ইরফানপুত্র পরিচয়ে নয়, অভিনয় দিয়ে মাত্র কয়েক বছরেই অসংখ্য ভক্তের মনে জায়গা করে নিয়েছেন বাবিল খান। তাঁর ভাবনা, কথায় বারবার মুগ্ধ হয়েছেন সবাই। আগামীকাল ইরফান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী, এর আগে বাবাকে নিয়ে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট দিয়েছেন বাবিল। পোস্টে লিখলেন, কখনো তিনি হার মানবেন না। পরিবারের জন্য লড়াই করে যাবেন।
কয়েক দিন আগে বাবিলের রহস্যজনক পোস্ট ভক্তদের মনে চিন্তার মেঘ ঘনিয়েছিল। পোস্টে তিনি লিখেছিলেন ‘হার মানছি। বাবার কাছে চলে যাব।’ যদিও পরে তিনি সেই পোস্ট ডিলিট করে ফেলেন। এবার আবার তিনি একটি নতুন পোস্টে লিখলেন যে তিনি কখনো হার মানবেন না। পরিবারের জন্য লড়াই করবেন।
এদিন বাবিল খান ইরফান খানের একাধিক ছবি পোস্ট করে লিখেছেন, ‘তুমি আমাকে একজন যোদ্ধা হতে শিখিয়েছিলে, একই সঙ্গে ভালোবাসা আর নরম মনের মানুষ হতে শিখিয়েছিলে। তুমি আমাকে আশাবাদী হতে শিখিয়েছ, লড়াই করতে শিখিয়েছ মানুষের জন্য।’
বাবার স্বপ্ন পূরণে পরিবারের জন্য লড়াই করে যাবেন বাবিল। বাবিল লিখেছেন, ‘হয়তো তোমার ভক্ত নেই, কিন্তু তোমার পরিবার আছে। আমি তোমায় কথা দিচ্ছি বাবা, আমি তোমার লোকেদের জন্য লড়াই করব। আমার পরিবারের জন্য লড়াই করব। তুমি বিশ্বাস করো, আমি হার মানব না। আমি তোমায় খুব ভালোবাসি।’
প্রসঙ্গত, চার বছর পার হয়ে গেল বলিউড অভিনেতা ইরফান খান নেই। ২০২০ সালের ২৯ এপ্রিল মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন তিনি। তাঁর অকালমৃত্যুতে শুধু তাঁর পরিবার নয়, সমগ্র চলচ্চিত্র বিশ্ব ডুবে গিয়েছিল এক গভীর শোকে। অসংখ্য অনুরাগীর কাছে তিনি এখনো জীবন্ত তাঁর কাজের মধ্য দিয়ে।
‘দ্য লাঞ্চবক্স’, ‘দ্য নেমসেক’, ‘পিকু’, ‘মকবুল’, ‘আংরেজি মিডিয়াম’-এর মতো চলচ্চিত্রে ইরফানের অভিনয় কালজয়ী হয়ে রয়ে যাবে।
ইরফানপুত্র পরিচয়ে নয়, অভিনয় দিয়ে মাত্র কয়েক বছরেই অসংখ্য ভক্তের মনে জায়গা করে নিয়েছেন বাবিল খান। তাঁর ভাবনা, কথায় বারবার মুগ্ধ হয়েছেন সবাই। আগামীকাল ইরফান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী, এর আগে বাবাকে নিয়ে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট দিয়েছেন বাবিল। পোস্টে লিখলেন, কখনো তিনি হার মানবেন না। পরিবারের জন্য লড়াই করে যাবেন।
কয়েক দিন আগে বাবিলের রহস্যজনক পোস্ট ভক্তদের মনে চিন্তার মেঘ ঘনিয়েছিল। পোস্টে তিনি লিখেছিলেন ‘হার মানছি। বাবার কাছে চলে যাব।’ যদিও পরে তিনি সেই পোস্ট ডিলিট করে ফেলেন। এবার আবার তিনি একটি নতুন পোস্টে লিখলেন যে তিনি কখনো হার মানবেন না। পরিবারের জন্য লড়াই করবেন।
এদিন বাবিল খান ইরফান খানের একাধিক ছবি পোস্ট করে লিখেছেন, ‘তুমি আমাকে একজন যোদ্ধা হতে শিখিয়েছিলে, একই সঙ্গে ভালোবাসা আর নরম মনের মানুষ হতে শিখিয়েছিলে। তুমি আমাকে আশাবাদী হতে শিখিয়েছ, লড়াই করতে শিখিয়েছ মানুষের জন্য।’
বাবার স্বপ্ন পূরণে পরিবারের জন্য লড়াই করে যাবেন বাবিল। বাবিল লিখেছেন, ‘হয়তো তোমার ভক্ত নেই, কিন্তু তোমার পরিবার আছে। আমি তোমায় কথা দিচ্ছি বাবা, আমি তোমার লোকেদের জন্য লড়াই করব। আমার পরিবারের জন্য লড়াই করব। তুমি বিশ্বাস করো, আমি হার মানব না। আমি তোমায় খুব ভালোবাসি।’
প্রসঙ্গত, চার বছর পার হয়ে গেল বলিউড অভিনেতা ইরফান খান নেই। ২০২০ সালের ২৯ এপ্রিল মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন তিনি। তাঁর অকালমৃত্যুতে শুধু তাঁর পরিবার নয়, সমগ্র চলচ্চিত্র বিশ্ব ডুবে গিয়েছিল এক গভীর শোকে। অসংখ্য অনুরাগীর কাছে তিনি এখনো জীবন্ত তাঁর কাজের মধ্য দিয়ে।
‘দ্য লাঞ্চবক্স’, ‘দ্য নেমসেক’, ‘পিকু’, ‘মকবুল’, ‘আংরেজি মিডিয়াম’-এর মতো চলচ্চিত্রে ইরফানের অভিনয় কালজয়ী হয়ে রয়ে যাবে।
ঈদের তিন আলোচিত সিনেমার ওটিটিতে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ৩১ জুলাই বিঞ্জে আসবে ‘এশা মার্ডার: কর্মফল’। আগামী ৭ আগস্ট মুক্তি পাবে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’।
২ ঘণ্টা আগে২৫০ পর্বের মাইলফলক স্পর্শ করছে বৈশাখী টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’। আগামীকাল বুধবার (৩০ জুলাই) রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিকটির ২৫০তম পর্ব।
২ ঘণ্টা আগেএ পর্যন্ত সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে ২৬৫ দশমিক ৭১ কোটি রুপি। এরইমধ্যে শেষ হয়েছে সিতারে জমিন পারের প্রেক্ষাগৃহ পর্ব। এবার সিনেমাটি ইউটিউবে প্রকাশের দিনক্ষণ জানালেন আমির খান। আগামী ১ আগস্ট থেকে ইউটিউবে দেখা যাবে সিতারে জমিন পার। তবে বিনামূল্যে নয়।
৩ ঘণ্টা আগেঅ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশে নতুন অনেক কিছু যুক্ত করেছেন পরিচালক জেমস ক্যামেরন। গল্পের প্লটে বদল এসেছে। প্যান্ডোরার অধিবাসী না’ভি জাতির সংকট বদলেছে। মানুষ ছাড়াও আরেক ভয়ানক জাতির বিরুদ্ধে লড়তে হচ্ছে তাদের।
৭ ঘণ্টা আগে