Ajker Patrika

এই শর্ত বাতিল চান আরিয়ান

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ২০: ৩৫
এই শর্ত বাতিল চান আরিয়ান

মাদক মামলায় বেশ কয়েক দিন জেলে কাটিয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। গত ২৮ অক্টোবর জেল থেকে জামিন পেয়েছিলেন তিনি। বেশ কয়েকটি শর্তে জামিন পেয়েছিলেন আরিয়ান। এবার ফের বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি।

প্রতি শুক্রবার এনসিবির অফিসে হাজিরা দিতে হয় আরিয়ানকে। জেল থেকে জামিন পাওয়ার অন্যতম শর্ত ছিল এটি। সেইমতো টানা দেড় মাস এনসিবির অফিসে হাজিরাও দিচ্ছেন, কিন্তু এবার এই শর্ত থেকে মুক্তি চান আরিয়ান। দেশাই করিমজি অ্যান্ড মোল্লা ল ফার্ম থেকে আরিয়ানের হয়ে এই আবেদন করা হয় বম্বে হাইকোর্টে। সেখানে আরিয়ানের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, প্রতি শুক্রবার হাজিরা দেওয়ার এই শর্ত যেন সরিয়ে নেওয়া হয়।

কেন এনসিবির অফিসে হাজিরা দিতে চান না আরিয়ান, সেই কারণও উল্লেখ রয়েছে আবেদনপত্রে। প্রতিবারই যখন এনসিবির অফিসে আরিয়ান হাজির হন, সেখানে প্রচুর মিডিয়া এসে হাজির হয় এবং পুলিশের সাহায্য ছাড়া আরিয়ানের সেখানে যাওয়া বা সেখান থেকে বেরোনো সম্ভব হয় না। জামিন পাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন আরিয়ান। সে সময় তদন্তে জিজ্ঞসাবাদের জন্য তাঁকে ডাকা হলেও তিনি উপস্থিত হতে পারেননি। তখন তাঁর উদ্দেশে সমন পাঠিয়েছিল এনসিবি। এরপর প্রতি শুক্রবারই এনসিবির অফিসে হাজিরা দেন আরিয়ান খান। আপাতত জমা দেওয়া হয়েছে আবেদনপত্র। খুব শিগগির বম্বে হাইকোর্টে তাঁর আবেদনের শুনানি হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত