সম্প্রতি ভারতীয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে কটাক্ষ করেন আরেক অভিনেতা পঙ্কজ ঝা। ক্যারিয়ারের সংগ্রামকে গ্ল্যামারাইজ করার জন্য ত্রিপাঠীর সমালোচনা করেন ঝা। আর এবার সেই সমালোচনার কড়া জবাব দিলেন ত্রিপাঠী।
অভিনেতা হওয়ার নেপথ্যের লড়াই, পরিশ্রমের কথা বিভিন্ন সাক্ষাৎকারে বারবার সামনে এনেছেন পঙ্কজ ত্রিপাঠী। তবে তা দিয়ে কখনো কারও সহানুভূতি চাননি বলে জানিয়েছেন অভিনেতা। তাই পঙ্কজ ঝার এমন মন্তব্যে বেজায় চটেছেন অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে কটাক্ষের বিরুদ্ধে মুখ খুললেন তিনি।
পঙ্কজ ত্রিপাঠী শুরুতেই জানান, এ ধরনের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া জানাতে চান না তিনি। তার পরে অভিনেতা বলেন, ‘আমি কখনো আমার সফর বা লড়াইকে বড় করে দেখাইনি। হ্যাঁ, আমি উল্লেখ করেছি, আমার অভিনেতা হওয়ার সংগ্রামের সময় আমার স্ত্রী রোজগার করতেন। আর আমি কখনোই বলিনি যে আমাকে কোমরে গামছা বেঁধে আন্ধেরি স্টেশনের বাইরে ঘুমোতে হয়েছে। আমার সংগ্রামের গল্প দিয়ে আমি কখনো কারও থেকে সহানুভূতি পাওয়ার চেষ্টা করিনি।’
বলিউড অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের লড়াইয়ের কাহিনি শুনিয়ে বাহবা পেতে চান—এমনটাই মনে করেন পঙ্কজ ঝা। সাক্ষাৎকারে তিনি জানান, পঙ্কজ ত্রিপাঠীও এর ব্যতিক্রম নন। তাঁর মতে, কেউ আলু বিক্রি করতেন, কেউ ছোট ঘরে থাকতেন—এই ধরনের কথা বলে থাকেন। জীবনের প্রতিটি অধ্যায় থেকে শিক্ষা নেওয়া যায়। জীবনে নানা অভিজ্ঞতা থাকাই স্বাভাবিক বলে মনে করেন তিনি।
এ মন্তব্যের উত্তরে ত্রিপাঠী বলেন, ‘আমি মনে করি, সবাই নিজের লড়াই লড়ছেন নিজের মতো করে এবং বিষয়টা খুব ব্যক্তিগত। আসলে অনেক সময় একজন মানুষের লড়াই অন্যদের অনুপ্রাণিত করে।’
পঙ্কজ ত্রিপাঠী আরও বলেন, ‘প্রত্যেকের জীবনে উত্থানপতন আছে। সেই জীবনকাহিনি শুনে অনেকে অনুপ্রাণিত হন। আর যদি কেউ অনুপ্রাণিত না হন, তাতেও কোনো সমস্যা নেই। প্রত্যেকে নিজেদের মতো করে জীবন যাপন করবেন।’
সম্প্রতি ভারতীয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে কটাক্ষ করেন আরেক অভিনেতা পঙ্কজ ঝা। ক্যারিয়ারের সংগ্রামকে গ্ল্যামারাইজ করার জন্য ত্রিপাঠীর সমালোচনা করেন ঝা। আর এবার সেই সমালোচনার কড়া জবাব দিলেন ত্রিপাঠী।
অভিনেতা হওয়ার নেপথ্যের লড়াই, পরিশ্রমের কথা বিভিন্ন সাক্ষাৎকারে বারবার সামনে এনেছেন পঙ্কজ ত্রিপাঠী। তবে তা দিয়ে কখনো কারও সহানুভূতি চাননি বলে জানিয়েছেন অভিনেতা। তাই পঙ্কজ ঝার এমন মন্তব্যে বেজায় চটেছেন অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে কটাক্ষের বিরুদ্ধে মুখ খুললেন তিনি।
পঙ্কজ ত্রিপাঠী শুরুতেই জানান, এ ধরনের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া জানাতে চান না তিনি। তার পরে অভিনেতা বলেন, ‘আমি কখনো আমার সফর বা লড়াইকে বড় করে দেখাইনি। হ্যাঁ, আমি উল্লেখ করেছি, আমার অভিনেতা হওয়ার সংগ্রামের সময় আমার স্ত্রী রোজগার করতেন। আর আমি কখনোই বলিনি যে আমাকে কোমরে গামছা বেঁধে আন্ধেরি স্টেশনের বাইরে ঘুমোতে হয়েছে। আমার সংগ্রামের গল্প দিয়ে আমি কখনো কারও থেকে সহানুভূতি পাওয়ার চেষ্টা করিনি।’
বলিউড অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের লড়াইয়ের কাহিনি শুনিয়ে বাহবা পেতে চান—এমনটাই মনে করেন পঙ্কজ ঝা। সাক্ষাৎকারে তিনি জানান, পঙ্কজ ত্রিপাঠীও এর ব্যতিক্রম নন। তাঁর মতে, কেউ আলু বিক্রি করতেন, কেউ ছোট ঘরে থাকতেন—এই ধরনের কথা বলে থাকেন। জীবনের প্রতিটি অধ্যায় থেকে শিক্ষা নেওয়া যায়। জীবনে নানা অভিজ্ঞতা থাকাই স্বাভাবিক বলে মনে করেন তিনি।
এ মন্তব্যের উত্তরে ত্রিপাঠী বলেন, ‘আমি মনে করি, সবাই নিজের লড়াই লড়ছেন নিজের মতো করে এবং বিষয়টা খুব ব্যক্তিগত। আসলে অনেক সময় একজন মানুষের লড়াই অন্যদের অনুপ্রাণিত করে।’
পঙ্কজ ত্রিপাঠী আরও বলেন, ‘প্রত্যেকের জীবনে উত্থানপতন আছে। সেই জীবনকাহিনি শুনে অনেকে অনুপ্রাণিত হন। আর যদি কেউ অনুপ্রাণিত না হন, তাতেও কোনো সমস্যা নেই। প্রত্যেকে নিজেদের মতো করে জীবন যাপন করবেন।’
সাধারণত ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’—এ ধরনের তকমা পছন্দ নয় দেবের। রঘু ডাকাত সিনেমায়ও তাঁর নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি।
৭ ঘণ্টা আগেনায়ক জসীমের ছেলে ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে রাতুল মারা গেছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীনসহ একাধিকজন।
৮ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কাপুর গত ১২ জুন মারা গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুর এক মাস পর, তাঁর পরিবারের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে।
৯ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও খবরের শিরোনামে এসেছেন। তবে এবার কোনো সিনেমা নয়, শ্রাবণ মাসে পাঁঠার মাংস খাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী তাঁর উপবাস ও খাদ্য গ্রহণ নিয়ে ব্যক্তিগত ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
৯ ঘণ্টা আগে