২৮ দিন পর কারাগার থেকে বাড়ি ফিরেছেন আরিয়ান খান। ছেলে বাড়ি ফেরায় স্বস্তির হাসি শাহরুখ-গৌরীর ঠোঁটে। ভক্তরাও মেতেছেন আনন্দ-উল্লাসে।
বাড়ি ফেরা সহজ নয়
অনুরাগীরা তাঁদের রাজপুত্রকে স্বাগত জানাতে ভিড় করেন শাহরুখের বাড়ি মান্নতের সামনে। সোশ্যাল মিডিয়ায়ও শোরগোল। শনিবার সকালে আর্থার রোডের জেল থেকে আরিয়ানের মান্নত-যাত্রা খুব সহজ ছিল না। গাড়ির চাকা যেন গড়াতেই চায় না। রাস্তাজুড়ে প্ল্যাকার্ড হাতে অনুরাগীদের ভিড়। ব্যানারে শাহরুখের ছবি। উচ্চ স্বরে ‘সিম্বা’ আরিয়ানের জয়ধ্বনি। দুপুর ১২টার একটু আগে মান্নতে ফিরেছেন আরিয়ান।
মান্নতের সামনে ভিড়
শাহরুখ খানের বাড়ি মান্নতের সামনে এমনিতেই ভক্তদের ভিড়। আরিয়ানের বাড়ি ফেরার খবরে সেই ভিড় যেন বেড়ে গেল বহুগুণ! ঢাকঢোল পিটিয়ে শাহরুখপুত্রকে স্বাগত জানিয়েছেন অনেকেই। কেউ কেউ ব্যানার নিয়ে দাঁড়িয়ে ছিলেন গেটের বাইরে। এর মাঝেই গেরুয়া বসন পরনে এক সাধু হনুমান চালিসা পড়েছেন আর কোনো বিপদ যেন ছুঁতে না পারে শাহরুখপুত্রকে। সব মিলে মান্নতের বাইরে যেন উৎসবের ঢেউ আছড়ে পড়ছিল ক্ষণে ক্ষণে!
যেভাবে কাটবে দিন
আগামী কদিন নাকি মান্নতের বাইরেই পা রাখবেন না আরিয়ান। জামিন পেলেও নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর কড়া নজর থাকবে শাহরুখপুত্রের ওপর। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ছেলের জন্য মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ খান। সিদ্ধান্ত নিয়েছেন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার। ছেলে কখন কী খাবে সেই ডায়েটের তালিকাও তৈরি করেছেন গৌরী। ছেলের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ-গৌরী।
ঘটা করে উৎসব নয়
সামনের সপ্তাহেই দীপাবলি। আর ২ নভেম্বর শাহরুখের জন্মদিন। এবার জন্মদিন আর দীপাবলি দুটোই ছোট করে উদ্যাপন করবেন কিং খান। এ বছরও বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে দেখা করবেন শাহরুখ। কঠিন সময়ে পাশে থাকার জন্য তাঁদের ধন্যবাদ জানাবেন। ১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিনও পালিত হবে ঘরোয়া আয়োজনেই।
শাহরুখ ফিরবেন শুটিংয়ে
শাহরুখ সিদ্ধান্ত নিয়েছিলেন, ছেলে বাড়ি না ফেরা পর্যন্ত শুটিং করবেন না। আরিয়ান ফিরে আসায় উচ্ছ্বাস চলছে বলিউডেও। সহকর্মীরা শুভেচ্ছা জানাচ্ছেন শাহরুখকে। শুটিংয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ। আরিয়ানের জন্মদিনের পরেই শুটিংয়ে ফিরবেন তিনি। রায় শোনার পরেই ‘পাঠান’ ও ‘লায়ন’ ছবির শুটিংয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রযোজকেরা। ‘লায়ন’র শুটিং শেষ করে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামের সঙ্গে ‘পাঠান’-এর জন্য স্পেন ও রাশিয়া যাবেন শাহরুখ।
শাহরুখের প্রতিক্রিয়া
আরিয়ান খানের আইনজীবী জানিয়েছেন, গত তিন-চার দিন প্রচণ্ড চিন্তিত ছিলেন শাহরুখ। খাবার মুখে তুলেছেন কি না তাতেও সন্দেহ। শুধু কফির পর কফি খেয়েছেন। এমনকি শাহরুখ নিজ হাতে সমস্ত নোট লিখছিলেন লিগ্যাল টিমকে সাহায্য করার জন্য। আর আরিয়ানের জামিনের খবর নিয়ে ওর কাছে যেতেই চোখে মুখে স্বস্তির ছাপ লক্ষ করলাম। বাবা শাহরুখ আর খুশি ধরে রাখতে পারলেন না। চোখের কোণে চিকচিক করে উঠল আনন্দাশ্রু। উত্তেজনায় কফির কাপে চুমুকের পর চুমুক দিয়ে যাচ্ছেন।
২৮ দিন পর কারাগার থেকে বাড়ি ফিরেছেন আরিয়ান খান। ছেলে বাড়ি ফেরায় স্বস্তির হাসি শাহরুখ-গৌরীর ঠোঁটে। ভক্তরাও মেতেছেন আনন্দ-উল্লাসে।
