প্রকাশ পেয়েছে বলিউড অভিনেতা শাহরুখ খান অভিনীত ‘ডানকি’ সিনেমার প্রথম গান ‘লুট পুট গ্যায়া’। প্রীতমের সুরে গানটি গেয়েছেন অরিজিৎ সিং। ‘ডানকি’ মুক্তির এক মাস আগে গানটি উত্তেজনা বাড়িয়ে দিয়েছে বহুগুণে।
সিনেমাটিতে হার্ডির চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। আর তাপসী মানুর ভূমিকায়। মানুর প্রতি হার্ডির দুর্বলতা প্রকাশ পেয়েছে গানটিতে। রোম্যান্টিক গানটিতে ম্যাজিকের মতো কাজ করেছে অরিজিৎ সিংয়ের কণ্ঠ। প্রীতমের সুরে গানটি গেয়েছেন অরিজিৎ। গানের কথা লিখেছেন স্বানন্দ কিরকিরে ও আইপি সিং। গণেশ আচার্যের কোরিওগ্রাফিতে শাহরুখ-তাপসীর রসায়নে মুগ্ধ ভক্তরা।
ইউটিউবে এক ভক্ত লিখেছেন, ‘এ যেন ৯০ দশকের জুটি, শাহরুখ-তাপসীর রসায়নে মুগ্ধ।’ আরেকজন লিখেছেন, ‘তাপসীকে শাহরুখের সঙ্গে বেশ মানিয়েছে।’
এই প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড বাদশা। ‘ডানকি’ ছবির প্রথম ঝলক ‘ডানকি ড্রপ ওয়ান’ মুক্তি পেয়েছিল শাহরুখের জন্মদিনে। আর আজ বুধবার প্রকাশ্যে এল ‘ডানকি ড্রপ টু’ ‘লুট পুট গ্যায়া’ গানটি।
শাহরুখ-তাপসী ছাড়াও এ ছবির অন্যতম আকর্ষণ ভিকি কৌশল। অভিনয় করেছেন সুখির চরিত্রে। এর পাশাপাশি বুগ্গু আর বল্লির চরিত্রে অভিনয় করেছেন বিক্রম কোচর ও অনিল গ্রোভার। এই চারজনকে কেন্দ্র করেই এগোবে গল্প। এ ছাড়া আরও অভিনয় করেছেন–বোমন ইরানি, ধর্মেন্দ্র, সতীশ শাহ, জ্যোতি সুভাষের মতো অভিনেতা।
প্রকাশ পেয়েছে বলিউড অভিনেতা শাহরুখ খান অভিনীত ‘ডানকি’ সিনেমার প্রথম গান ‘লুট পুট গ্যায়া’। প্রীতমের সুরে গানটি গেয়েছেন অরিজিৎ সিং। ‘ডানকি’ মুক্তির এক মাস আগে গানটি উত্তেজনা বাড়িয়ে দিয়েছে বহুগুণে।
সিনেমাটিতে হার্ডির চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। আর তাপসী মানুর ভূমিকায়। মানুর প্রতি হার্ডির দুর্বলতা প্রকাশ পেয়েছে গানটিতে। রোম্যান্টিক গানটিতে ম্যাজিকের মতো কাজ করেছে অরিজিৎ সিংয়ের কণ্ঠ। প্রীতমের সুরে গানটি গেয়েছেন অরিজিৎ। গানের কথা লিখেছেন স্বানন্দ কিরকিরে ও আইপি সিং। গণেশ আচার্যের কোরিওগ্রাফিতে শাহরুখ-তাপসীর রসায়নে মুগ্ধ ভক্তরা।
ইউটিউবে এক ভক্ত লিখেছেন, ‘এ যেন ৯০ দশকের জুটি, শাহরুখ-তাপসীর রসায়নে মুগ্ধ।’ আরেকজন লিখেছেন, ‘তাপসীকে শাহরুখের সঙ্গে বেশ মানিয়েছে।’
এই প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড বাদশা। ‘ডানকি’ ছবির প্রথম ঝলক ‘ডানকি ড্রপ ওয়ান’ মুক্তি পেয়েছিল শাহরুখের জন্মদিনে। আর আজ বুধবার প্রকাশ্যে এল ‘ডানকি ড্রপ টু’ ‘লুট পুট গ্যায়া’ গানটি।
শাহরুখ-তাপসী ছাড়াও এ ছবির অন্যতম আকর্ষণ ভিকি কৌশল। অভিনয় করেছেন সুখির চরিত্রে। এর পাশাপাশি বুগ্গু আর বল্লির চরিত্রে অভিনয় করেছেন বিক্রম কোচর ও অনিল গ্রোভার। এই চারজনকে কেন্দ্র করেই এগোবে গল্প। এ ছাড়া আরও অভিনয় করেছেন–বোমন ইরানি, ধর্মেন্দ্র, সতীশ শাহ, জ্যোতি সুভাষের মতো অভিনেতা।
চোখের নিমেষে যেন কেটে গেল একটি বছর। মনে হচ্ছে, এই তো সেদিন আমরা দুই ভাই হাসতে হাসতে কী দারুণ আড্ডা দিলাম। হ্যাঁ, জুয়েল ভাই তো আমার নিজেরই ভাই। তাঁর সঙ্গে আমার প্রথম দেখা ১৯৯২ সালে, শাহবাগের আজিজ সুপার মার্কেটে। তাঁর অফিস ছিল সেখানে। ওখানেই তাঁর সঙ্গে আমার প্রথম আলাপ, পরিচয় ও সখ্য। একটা সময় নিয়মিত য
৩৬ মিনিট আগেঈদের তিন আলোচিত সিনেমার ওটিটিতে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ৩১ জুলাই বিঞ্জে আসবে ‘এশা মার্ডার: কর্মফল’। আগামী ৭ আগস্ট মুক্তি পাবে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’।
১১ ঘণ্টা আগে২৫০ পর্বের মাইলফলক স্পর্শ করছে বৈশাখী টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’। আগামীকাল বুধবার (৩০ জুলাই) রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিকটির ২৫০তম পর্ব।
১১ ঘণ্টা আগেএ পর্যন্ত সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে ২৬৫ দশমিক ৭১ কোটি রুপি। এরইমধ্যে শেষ হয়েছে সিতারে জমিন পারের প্রেক্ষাগৃহ পর্ব। এবার সিনেমাটি ইউটিউবে প্রকাশের দিনক্ষণ জানালেন আমির খান। আগামী ১ আগস্ট থেকে ইউটিউবে দেখা যাবে সিতারে জমিন পার। তবে বিনামূল্যে নয়।
১৩ ঘণ্টা আগে