স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে দেখা যাবে বলিউড তারকা সানি লিওনিকে । নিজের অতীত জীবনের কোনো একটি পরিচয়কে কমেডির কনটেন্ট হিসেবে উপস্থাপন করছেন তিনি। ভারতীয় টিভি সিরিজ ‘ওয়ান মাইক স্ট্যান্ড’-এর সেজন-২-এ স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে দেখা যাবে সানি লিওনিকে । অনুষ্ঠানটি প্রিমিয়ার হবে আগামীকাল ২২ অক্টোবর।
বহুল আলোচিত অনুষ্ঠান ওয়ান মাইক স্ট্যান্ড’-এর সেজন-২-এর ট্রেলার গত শুক্রবার মুক্তি পায় । আসন্ন অনুষ্ঠানে তাঁর দর্শকদের জন্য কতখানি হাসির সঞ্চার করবে সেটিই এখন দেখার বিষয়।
ট্রেলারে দেখানো হয়, সানি অতীতে এমন একটি কাজ করেছেন যার জন্য তিনি লজ্জিত। তিনি নিজের পরিচয় দেন, ‘আমি সানি লিওন। আমার অতীতে আমি যা করেছি তার জন্য আপনারা সবাই আমাকে জানেন। যার জন্য আপনারা সবাই আমাকে বিচার করেছেন এবং আমি কিছুটা লজ্জিত হতে পারি। আসলে সেগুলো হলো মাস্তিজাদে।’
সানির এই উপস্থাপনা শুনে ডেনিয়েল হাসিতে ফেটে পড়েন এবং হাত দিয়ে মুখ লুকান। ট্রেলারে তার স্বামী ডেনিয়েল ওয়েবারসহ প্রতিযোগী এবং কিছু অতিথিকে দেখানো হয়েছে, যাঁরা অট্টহাসিতে ফেটে পরছেন।
‘মাস্তিজাদে’ হলো ২০১৬ মিলাপ জাভেরি পরিচালিত প্রাপ্ত বয়স্কদের একটি কমেডি সিনেমা। যেখানে সানি লিওন তুষার কাপুর ও বীর দাসের সঙ্গে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন।
এ নিয়ে সানি লিওন সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, `আমি স্ট্যান্ডআপ কমেডি পছন্দ করি এবং আমি এখানকার কমেডি শোগুলোসহ আন্তর্জাতিক বেশ কয়েকটি শো দেখেছি। একজন কৌতুক অভিনেতাকে মঞ্চে অভিনয় করতে দেখে সহজ এবং স্বাভাবিক মনে হয়। তবে দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করা এবং তাদের রসিকতায় ফাটানো কতটা কঠিন সেই বাস্তবতা আমি এখন খুব কাছ থেকে শিখেছি। একজন শিল্পী হিসেবে আমি সব সময় নতুন কিছু করার চেষ্টা করি এবং দর্শকদের কাছে আমার দক্ষতা বিভিন্নভাবে দেখাতে চাই।
এই সিজনে সানি লিওনির সঙ্গে করণ জোহর, চেতন ভগত, রাফতার, ফায়ে ডিসুজাসহ অন্য তারকা ব্যক্তিত্বেদেরও দেখা মিলবে।
স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে দেখা যাবে বলিউড তারকা সানি লিওনিকে । নিজের অতীত জীবনের কোনো একটি পরিচয়কে কমেডির কনটেন্ট হিসেবে উপস্থাপন করছেন তিনি। ভারতীয় টিভি সিরিজ ‘ওয়ান মাইক স্ট্যান্ড’-এর সেজন-২-এ স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে দেখা যাবে সানি লিওনিকে । অনুষ্ঠানটি প্রিমিয়ার হবে আগামীকাল ২২ অক্টোবর।
বহুল আলোচিত অনুষ্ঠান ওয়ান মাইক স্ট্যান্ড’-এর সেজন-২-এর ট্রেলার গত শুক্রবার মুক্তি পায় । আসন্ন অনুষ্ঠানে তাঁর দর্শকদের জন্য কতখানি হাসির সঞ্চার করবে সেটিই এখন দেখার বিষয়।
ট্রেলারে দেখানো হয়, সানি অতীতে এমন একটি কাজ করেছেন যার জন্য তিনি লজ্জিত। তিনি নিজের পরিচয় দেন, ‘আমি সানি লিওন। আমার অতীতে আমি যা করেছি তার জন্য আপনারা সবাই আমাকে জানেন। যার জন্য আপনারা সবাই আমাকে বিচার করেছেন এবং আমি কিছুটা লজ্জিত হতে পারি। আসলে সেগুলো হলো মাস্তিজাদে।’
সানির এই উপস্থাপনা শুনে ডেনিয়েল হাসিতে ফেটে পড়েন এবং হাত দিয়ে মুখ লুকান। ট্রেলারে তার স্বামী ডেনিয়েল ওয়েবারসহ প্রতিযোগী এবং কিছু অতিথিকে দেখানো হয়েছে, যাঁরা অট্টহাসিতে ফেটে পরছেন।
‘মাস্তিজাদে’ হলো ২০১৬ মিলাপ জাভেরি পরিচালিত প্রাপ্ত বয়স্কদের একটি কমেডি সিনেমা। যেখানে সানি লিওন তুষার কাপুর ও বীর দাসের সঙ্গে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন।
এ নিয়ে সানি লিওন সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, `আমি স্ট্যান্ডআপ কমেডি পছন্দ করি এবং আমি এখানকার কমেডি শোগুলোসহ আন্তর্জাতিক বেশ কয়েকটি শো দেখেছি। একজন কৌতুক অভিনেতাকে মঞ্চে অভিনয় করতে দেখে সহজ এবং স্বাভাবিক মনে হয়। তবে দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করা এবং তাদের রসিকতায় ফাটানো কতটা কঠিন সেই বাস্তবতা আমি এখন খুব কাছ থেকে শিখেছি। একজন শিল্পী হিসেবে আমি সব সময় নতুন কিছু করার চেষ্টা করি এবং দর্শকদের কাছে আমার দক্ষতা বিভিন্নভাবে দেখাতে চাই।
এই সিজনে সানি লিওনির সঙ্গে করণ জোহর, চেতন ভগত, রাফতার, ফায়ে ডিসুজাসহ অন্য তারকা ব্যক্তিত্বেদেরও দেখা মিলবে।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১০ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে