Ajker Patrika

কতটা জয়ললিতা হতে পারলেন কঙ্গনা

কতটা জয়ললিতা হতে পারলেন কঙ্গনা

মুখ ফসকে বেরিয়ে যাওয়া বেফাঁস কথায় বিভিন্ন সময়ে বিতর্কে জড়িয়েছেন কঙ্গনা রানাওয়াত। কিন্তু অভিনয়টা করেন মন দিয়ে। চরিত্র তৈরিতে নিষ্ঠা দেখা যায় এই অভিনেত্রীর। প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী ও তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রামের বায়োপিকে অভিনয় করেছেন তিনি। ‘থালাইভি’ নামে এ ছবিতে জয়ললিতার চরিত্রে দেখা যাবে তাঁকে। ১০ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।

জানা গেছে, দুটি ভাষায় ছবিটি নির্মিত হয়েছে। তামিল ভাষায় বায়োপিকের নাম হবে ‘থালাইভি’। অন্যদিকে হিন্দি ভাষায় ‘জয়া’। ছবিটি পরিচালনা করেছেন এএল বিজয়। চিত্রনাট্য লিখেছেন ‘বাহুবলি’, ‘বজরাঙ্গি ভাইজান’ ও ‘মণিকর্ণিকা: কুইন অব ঝাঁসি’খ্যাত কেভি বিজয়েন্দ্র প্রসাদ। প্রযোজনা করছেন বিষ্ণু বর্ধন এবং শৈলেশ আর সিং।

কঙ্গনা রানাওয়াতজয়ললিতা জয়রাম ১৯৪৮ সালে কর্ণাটকের ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮২ সালে ‘এআইএডিএমকে’ রাজনৈতিক দলে যোগদান করেন।

রাজনীতিতে প্রবেশের আগে চলচ্চিত্র জগৎ কাঁপিয়েছেন জয়ললিতা। ১২০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তামিল, তেলুগু, হিন্দি, কন্নড় এমনকি ইংরেজি ছবিতেও অভিনয় করেছেন জয়ললিতা। তাঁর সময়ে অন্যতম প্রতিষ্ঠিত অভিনেত্রী ছিলেন তিনি। ২০১৬ সালে ৬৮ বছর বয়সে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

কঙ্গনা রানাওয়াতচরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে কোনো রকম কমতি রাখেননি কঙ্গনা। নিজের ২০ কেজি ওজন বাড়ানো থেকে শুরু করে ভরতনাট্যম শেখা, সব মিলিয়ে বেশ পরিশ্রম করেছেন। কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে ‘চালি চালি’ শিরোনামের একটি গান। গানটির ভিডিওতে কঙ্গনাকে ভিজতে দেখা যায়। এই গানের শুটিংয়ে ১৬ ঘণ্টা পানিতে ভিজেছেন কঙ্গনা।

ছবির জন্য হলিউড থেকে মেকআপ বিশেষজ্ঞ এনেছেন প্রযোজক বিষ্ণু বর্ধন ইন্দুরি। হলিউড মেকআপ বিশেষজ্ঞ জ্যাসন কলিন্স কঙ্গনার চেহারাকে জয়ললিতায় রূপান্তরিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত