Ajker Patrika

অক্ষয়ের জন্য ছোট চরিত্রেও খুশি বাণী

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৩: ০৯
অক্ষয়ের জন্য ছোট চরিত্রেও খুশি বাণী

যশরাজ ফিল্মসের ছবি দিয়ে বাণী কাপুরের বলিউডজীবন শুরু। এই প্রযোজনা প্রতিষ্ঠানের হয়েই একের পর এক ছবিতে কাজ করেছেন তিনি। রণবীর সিং, সুশান্ত সিং রাজপুতের পর হৃতিক রোশন, টাইগার শ্রফের মতো নায়কদের সঙ্গে অভিনয় করেছেন বাণী।

সর্বশেষ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ওয়ার’ ছবিতে দেখা গিয়েছিল বলিউড অভিনেত্রী বাণী কাপুরকে। এতে তাঁর বিপরীতে ছিলেন হৃতিক রোশন। আবারও অ্যাকশন ছবিতে দেখা যাবে বাণীকে। তবে এবার অক্ষয় কুমারের সঙ্গে। ছবির নাম ‘বেল বটম’। ১৯ আগস্ট মুক্তি পাচ্ছে ছবিটি। পরিচালনা করছেন রণজিত তিওয়ারি। ছবিতে কাজ করতে পেরে ‘রোমাঞ্চিত’ বলে জানিয়েছেন বাণী। এতে তাঁর চরিত্রটি সংক্ষিপ্ত হলেও বেশ গুরুত্বপূর্ণ বলে অভিমত অভিনেত্রীর।

বাণী বলছেন, ‘আমি খুবই ভাগ্যবান যে হিন্দি ছবির অন্যতম আইকন অক্ষয় কুমারের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। আমার ওপর ভরসা রাখার জন্য আমি কৃতজ্ঞ। ছবিতে আমি খুবই ছোট চরিত্রে অভিনয় করেছি। ক্যারিয়ারের এই সময়ে কেউ এত ছোট চরিত্র করার মতো রিস্ক নেবে না। কিন্তু আমি নিয়েছি। কারণ অক্ষয় কুমার। তাকে না করতে পারিনি। তবে আমি আশাবাদী, এই ছোট চরিত্রের জন্যও দর্শকের প্রশংসা পাব।’

বাণী কাপুরবাণী কাপুর আরও জানান, তাঁর বাবাও অক্ষয় কুমারের ভক্ত। মেয়ে অক্ষয়ের সঙ্গে কাজ করছেন শুনে তিনিও খুব আনন্দিত। নায়িকার কথায় জানা গেল, যখনই তাঁর বাবা শুনেছেন যে মেয়ের কাছে অক্ষয়ের সঙ্গে অভিনয়ের প্রস্তাব এসেছে, তিনি নাকি শিশুর মতো আনন্দিত হয়ে পড়েন। বাবার এই আনন্দ দেখে আর একমুহূর্ত দেরি না করে ছবিতে কাজ করার সম্মতি জানিয়ে দেন বাণী।

বাণী জানান, শুটিংয়ের সময় তাঁর বাবাও সঙ্গে ছিলেন। অক্ষয়ের সঙ্গে আড্ডার সুযোগ পেয়ে ভীষণ খুশি তিনি। সব মিলিয়ে ‘বেল বটম’ ছবিটা বাণীর জন্য আলাদা অভিজ্ঞতা হয়ে থাকবে। এখন বাণীর অপেক্ষা দর্শকদের প্রতিক্রিয়া জানার।

বেশ কিছু বিজ্ঞাপনের সুবাদে মডেলিংয়ের দুনিয়ায় পরিচিত এক মুখ হয়ে উঠেছেন বাণী। তাঁকে দেখা গিয়েছিল যশরাজ ফিল্মসের মিউজিক ভিডিও ‘ম্যায় ইয়ার মনানা নি’তেও। ‘ম্যাক্সিম’, ‘কসমোপলিটন’, ‘এল’, ‘ভোগ’সহ বিখ্যাত লাইফস্টাইল পত্রিকার প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন তিনি। ব্যক্তিজীবন নিয়েও এই নায়িকা কম আলোচিত নন। প্রথমে ফ্যাশন ডিজাইনার নিখিল থাম্পি এবং পরে পরিচালক আদিত্য চোপড়ার সঙ্গে বাণীর প্রেমের গুঞ্জন শোনা গেছে। তবে দুটি সম্পর্কের কথাই অস্বীকার করেছেন তিনি।

পোশাক নিয়েও বাণীকে চরম বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল একবার। তাঁর নামে দায়ের করা হয়েছিল এফআইআর। ২০১৯ সারের নভেম্বরে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছিলেন বাণী। সেখানে তিনি একটি খোলামেলা টপ পরেছিলেন। কাপড়টিতে ‘রাম’ নাম লেখা ছিল। এরপর বাণীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। বাণীকে ক্ষমা চাইতে হবে এমন দাবি ওঠে। ক্ষমা না চাইলেও শেষ পর্যন্ত তুমুল সমালোচনায় ছবিটি প্রোফাইল থেকে সরিয়ে দেন বাণী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত