সময়টা যেন দক্ষিণী সিনেমার। বলিউড এত দিন তা স্বীকার না করলেও, বর্তমানে প্যান ইন্ডিয়া সিনেমার বাজারেও দক্ষিণের এই নিয়ন্ত্রণ বলিউডকে দিনে দিনে ঠিকই দক্ষিণমুখী করে তুলছে। ব্যবসা থেকে শুরু করে সর্বশেষ ‘আরআরআর’-এর অস্কার, আন্তর্জাতিক স্বীকৃতিতেও এখন বলিউডকে ছাড়িয়ে যাচ্ছে দক্ষিণ। দক্ষিণী তারকারা বলিউডের লোভনীয় প্রস্তাব ফেরালেও পক্ষান্তরে বলিউড নিজে থেকেই দ্বারস্থ হচ্ছে দক্ষিণের কাছে। এর সর্বশেষ উদাহরণ আসন্ন সিনেমায় দক্ষিণী মেজাজে সালমান খানের হাজির হওয়া।
কয়েক দিন আগেই ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার গান ‘বাথুকাম্মায়’ দক্ষিণী স্টাইলে লুঙ্গি, শার্ট পরে রীতিমতো নজর কেড়েছিলেন সালমান খান। সেখানে আবার তেলেগু তারকা ভেঙ্কটেশকে দেখা গিয়েছিল। এবার গতকাল মুক্তি পাওয়া নতুন গান ‘ইয়েনতাম্মা’য় লুঙ্গি পরেই বিন্দাস নেচেছেন তিনি। তাও আবার ভেঙ্কটেশ ও রামচরণের সঙ্গে। হলুদ শার্টের সঙ্গে সাদা লুঙ্গি পরে দক্ষিণী মেজাজে নেচেছেন সালমান। নায়িকা পূজা হেগড়েও যোগ দেন তাঁদের দলে। নতুন এই গানটি গেয়েছেন বিশাল দদলানি ও পায়েল দেব। মুক্তির ২২ ঘণ্টায় গানটি দেখা হয়েছে ১ কোটি ৩০ লাখ বার।
দক্ষিণী ব্যবসাসফল তামিল সিনেমা ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি। সালমানের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। আগামী ঈদে মুক্তি পাবে ‘কিসি কা ভাই কিসি কি জান’। সিনেমাটি দিয়েই চার বছর পর ঈদের সপ্তাহান্তে বড় পর্দায় ফিরছেন সালমান খান। ঈদে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘ভারত’।
‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে ও শেহনাজ গিল।
সময়টা যেন দক্ষিণী সিনেমার। বলিউড এত দিন তা স্বীকার না করলেও, বর্তমানে প্যান ইন্ডিয়া সিনেমার বাজারেও দক্ষিণের এই নিয়ন্ত্রণ বলিউডকে দিনে দিনে ঠিকই দক্ষিণমুখী করে তুলছে। ব্যবসা থেকে শুরু করে সর্বশেষ ‘আরআরআর’-এর অস্কার, আন্তর্জাতিক স্বীকৃতিতেও এখন বলিউডকে ছাড়িয়ে যাচ্ছে দক্ষিণ। দক্ষিণী তারকারা বলিউডের লোভনীয় প্রস্তাব ফেরালেও পক্ষান্তরে বলিউড নিজে থেকেই দ্বারস্থ হচ্ছে দক্ষিণের কাছে। এর সর্বশেষ উদাহরণ আসন্ন সিনেমায় দক্ষিণী মেজাজে সালমান খানের হাজির হওয়া।
কয়েক দিন আগেই ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার গান ‘বাথুকাম্মায়’ দক্ষিণী স্টাইলে লুঙ্গি, শার্ট পরে রীতিমতো নজর কেড়েছিলেন সালমান খান। সেখানে আবার তেলেগু তারকা ভেঙ্কটেশকে দেখা গিয়েছিল। এবার গতকাল মুক্তি পাওয়া নতুন গান ‘ইয়েনতাম্মা’য় লুঙ্গি পরেই বিন্দাস নেচেছেন তিনি। তাও আবার ভেঙ্কটেশ ও রামচরণের সঙ্গে। হলুদ শার্টের সঙ্গে সাদা লুঙ্গি পরে দক্ষিণী মেজাজে নেচেছেন সালমান। নায়িকা পূজা হেগড়েও যোগ দেন তাঁদের দলে। নতুন এই গানটি গেয়েছেন বিশাল দদলানি ও পায়েল দেব। মুক্তির ২২ ঘণ্টায় গানটি দেখা হয়েছে ১ কোটি ৩০ লাখ বার।
দক্ষিণী ব্যবসাসফল তামিল সিনেমা ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি। সালমানের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। আগামী ঈদে মুক্তি পাবে ‘কিসি কা ভাই কিসি কি জান’। সিনেমাটি দিয়েই চার বছর পর ঈদের সপ্তাহান্তে বড় পর্দায় ফিরছেন সালমান খান। ঈদে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘ভারত’।
‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে ও শেহনাজ গিল।
ঈদের তিন আলোচিত সিনেমার ওটিটিতে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ৩১ জুলাই বিঞ্জে আসবে ‘এশা মার্ডার: কর্মফল’। আগামী ৭ আগস্ট মুক্তি পাবে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’।
৯ ঘণ্টা আগে২৫০ পর্বের মাইলফলক স্পর্শ করছে বৈশাখী টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’। আগামীকাল বুধবার (৩০ জুলাই) রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিকটির ২৫০তম পর্ব।
৯ ঘণ্টা আগেএ পর্যন্ত সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে ২৬৫ দশমিক ৭১ কোটি রুপি। এরইমধ্যে শেষ হয়েছে সিতারে জমিন পারের প্রেক্ষাগৃহ পর্ব। এবার সিনেমাটি ইউটিউবে প্রকাশের দিনক্ষণ জানালেন আমির খান। আগামী ১ আগস্ট থেকে ইউটিউবে দেখা যাবে সিতারে জমিন পার। তবে বিনামূল্যে নয়।
১১ ঘণ্টা আগেঅ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশে নতুন অনেক কিছু যুক্ত করেছেন পরিচালক জেমস ক্যামেরন। গল্পের প্লটে বদল এসেছে। প্যান্ডোরার অধিবাসী না’ভি জাতির সংকট বদলেছে। মানুষ ছাড়াও আরেক ভয়ানক জাতির বিরুদ্ধে লড়তে হচ্ছে তাদের।
১৫ ঘণ্টা আগে