বলিউডে তৈরি হচ্ছে কপিল শর্মার বায়োপিক। পরিচালনায় মৃগদীপ সিং লাম্বা। ‘ফুকরে’ ছবির পরিচালক মৃগদীপ। ভারতের জনপ্রিয় ‘কমেডি কিং’-এর বায়োপিক তৈরির কথা ঘোষণা করলেন ফিল্ম সমালোচক তরণ আদর্শ। ছবির নাম হবে ‘ফানকার’।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তরণ জানান, ‘ফুকরে’ পরিচালক তৈরি করবেন কপিল শর্মার বায়োপিক। নাম ‘ফানকার’, যার অর্থ শিল্পী। প্রযোজনায় লাইকা প্রোডাকশন। ছবিতে কপিল শর্মার চরিত্রে কে অভিনয় করবেন, তা অবশ্য জানানো হয়নি।
কপিল শর্মার বায়োপিক হবে জানতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কমেডিয়ানের ভক্তরা। ছবিতে নিজের নাম চরিত্রে কপিলই অভিনয় করবেন, নাকি অন্য কেউ, তা নিয়ে জল্পনা রয়েই গেছে। কমেডিয়ান কপিল শর্মার জীবনীর ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই বায়োপিক।
পরিচালক লাম্বা জানান, ‘ভারতের সব থেকে জনপ্রিয় শিল্পী কপিল শর্মার জীবনকাহিনি দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।’ তবে কপিলের শৈশবের কথাও তুলে ধরা হবে কি না, তা অবশ্য জানানো হয়নি নির্মাতাদের পক্ষ থেকে। অন্যদিকে প্রযোজক জৈন বলছেন, ‘লক্ষ লক্ষ লোক প্রতিদিন হাসির ডোজ পান কপিলের জন্য। আমাদের প্রত্যেকের জীবনেই ভালোবাসা, হাস্যরসের প্রয়োজন হয়। কপিলের গল্প বড় পর্দায় আনার সুযোগ পেয়ে আমরা সত্যিই গর্বিত।’
‘ফুকরে ৩’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত পরিচালক মৃগদীপ সিং লাম্বা। ‘দ্য কপিল শর্মা শো’ বর্তমানে খুবই জনপ্রিয়। এই শোয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করে আসছেন কপিল।
বলিউডে তৈরি হচ্ছে কপিল শর্মার বায়োপিক। পরিচালনায় মৃগদীপ সিং লাম্বা। ‘ফুকরে’ ছবির পরিচালক মৃগদীপ। ভারতের জনপ্রিয় ‘কমেডি কিং’-এর বায়োপিক তৈরির কথা ঘোষণা করলেন ফিল্ম সমালোচক তরণ আদর্শ। ছবির নাম হবে ‘ফানকার’।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তরণ জানান, ‘ফুকরে’ পরিচালক তৈরি করবেন কপিল শর্মার বায়োপিক। নাম ‘ফানকার’, যার অর্থ শিল্পী। প্রযোজনায় লাইকা প্রোডাকশন। ছবিতে কপিল শর্মার চরিত্রে কে অভিনয় করবেন, তা অবশ্য জানানো হয়নি।
কপিল শর্মার বায়োপিক হবে জানতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কমেডিয়ানের ভক্তরা। ছবিতে নিজের নাম চরিত্রে কপিলই অভিনয় করবেন, নাকি অন্য কেউ, তা নিয়ে জল্পনা রয়েই গেছে। কমেডিয়ান কপিল শর্মার জীবনীর ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই বায়োপিক।
পরিচালক লাম্বা জানান, ‘ভারতের সব থেকে জনপ্রিয় শিল্পী কপিল শর্মার জীবনকাহিনি দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।’ তবে কপিলের শৈশবের কথাও তুলে ধরা হবে কি না, তা অবশ্য জানানো হয়নি নির্মাতাদের পক্ষ থেকে। অন্যদিকে প্রযোজক জৈন বলছেন, ‘লক্ষ লক্ষ লোক প্রতিদিন হাসির ডোজ পান কপিলের জন্য। আমাদের প্রত্যেকের জীবনেই ভালোবাসা, হাস্যরসের প্রয়োজন হয়। কপিলের গল্প বড় পর্দায় আনার সুযোগ পেয়ে আমরা সত্যিই গর্বিত।’
‘ফুকরে ৩’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত পরিচালক মৃগদীপ সিং লাম্বা। ‘দ্য কপিল শর্মা শো’ বর্তমানে খুবই জনপ্রিয়। এই শোয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করে আসছেন কপিল।
ক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
১ ঘণ্টা আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
২ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১৩ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
১৩ ঘণ্টা আগে