Ajker Patrika

এভাবেও পাশে থাকা যায়

বিনোদন ডেস্ক
Thumbnail image

বিচ্ছেদের ঘোষণা হওয়ার পরেও আমির খান ও কিরণ রাওকে একসঙ্গে দেখা গিয়েছে একাধিকবার। সেসব ছবি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিচ্ছেদ যে তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কের উপর মাটি ফেলতে পারেনি তা স্পষ্ট। এবার সেই বন্ধুত্বের উপর ভরসা রেখেই একসঙ্গে কাজ করছেন সাবেকে এই জুটি। তাঁদের দাম্পত্যের ভাঙ্গন যে পেশাদার সম্পর্কের দেওয়ালে ফাটল ধরাতে একেবারেই পারেনি, এই ঘটনা থেকেই তা স্পষ্ট।

এক দশক পর নতুন ছবি পরিচালনার কাজে হাত দিয়েছেন কিরণ রাও। এবং সেই ছবি প্রযোজনার দায়িত্ব নিয়েছেন আমির। ইতিমধ্যেই সেই ছবির কাজও নাকি শুরু হয়ে গিয়েছে। গত সপ্তাহে পুণেতে শুটিং শুরু করেছেন কিরণ। নাম প্রকাশে অনিচ্ছুক এক আমির-ঘনিষ্ঠ ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে আমির-কিরণের মধ্যে বন্ধুত্ব এখনও অটুট। তাই তো কিরণের নতুন প্রজেক্ট শুনে এতটাই ভালো লাগে আমিরের যে সেই ছবি প্রযোজনার দায়িত্ব স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি।

এর আগেও একসঙ্গে কাজ করেছেন আমির-কিরণ। সাবেক স্ত্রীয়ের পরিচালনায় ‘ধোবি ঘাট’ ছবিতে অভিনয় করেছিলেন ‘মি. পারফেকশনিস্ট’।

আমির খান ও কিরণ রাওগত বছরেই ১৫ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন আমির খান ও কিরণ রাও। আমির-কিরণ আলাদা হয়ে যাচ্ছেন একথা মেনে নিতে পারেননি অনেকেই। যদিও সে সময় তাঁরা যৌথ বিবৃতিতে জানিয়েছিলেন, ব্যক্তিগত জীবনে আলাদা হলেও কাজের জায়গায় তাঁরা একসঙ্গে এখনও থাকবেন। ছেলের সমস্ত দায়িত্বও একসাথেই পালন করবেন। তবে, তাতে সমালোচনার হাত থেকে বাঁচেননি কেউই।

বিচ্ছেদের ঘোষণা করায় তাঁদের এই ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে আমির ও কিরণ হাত ধরে বসেছিলেন। আমিরকে বলতে শোনা গিয়েছিল, ‘আপনারা নিশ্চয়ই দুঃখ বোধ করেছেন, পছন্দ করছেন না এই খবর বা হতবাক হয়েছিলেন। আমরা শুধু বলতে চাই যে আমরা দুজনেই খুব খুশি এবং আমরা এখনও একটি পরিবার।’

এমনকী ‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিংয়ের ফাঁকে লাদাখে একসঙ্গে নাচতেও দেখা গিয়েছে তাঁদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত