একের পর এক বিগ বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে, কত নতুন সিনেমা-সিরিজের ঘোষণা আসছে পর পর; কিন্তু সব ছাপিয়ে বলিউডে এই মুহূর্তে প্রধান চর্চার বিষয়- ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ‘বিয়ে’। বিয়ে শব্দটায় কোটেশন মার্ক বসাতে হলো কারণ, যাদেরকে নিয়ে খবরটা ছড়াচ্ছে, সেই পাত্র-পাত্রীর কোনো পক্ষ বিষয়টি নিশ্চিত করেনি এখনো।
তবে যেখানে ওয়েডিং ডেস্টিনেশন, সেই রাজস্থানের সাওয়াই মাধোপুর প্রশাসন এরইমধ্যে নড়েচড়ে বসেছে। ভিকি ও ক্যাটরিনার বিয়ে নিয়ে সংশ্লিষ্ট জেলার আধিকারিকরা গত শুক্রবার প্রশাসনিক মিটিংয়ে বসেছেন। আইন-শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠভাবে কীভাবে এই বিয়ের অনুষ্ঠান সারা যায়, জমায়েত কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, সেই সব পরিকল্পনা করা হয়েছে ওই মিটিংয়ে; এমনটা জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
জানা গেছে, ওইদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কালেক্টর রাজেন্দ্র কিষাণ, এসপি রাজেশ সিং, এডিএম সুরজ সিং নেগি ও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিনিধিরা।
ভিকি-ক্যাটের বিয়ের গুঞ্জনে সিলমোহর দেওয়ার মতো আরো একটি খবর দিয়েছে বেশকিছু ভারতীয় সংবাদমাধ্যম।
এই বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করেই অভিযোগ দায়ের করা হয়েছে ভিকি-ক্যাটের নামে!
মামলা দায়ের করেছেন নেত্রবিন্দু সিং যাদয়া নামের এক রাজস্থাননিবাসী উকিল। তিনি অভিযোগ করেছেন, বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে নির্দিষ্ট একটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ওই রাস্তাটি চলে গেছে চৌথ কা বারওয়াড়া নামের এক মন্দিরের দিকে। রাস্তা বন্ধ থাকার ফলে সেখানে আসা ভক্ত ও দর্শনার্থীদের অসুবিধে হচ্ছে।
এই কারণে শুধু ভিকি-ক্যাট নন, সিক্স সেন্সেস রিসোর্টের ম্যানেজার ও সাওয়াই মাধোপুর জেলা কালেক্টরের নামেও অভিযোগ দিয়েছেন নেত্রবিন্দু সিং যাদয়া।
অভিযোগ তিনি বলেছেন, বিয়ের অনুষ্ঠান নিয়ে তাঁর বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু অনুষ্ঠানের কারণে রাস্তাটি বন্ধ করে দেওয়ার ফলে প্রচুর মানুষের অসুবিধে হচ্ছে সেই মন্দিরে পৌঁছতে, যা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আগামী ৬ দিন এই রাস্তা বন্ধ থাকবে। তাতে সাধারণ মানুষের পক্ষে ওই মন্দিরে যাওয়া আরও কঠিন হয়ে পড়বে। তাই তাঁর দাবি, ভক্তদের জন্য মন্দিরে যাওয়ার রাস্তাটি যেন খুলে দেওয়া হয়।
একের পর এক বিগ বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে, কত নতুন সিনেমা-সিরিজের ঘোষণা আসছে পর পর; কিন্তু সব ছাপিয়ে বলিউডে এই মুহূর্তে প্রধান চর্চার বিষয়- ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ‘বিয়ে’। বিয়ে শব্দটায় কোটেশন মার্ক বসাতে হলো কারণ, যাদেরকে নিয়ে খবরটা ছড়াচ্ছে, সেই পাত্র-পাত্রীর কোনো পক্ষ বিষয়টি নিশ্চিত করেনি এখনো।
তবে যেখানে ওয়েডিং ডেস্টিনেশন, সেই রাজস্থানের সাওয়াই মাধোপুর প্রশাসন এরইমধ্যে নড়েচড়ে বসেছে। ভিকি ও ক্যাটরিনার বিয়ে নিয়ে সংশ্লিষ্ট জেলার আধিকারিকরা গত শুক্রবার প্রশাসনিক মিটিংয়ে বসেছেন। আইন-শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠভাবে কীভাবে এই বিয়ের অনুষ্ঠান সারা যায়, জমায়েত কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, সেই সব পরিকল্পনা করা হয়েছে ওই মিটিংয়ে; এমনটা জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
জানা গেছে, ওইদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কালেক্টর রাজেন্দ্র কিষাণ, এসপি রাজেশ সিং, এডিএম সুরজ সিং নেগি ও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিনিধিরা।
ভিকি-ক্যাটের বিয়ের গুঞ্জনে সিলমোহর দেওয়ার মতো আরো একটি খবর দিয়েছে বেশকিছু ভারতীয় সংবাদমাধ্যম।
এই বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করেই অভিযোগ দায়ের করা হয়েছে ভিকি-ক্যাটের নামে!
মামলা দায়ের করেছেন নেত্রবিন্দু সিং যাদয়া নামের এক রাজস্থাননিবাসী উকিল। তিনি অভিযোগ করেছেন, বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে নির্দিষ্ট একটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ওই রাস্তাটি চলে গেছে চৌথ কা বারওয়াড়া নামের এক মন্দিরের দিকে। রাস্তা বন্ধ থাকার ফলে সেখানে আসা ভক্ত ও দর্শনার্থীদের অসুবিধে হচ্ছে।
এই কারণে শুধু ভিকি-ক্যাট নন, সিক্স সেন্সেস রিসোর্টের ম্যানেজার ও সাওয়াই মাধোপুর জেলা কালেক্টরের নামেও অভিযোগ দিয়েছেন নেত্রবিন্দু সিং যাদয়া।
অভিযোগ তিনি বলেছেন, বিয়ের অনুষ্ঠান নিয়ে তাঁর বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু অনুষ্ঠানের কারণে রাস্তাটি বন্ধ করে দেওয়ার ফলে প্রচুর মানুষের অসুবিধে হচ্ছে সেই মন্দিরে পৌঁছতে, যা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আগামী ৬ দিন এই রাস্তা বন্ধ থাকবে। তাতে সাধারণ মানুষের পক্ষে ওই মন্দিরে যাওয়া আরও কঠিন হয়ে পড়বে। তাই তাঁর দাবি, ভক্তদের জন্য মন্দিরে যাওয়ার রাস্তাটি যেন খুলে দেওয়া হয়।
গত শনিবার হয়ে গেল অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। ২০২৫-২৮ মেয়াদের সভাপতি হয়েছেন আজাদ আবুল কালাম। গত কমিটির কিছু কার্যক্রম পড়েছিল প্রশ্নের মুখে। তাই নতুন কমিটির চ্যালেঞ্জটা এবার একটু বেশি। অভিনয়শিল্পী সংঘ নিয়ে নতুন সভাপতি আজাদ আবুল...
৮ ঘণ্টা আগেকবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম অবলম্বনে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল থিয়েটার ফ্যাক্টরি। ‘কমলা রঙের বোধ’ নামের নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন অলোক বসু। রাজধানীর মহিলা সমিতির মঞ্চে আগামী ৯ মে উদ্বোধনী প্রদর্শনী হবে নাটকটির। একই স্থানে ১০ ও ১১ মে কমলা রঙের বোধ নাটকের আরও চারটি প্রদর্শনী করার...
৮ ঘণ্টা আগেঅদ্ভুত দাবি ঊর্বশী রাওতেলার। ভারতের উত্তরাখন্ডে নাকি তাঁর নামে রয়েছে মন্দির! সেখানে ভক্তরা পূজা দিতে আসে, প্রদীপ জ্বালায়, নিজেদের ইচ্ছার কথা প্রকাশ করে। তাঁর ছবির নিচে মাথা ঠেকিয়ে করে প্রণাম। ঊর্বশীর এই বিস্ময়কর দাবিতে উঠেছে সমালোচনার ঝড়। ক্ষোভে ফুঁসছেন উত্তর ভারতের পুরোহিত সম্প্রদায়।
৮ ঘণ্টা আগেসৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১ দিন আগে