৩ ফেব্রুয়ারি জার্মান অভিনেত্রী সুজান বার্নাটকে বিয়ে করেন অখিল মিশ্র। সুজানকে শেষ দেখা গিয়েছে ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ সিনেমায়। এ ছাড়া ‘কসৌটি জিন্দেগি কি’, ‘সাবধান ইন্ডিয়া’, ‘এক হাজারো ম্যায় মেরি বেহনা হ্যায়’, ‘ইয়ে রিস্তা কেয়া কহেলতা হ্যায়’-এর মতো প্রোজেক্টেও দেখা গিয়েছে সুজানকে।
‘থ্রি ইডিয়টস’-খ্যাত ভারতীয় অভিনেতা অখিল মিশ্র গত মঙ্গলবার একটি দুর্ঘটনায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল রক্তচাপ সংক্রান্ত সমস্যায় বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। রান্নাঘরে একটি টুলের ওপর উঠে তিনি কিছু করার চেষ্টার সময় ওপর থেকে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। সঙ্গে-সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পর সেখানেই মারা যান অখিল।
অভিনেতার স্ত্রী সুজান বার্নার্ট সেই সময় বাড়িতে ছিলেন না, একটি প্রকল্পের শুটিংয়ের জন্য তিনি গিয়েছিলেন হায়দরাবাদ। তিনি দ্রুত ফিরে আসেন। ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েছেন প্রয়াত অভিনেতার স্ত্রী।
অখিল মিশ্র-কে ‘৩ ইডিয়টস’ সিনেমায় গ্রন্থাগারিক দুবে-এর চরিত্রে দেখা গিয়েছিল। এ ছাড়া তিনি ‘হাজারো খোয়াইশেন অ্যায়সি’, ‘ওয়েল ডান আব্বা’, ‘ক্যালকাটা মেইল’ এবং শাহরুখ খানের ডনের মতো সিনেমারও অংশ ছিলেন। টেলিভিশনে তিনি ‘দো দিল বন্ধে এক ডোরি সে’, ‘উত্তরণ’, ‘পরদেস মে মিলা কোই আপনা’ এবং ‘শ্রীমান-শ্রীমতি’র মতো শো-এর অংশ ছিলেন।
২০০৯ সালের ৩ ফেব্রুয়ারি জার্মান অভিনেত্রী সুজান বার্নাটকে বিয়ে করেন অখিল মিশ্র। সুজানকে শেষ দেখা গিয়েছে ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ সিনেমায়। এ ছাড়া ‘কসৌটি জিন্দেগি কি’, ‘সাবধান ইন্ডিয়া’, ‘এক হাজারো ম্যায় মেরি বেহনা হ্যায়’, ‘ইয়ে রিস্তা কেয়া কহেলতা হ্যায়’-এর মতো প্রোজেক্টেও দেখা গিয়েছে সুজানকে।
খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
৪ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
৪ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায়
৪ ঘণ্টা আগেবছরের শুরুতে গত ৭ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছিল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের নাটক ‘ক্রীতদাস কথা’। প্রথম প্রদর্শনীতে সুধীজনের নজর কেড়েছিল নাটকটি। এবার একই মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। আজ সন্ধ্যা ৭টায়
৪ ঘণ্টা আগে