Ajker Patrika

‘ডানকি’ সিনেমার প্রথম গানে শাহরুখ-তাপসীর রসায়নে মুগ্ধ ভক্তরা

বিনোদন ডেস্ক
Thumbnail image

প্রকাশ পেয়েছে বলিউড অভিনেতা শাহরুখ খান অভিনীত ‘ডানকি’ সিনেমার প্রথম গান ‘লুট পুট গ্যায়া’। প্রীতমের সুরে গানটি গেয়েছেন অরিজিৎ সিং। ‘ডানকি’ মুক্তির এক মাস আগে গানটি উত্তেজনা বাড়িয়ে দিয়েছে বহুগুণে।

সিনেমাটিতে হার্ডির চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। আর তাপসী মানুর ভূমিকায়। মানুর প্রতি হার্ডির দুর্বলতা প্রকাশ পেয়েছে গানটিতে। রোম্যান্টিক গানটিতে ম্যাজিকের মতো কাজ করেছে অরিজিৎ সিংয়ের কণ্ঠ। প্রীতমের সুরে গানটি গেয়েছেন অরিজিৎ। গানের কথা লিখেছেন স্বানন্দ কিরকিরে ও আইপি সিং। গণেশ আচার্যের কোরিওগ্রাফিতে শাহরুখ-তাপসীর রসায়নে মুগ্ধ ভক্তরা।

‘ডানকি’ সিনেমার প্রথম গান ‘লুট পুট গ্যায়া’র দৃশ্যে শাহরুখ খান ও তাপসী পান্নু। ছবি: ভিডিও থেকেইউটিউবে এক ভক্ত লিখেছেন, ‘এ যেন ৯০ দশকের জুটি, শাহরুখ-তাপসীর রসায়নে মুগ্ধ।’ আরেকজন লিখেছেন, ‘তাপসীকে শাহরুখের সঙ্গে বেশ মানিয়েছে।’ 

এই প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড বাদশা। ‘ডানকি’ ছবির প্রথম ঝলক ‘ডানকি ড্রপ ওয়ান’ মুক্তি পেয়েছিল শাহরুখের জন্মদিনে। আর আজ বুধবার প্রকাশ্যে এল ‘ডানকি ড্রপ টু’ ‘লুট পুট গ্যায়া’ গানটি।

‘ডানকি’ সিনেমার প্রথম গান ‘লুট পুট গ্যায়া’র দৃশ্যে শাহরুখ খান। ছবি: ভিডিও থেকেশাহরুখ-তাপসী ছাড়াও এ ছবির অন্যতম আকর্ষণ ভিকি কৌশল। অভিনয় করেছেন সুখির চরিত্রে। এর পাশাপাশি বুগ্গু আর বল্লির চরিত্রে অভিনয় করেছেন বিক্রম কোচর ও অনিল গ্রোভার। এই চারজনকে কেন্দ্র করেই এগোবে গল্প। এ ছাড়া আরও অভিনয় করেছেন–বোমন ইরানি, ধর্মেন্দ্র, সতীশ শাহ, জ্যোতি সুভাষের মতো অভিনেতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

নির্বাচিত সরকারের আশায় বিশ্ববিদ্যালয়ের দাবি থেকে পিছু হটলেন তিতুমীর শিক্ষার্থীরা

ফরিদপুরে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত