বলিউড অভিনেতা ভিকি কৌশলের বাবা ভারতের বিখ্যাত স্টান্ট কো-অর্ডিনেটর ও অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল। ভিকি কৌশল সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বাবার কাছ থেকেই তিনি জীবনের অর্থ শিখেছেন। ভিকি ও তাঁর ছোট ভাই সানি কৌশলকে তাঁদের বাবা সব সময় মানসিকভাবে শক্তিশালী হওয়ার শিক্ষা দিয়েছেন।
ভিকি বলেন, ‘বাবা শৈশব থেকেই আমাদের মানসিকভাবে শক্তিশালী হওয়ার শিক্ষা দিয়েছেন। মন খারাপ হলে বাবা আমাদের সামনেই কাঁদতেন। কিন্তু আমিও আমার ছোট ভাইকে মানসিকভাবে শক্তিশালী হওয়ার শিক্ষা দিতেন।’
শ্যাম কৌশল ‘দঙ্গল’, ‘বাজিরাও মাস্তানি’, ‘ক্রিশ ৩’-র মতো একাধিক বিখ্যাত বলিউড সিনেমায় স্টান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। তবে একসময় শুটিং সেটে অনেক অপমানিত হতে হতো তাঁকে।
এ নিয়ে ভিকি বলেন, ‘বাবা আমাদের খোলাখুলি বলতেন, ‘‘আজ সেটে খুব অপমানিত হয়েছি। তোদের মায়ের সামনে খুব কাঁদলাম।’’
‘মা একবার আমাদের বলেছিলেন, কিছু সিনিয়র বাবাকে পুরো সেটের সামনে বকাঝকা করেছিল। তিনি বাড়ি এসে অনেক কান্না করেন। তবে এসব আমাদের কাছে কখনোই গোপন থাকত না। তিনি আমাদের সামনেই কাঁদতেন।’ যোগ করেন ভিকি।
ভিকি আরও জানান, বাবার কাছ থেকে সব সময় উপদেশ পেয়ে এসেছেন তিনি। তাঁর কথায়, ‘বাবা সব সময় বলতেন সবকিছু আমার পক্ষে কখনো যাবে না। এর নামই জীবন।’
ভিকি কৌশল বর্তমানে তাঁর আসন্ন ফ্যামিলি ড্রামা ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’র প্রচারে ব্যস্ত। এই সিনেমায় তাঁর সঙ্গে দেখা যাবে অভিনেত্রী মানুষি ছিল্লারকেও। বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত সিনেমাটি ২২ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বলিউড অভিনেতা ভিকি কৌশলের বাবা ভারতের বিখ্যাত স্টান্ট কো-অর্ডিনেটর ও অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল। ভিকি কৌশল সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বাবার কাছ থেকেই তিনি জীবনের অর্থ শিখেছেন। ভিকি ও তাঁর ছোট ভাই সানি কৌশলকে তাঁদের বাবা সব সময় মানসিকভাবে শক্তিশালী হওয়ার শিক্ষা দিয়েছেন।
ভিকি বলেন, ‘বাবা শৈশব থেকেই আমাদের মানসিকভাবে শক্তিশালী হওয়ার শিক্ষা দিয়েছেন। মন খারাপ হলে বাবা আমাদের সামনেই কাঁদতেন। কিন্তু আমিও আমার ছোট ভাইকে মানসিকভাবে শক্তিশালী হওয়ার শিক্ষা দিতেন।’
শ্যাম কৌশল ‘দঙ্গল’, ‘বাজিরাও মাস্তানি’, ‘ক্রিশ ৩’-র মতো একাধিক বিখ্যাত বলিউড সিনেমায় স্টান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। তবে একসময় শুটিং সেটে অনেক অপমানিত হতে হতো তাঁকে।
এ নিয়ে ভিকি বলেন, ‘বাবা আমাদের খোলাখুলি বলতেন, ‘‘আজ সেটে খুব অপমানিত হয়েছি। তোদের মায়ের সামনে খুব কাঁদলাম।’’
‘মা একবার আমাদের বলেছিলেন, কিছু সিনিয়র বাবাকে পুরো সেটের সামনে বকাঝকা করেছিল। তিনি বাড়ি এসে অনেক কান্না করেন। তবে এসব আমাদের কাছে কখনোই গোপন থাকত না। তিনি আমাদের সামনেই কাঁদতেন।’ যোগ করেন ভিকি।
ভিকি আরও জানান, বাবার কাছ থেকে সব সময় উপদেশ পেয়ে এসেছেন তিনি। তাঁর কথায়, ‘বাবা সব সময় বলতেন সবকিছু আমার পক্ষে কখনো যাবে না। এর নামই জীবন।’
ভিকি কৌশল বর্তমানে তাঁর আসন্ন ফ্যামিলি ড্রামা ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’র প্রচারে ব্যস্ত। এই সিনেমায় তাঁর সঙ্গে দেখা যাবে অভিনেত্রী মানুষি ছিল্লারকেও। বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত সিনেমাটি ২২ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সঞ্জয় লীলা বনসালীর আগের ছবি ‘হাম দিল দে চুকে সনমের’ শুটিংয়ের সময় সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের মধ্যে শুরু হয় তুমুল প্রেম। বলিউডের সবচেয়ে আলোচিত সেই প্রেমকাহিনিতে ছিল উত্তেজনা, অধিকারবোধ আর দ্বন্দ্বের ছায়া। ‘দেবদাস’-এর শুটিং যখন শুরু হয়, তখন তাদের সম্পর্ক পৌঁছেছে ভাঙনের কিনারায়।
১ ঘণ্টা আগেবলিউডে টক শোর রাজত্ব এত দিন ছিল করণ জোহরের হাতে। এবার সেই মঞ্চ কেঁপে উঠবে দুই সাহসী আর ঠোঁটকাটা অভিনেত্রীর দাপটে। প্রাইম ভিডিও আনছে নতুন টক শো। সেটির উপস্থাপনায় থাকবেন কাজল ও টুইঙ্কেল খান্না।
১ ঘণ্টা আগেইরানের এই সময়ের সবচেয়ে আলোচিত নির্মাতা জাফর পানাহি। শেষ তিন দশকে সিনেমা বানানোর অধিকারের জন্য, শিল্পীর স্বাধীনতার জন্য তিনি অনেক লড়াই করেছেন ইরান সরকারের বিরুদ্ধে। ফলে তিনবার কারাবরণ করতে হয়েছে পানাহিকে। তাঁর সিনেমা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, ছিল সাক্ষাৎকার দেওয়া কিংবা বিদেশে...
২ ঘণ্টা আগেহেভি মেটাল সংগীতের পথিকৃৎ ব্যান্ড ‘ব্ল্যাক সাবাথ-এর কিংবদন্তি প্রধান গায়ক ওজি অসবর্ন মারা গেছেন। গতকাল মঙ্গলবার ৭৬ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর শেষ কনসার্টের মাত্র কয়েক সপ্তাহ পরেই ভক্তদের জন্য এই শোকাবহ সংবাদ এল।
৩ ঘণ্টা আগে