বিনোদন ডেস্ক
সময়টা যেন দক্ষিণী সিনেমার। বলিউড এত দিন তা স্বীকার না করলেও, বর্তমানে প্যান ইন্ডিয়া সিনেমার বাজারেও দক্ষিণের এই নিয়ন্ত্রণ বলিউডকে দিনে দিনে ঠিকই দক্ষিণমুখী করে তুলছে। ব্যবসা থেকে শুরু করে সর্বশেষ ‘আরআরআর’-এর অস্কার, আন্তর্জাতিক স্বীকৃতিতেও এখন বলিউডকে ছাড়িয়ে যাচ্ছে দক্ষিণ। দক্ষিণী তারকারা বলিউডের লোভনীয় প্রস্তাব ফেরালেও পক্ষান্তরে বলিউড নিজে থেকেই দ্বারস্থ হচ্ছে দক্ষিণের কাছে। এর সর্বশেষ উদাহরণ আসন্ন সিনেমায় দক্ষিণী মেজাজে সালমান খানের হাজির হওয়া।
কয়েক দিন আগেই ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার গান ‘বাথুকাম্মায়’ দক্ষিণী স্টাইলে লুঙ্গি, শার্ট পরে রীতিমতো নজর কেড়েছিলেন সালমান খান। সেখানে আবার তেলেগু তারকা ভেঙ্কটেশকে দেখা গিয়েছিল। এবার গতকাল মুক্তি পাওয়া নতুন গান ‘ইয়েনতাম্মা’য় লুঙ্গি পরেই বিন্দাস নেচেছেন তিনি। তাও আবার ভেঙ্কটেশ ও রামচরণের সঙ্গে। হলুদ শার্টের সঙ্গে সাদা লুঙ্গি পরে দক্ষিণী মেজাজে নেচেছেন সালমান। নায়িকা পূজা হেগড়েও যোগ দেন তাঁদের দলে। নতুন এই গানটি গেয়েছেন বিশাল দদলানি ও পায়েল দেব। মুক্তির ২২ ঘণ্টায় গানটি দেখা হয়েছে ১ কোটি ৩০ লাখ বার।
দক্ষিণী ব্যবসাসফল তামিল সিনেমা ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি। সালমানের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। আগামী ঈদে মুক্তি পাবে ‘কিসি কা ভাই কিসি কি জান’। সিনেমাটি দিয়েই চার বছর পর ঈদের সপ্তাহান্তে বড় পর্দায় ফিরছেন সালমান খান। ঈদে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘ভারত’।
‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে ও শেহনাজ গিল।
সময়টা যেন দক্ষিণী সিনেমার। বলিউড এত দিন তা স্বীকার না করলেও, বর্তমানে প্যান ইন্ডিয়া সিনেমার বাজারেও দক্ষিণের এই নিয়ন্ত্রণ বলিউডকে দিনে দিনে ঠিকই দক্ষিণমুখী করে তুলছে। ব্যবসা থেকে শুরু করে সর্বশেষ ‘আরআরআর’-এর অস্কার, আন্তর্জাতিক স্বীকৃতিতেও এখন বলিউডকে ছাড়িয়ে যাচ্ছে দক্ষিণ। দক্ষিণী তারকারা বলিউডের লোভনীয় প্রস্তাব ফেরালেও পক্ষান্তরে বলিউড নিজে থেকেই দ্বারস্থ হচ্ছে দক্ষিণের কাছে। এর সর্বশেষ উদাহরণ আসন্ন সিনেমায় দক্ষিণী মেজাজে সালমান খানের হাজির হওয়া।
কয়েক দিন আগেই ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার গান ‘বাথুকাম্মায়’ দক্ষিণী স্টাইলে লুঙ্গি, শার্ট পরে রীতিমতো নজর কেড়েছিলেন সালমান খান। সেখানে আবার তেলেগু তারকা ভেঙ্কটেশকে দেখা গিয়েছিল। এবার গতকাল মুক্তি পাওয়া নতুন গান ‘ইয়েনতাম্মা’য় লুঙ্গি পরেই বিন্দাস নেচেছেন তিনি। তাও আবার ভেঙ্কটেশ ও রামচরণের সঙ্গে। হলুদ শার্টের সঙ্গে সাদা লুঙ্গি পরে দক্ষিণী মেজাজে নেচেছেন সালমান। নায়িকা পূজা হেগড়েও যোগ দেন তাঁদের দলে। নতুন এই গানটি গেয়েছেন বিশাল দদলানি ও পায়েল দেব। মুক্তির ২২ ঘণ্টায় গানটি দেখা হয়েছে ১ কোটি ৩০ লাখ বার।
দক্ষিণী ব্যবসাসফল তামিল সিনেমা ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি। সালমানের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। আগামী ঈদে মুক্তি পাবে ‘কিসি কা ভাই কিসি কি জান’। সিনেমাটি দিয়েই চার বছর পর ঈদের সপ্তাহান্তে বড় পর্দায় ফিরছেন সালমান খান। ঈদে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘ভারত’।
‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে ও শেহনাজ গিল।
গত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
৬ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৯ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
১০ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
১০ ঘণ্টা আগে