স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে দেখা যাবে বলিউড তারকা সানি লিওনিকে । নিজের অতীত জীবনের কোনো একটি পরিচয়কে কমেডির কনটেন্ট হিসেবে উপস্থাপন করছেন তিনি। ভারতীয় টিভি সিরিজ ‘ওয়ান মাইক স্ট্যান্ড’-এর সেজন-২-এ স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে দেখা যাবে সানি লিওনিকে । অনুষ্ঠানটি প্রিমিয়ার হবে আগামীকাল ২২ অক্টোবর।
বহুল আলোচিত অনুষ্ঠান ওয়ান মাইক স্ট্যান্ড’-এর সেজন-২-এর ট্রেলার গত শুক্রবার মুক্তি পায় । আসন্ন অনুষ্ঠানে তাঁর দর্শকদের জন্য কতখানি হাসির সঞ্চার করবে সেটিই এখন দেখার বিষয়।
ট্রেলারে দেখানো হয়, সানি অতীতে এমন একটি কাজ করেছেন যার জন্য তিনি লজ্জিত। তিনি নিজের পরিচয় দেন, ‘আমি সানি লিওন। আমার অতীতে আমি যা করেছি তার জন্য আপনারা সবাই আমাকে জানেন। যার জন্য আপনারা সবাই আমাকে বিচার করেছেন এবং আমি কিছুটা লজ্জিত হতে পারি। আসলে সেগুলো হলো মাস্তিজাদে।’
সানির এই উপস্থাপনা শুনে ডেনিয়েল হাসিতে ফেটে পড়েন এবং হাত দিয়ে মুখ লুকান। ট্রেলারে তার স্বামী ডেনিয়েল ওয়েবারসহ প্রতিযোগী এবং কিছু অতিথিকে দেখানো হয়েছে, যাঁরা অট্টহাসিতে ফেটে পরছেন।
‘মাস্তিজাদে’ হলো ২০১৬ মিলাপ জাভেরি পরিচালিত প্রাপ্ত বয়স্কদের একটি কমেডি সিনেমা। যেখানে সানি লিওন তুষার কাপুর ও বীর দাসের সঙ্গে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন।
এ নিয়ে সানি লিওন সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, `আমি স্ট্যান্ডআপ কমেডি পছন্দ করি এবং আমি এখানকার কমেডি শোগুলোসহ আন্তর্জাতিক বেশ কয়েকটি শো দেখেছি। একজন কৌতুক অভিনেতাকে মঞ্চে অভিনয় করতে দেখে সহজ এবং স্বাভাবিক মনে হয়। তবে দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করা এবং তাদের রসিকতায় ফাটানো কতটা কঠিন সেই বাস্তবতা আমি এখন খুব কাছ থেকে শিখেছি। একজন শিল্পী হিসেবে আমি সব সময় নতুন কিছু করার চেষ্টা করি এবং দর্শকদের কাছে আমার দক্ষতা বিভিন্নভাবে দেখাতে চাই।
এই সিজনে সানি লিওনির সঙ্গে করণ জোহর, চেতন ভগত, রাফতার, ফায়ে ডিসুজাসহ অন্য তারকা ব্যক্তিত্বেদেরও দেখা মিলবে।
স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে দেখা যাবে বলিউড তারকা সানি লিওনিকে । নিজের অতীত জীবনের কোনো একটি পরিচয়কে কমেডির কনটেন্ট হিসেবে উপস্থাপন করছেন তিনি। ভারতীয় টিভি সিরিজ ‘ওয়ান মাইক স্ট্যান্ড’-এর সেজন-২-এ স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে দেখা যাবে সানি লিওনিকে । অনুষ্ঠানটি প্রিমিয়ার হবে আগামীকাল ২২ অক্টোবর।
বহুল আলোচিত অনুষ্ঠান ওয়ান মাইক স্ট্যান্ড’-এর সেজন-২-এর ট্রেলার গত শুক্রবার মুক্তি পায় । আসন্ন অনুষ্ঠানে তাঁর দর্শকদের জন্য কতখানি হাসির সঞ্চার করবে সেটিই এখন দেখার বিষয়।
ট্রেলারে দেখানো হয়, সানি অতীতে এমন একটি কাজ করেছেন যার জন্য তিনি লজ্জিত। তিনি নিজের পরিচয় দেন, ‘আমি সানি লিওন। আমার অতীতে আমি যা করেছি তার জন্য আপনারা সবাই আমাকে জানেন। যার জন্য আপনারা সবাই আমাকে বিচার করেছেন এবং আমি কিছুটা লজ্জিত হতে পারি। আসলে সেগুলো হলো মাস্তিজাদে।’
সানির এই উপস্থাপনা শুনে ডেনিয়েল হাসিতে ফেটে পড়েন এবং হাত দিয়ে মুখ লুকান। ট্রেলারে তার স্বামী ডেনিয়েল ওয়েবারসহ প্রতিযোগী এবং কিছু অতিথিকে দেখানো হয়েছে, যাঁরা অট্টহাসিতে ফেটে পরছেন।
‘মাস্তিজাদে’ হলো ২০১৬ মিলাপ জাভেরি পরিচালিত প্রাপ্ত বয়স্কদের একটি কমেডি সিনেমা। যেখানে সানি লিওন তুষার কাপুর ও বীর দাসের সঙ্গে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন।
এ নিয়ে সানি লিওন সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, `আমি স্ট্যান্ডআপ কমেডি পছন্দ করি এবং আমি এখানকার কমেডি শোগুলোসহ আন্তর্জাতিক বেশ কয়েকটি শো দেখেছি। একজন কৌতুক অভিনেতাকে মঞ্চে অভিনয় করতে দেখে সহজ এবং স্বাভাবিক মনে হয়। তবে দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করা এবং তাদের রসিকতায় ফাটানো কতটা কঠিন সেই বাস্তবতা আমি এখন খুব কাছ থেকে শিখেছি। একজন শিল্পী হিসেবে আমি সব সময় নতুন কিছু করার চেষ্টা করি এবং দর্শকদের কাছে আমার দক্ষতা বিভিন্নভাবে দেখাতে চাই।
এই সিজনে সানি লিওনির সঙ্গে করণ জোহর, চেতন ভগত, রাফতার, ফায়ে ডিসুজাসহ অন্য তারকা ব্যক্তিত্বেদেরও দেখা মিলবে।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ২১ জুলাই রাতে বাসায় ফিরেছেন শিল্পী ফরিদা পারভীন। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে জাফর ইমাম নোমানী।
১৪ ঘণ্টা আগেআজ প্রকাশ পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। এতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নতুন চরিত্র ভারাংকে। ফায়ার অ্যান্ড অ্যাশে তাকে দেখা যাবে ভিলেন হিসেবে। এ সিনেমার সবচেয়ে আকর্ষণীয় সংযোজন বলা হচ্ছে এ চরিত্রকে।
১৫ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
১ দিন আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
১ দিন আগে