বাড়ি ফেরা সহজ নয়
অনুরাগীরা তাঁদের রাজপুত্রকে স্বাগত জানাতে ভিড় করেন শাহরুখের বাড়ি মান্নতের সামনে। সোশ্যাল মিডিয়ায়ও শোরগোল। শনিবার সকালে আর্থার রোডের জেল থেকে আরিয়ানের মান্নত-যাত্রা খুব সহজ ছিল না। গাড়ির চাকা যেন গড়াতেই চায় না। রাস্তাজুড়ে প্ল্যাকার্ড হাতে অনুরাগীদের ভিড়। ব্যানারে শাহরুখের ছবি। উচ্চ স্বরে ‘সিম্বা’ আরিয়ানের জয়ধ্বনি। দুপুর ১২টার একটু আগে মান্নতে ফিরেছেন আরিয়ান।
মান্নতের সামনে ভিড়
শাহরুখ খানের বাড়ি মান্নতের সামনে এমনিতেই ভক্তদের ভিড়। আরিয়ানের বাড়ি ফেরার খবরে সেই ভিড় যেন বেড়ে গেল বহুগুণ! ঢাকঢোল পিটিয়ে শাহরুখপুত্রকে স্বাগত জানিয়েছেন অনেকেই। কেউ কেউ ব্যানার নিয়ে দাঁড়িয়ে ছিলেন গেটের বাইরে। এর মাঝেই গেরুয়া বসন পরনে এক সাধু হনুমান চালিসা পড়েছেন আর কোনো বিপদ যেন ছুঁতে না পারে শাহরুখপুত্রকে। সব মিলে মান্নতের বাইরে যেন উৎসবের ঢেউ আছড়ে পড়ছিল ক্ষণে ক্ষণে!
যেভাবে কাটবে দিন
আগামী কদিন নাকি মান্নতের বাইরেই পা রাখবেন না আরিয়ান। জামিন পেলেও নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর কড়া নজর থাকবে শাহরুখপুত্রের ওপর। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ছেলের জন্য মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ খান। সিদ্ধান্ত নিয়েছেন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার। ছেলে কখন কী খাবে সেই ডায়েটের তালিকাও তৈরি করেছেন গৌরী। ছেলের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ-গৌরী।
ঘটা করে উৎসব নয়
সামনের সপ্তাহেই দীপাবলি। আর ২ নভেম্বর শাহরুখের জন্মদিন। এবার জন্মদিন আর দীপাবলি দুটোই ছোট করে উদ্যাপন করবেন কিং খান। এ বছরও বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে দেখা করবেন শাহরুখ। কঠিন সময়ে পাশে থাকার জন্য তাঁদের ধন্যবাদ জানাবেন। ১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিনও পালিত হবে ঘরোয়া আয়োজনেই।
শাহরুখ ফিরবেন শুটিংয়ে
শাহরুখ সিদ্ধান্ত নিয়েছিলেন, ছেলে বাড়ি না ফেরা পর্যন্ত শুটিং করবেন না। আরিয়ান ফিরে আসায় উচ্ছ্বাস চলছে বলিউডেও। সহকর্মীরা শুভেচ্ছা জানাচ্ছেন শাহরুখকে। শুটিংয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ। আরিয়ানের জন্মদিনের পরেই শুটিংয়ে ফিরবেন তিনি। রায় শোনার পরেই ‘পাঠান’ ও ‘লায়ন’ ছবির শুটিংয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রযোজকেরা। ‘লায়ন’র শুটিং শেষ করে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামের সঙ্গে ‘পাঠান’-এর জন্য স্পেন ও রাশিয়া যাবেন শাহরুখ।
শাহরুখের প্রতিক্রিয়া
আরিয়ান খানের আইনজীবী জানিয়েছেন, গত তিন-চার দিন প্রচণ্ড চিন্তিত ছিলেন শাহরুখ। খাবার মুখে তুলেছেন কি না তাতেও সন্দেহ। শুধু কফির পর কফি খেয়েছেন। এমনকি শাহরুখ নিজ হাতে সমস্ত নোট লিখছিলেন লিগ্যাল টিমকে সাহায্য করার জন্য। আর আরিয়ানের জামিনের খবর নিয়ে ওর কাছে যেতেই চোখে মুখে স্বস্তির ছাপ লক্ষ করলাম। বাবা শাহরুখ আর খুশি ধরে রাখতে পারলেন না। চোখের কোণে চিকচিক করে উঠল আনন্দাশ্রু। উত্তেজনায় কফির কাপে চুমুকের পর চুমুক দিয়ে যাচ্ছেন।
ওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
২৬ মিনিট আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১০ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১০ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১১ ঘণ্টা আগে