Ajker Patrika

বাংলাদেশে কি আগামীকাল মুক্তি পাচ্ছে শাহরুখের ‘ডানকি’

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১৪: ২৫
বাংলাদেশে কি আগামীকাল মুক্তি পাচ্ছে শাহরুখের ‘ডানকি’

সাফটা চুক্তির আওতায় আগামীকাল একই দিনে বাংলাদেশে মুক্তি পেতে পারে শাহরুখের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘ডানকি’। আমদানিকারক প্রতিষ্ঠান ‘কিবরিয়া ফিল্মস’ জানিয়েছে, সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেলে আগামীকাল একই দিনে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে পারে।

আজকের পত্রিকাকে জানিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের কর্ণধার কামাল কিবরিয়া লিপু বলেন, ‘আগামীকাল সেনসর ছাড়পত্র পেলে সন্ধ্যা থেকেই দেশের সিনেপ্লেক্সে বিশেষ প্রদর্শনীসহ একাধিক শো হতে পারে। তবে শুক্রবার থেকে দেশব্যাপী প্রেক্ষাগৃহে ‘‘ডানকি’’ চালানোর পরিকল্পনা রয়েছে।’

সম্প্রতি সিনেমাটির প্রচারের জন্য দুবাই গিয়েছিলেন বলিউড বাদশাহ। ভক্তদের সঙ্গে আড্ডা দিয়েছেন। সিনেমাটির বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছেন। সেখানেই ‘ডানকি’কে নিজের ক্যারিয়ারের সেরা সিনেমা বলে অভিহিত করেছেন শাহরুখ। একই সঙ্গে এটাও জানিয়েছেন, ‘পাঠান’ ও ‘জওয়ান’ তিনি তৈরি করেছেন দর্শকদের মনোরঞ্জনের জন্য। আর ‘ডানকি’ তৈরি করেছেন সম্পূর্ণ নিজের ভালো লাগার জন্য।

‘ডানকি’ সিনেমার দৃশ্যে শাহরুখ। ছবি: সংগৃহীতশাহরুখ খান বলেন, ‘“জওয়ান” বানানোর সময় ভেবেছিলাম, নতুন প্রজন্মের ছেলেমেয়েদের জন্য কিছু করা দরকার। কিন্তু আমি নিজের জন্য এখনো কিছু বানাইনি। এরপর আমি “ডানকি” প্রযোজনা করি। এটা সম্পূর্ণ আমার সিনেমা, যেটা আমার হৃদয়ের খুব কাছের।’

উল্লেখ্য, রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ সিনেমায় শাহরুখ অভিনয় করেছেন হার্ডি চরিত্রে। হার্ডি ও তার চার বন্ধুর গল্পে এগিয়েছে ‘ডানকির’র গল্প। স্বপ্নপূরণের জন্য যারা যেকোনো মূল্যে যেতে চায় লন্ডনে। এই সিনেমায় শাহরুখের সহশিল্পী হিসেবে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত