অনলাইন ডেস্ক
স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে দেখা যাবে বলিউড তারকা সানি লিওনিকে । নিজের অতীত জীবনের কোনো একটি পরিচয়কে কমেডির কনটেন্ট হিসেবে উপস্থাপন করছেন তিনি। ভারতীয় টিভি সিরিজ ‘ওয়ান মাইক স্ট্যান্ড’-এর সেজন-২-এ স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে দেখা যাবে সানি লিওনিকে । অনুষ্ঠানটি প্রিমিয়ার হবে আগামীকাল ২২ অক্টোবর।
বহুল আলোচিত অনুষ্ঠান ওয়ান মাইক স্ট্যান্ড’-এর সেজন-২-এর ট্রেলার গত শুক্রবার মুক্তি পায় । আসন্ন অনুষ্ঠানে তাঁর দর্শকদের জন্য কতখানি হাসির সঞ্চার করবে সেটিই এখন দেখার বিষয়।
ট্রেলারে দেখানো হয়, সানি অতীতে এমন একটি কাজ করেছেন যার জন্য তিনি লজ্জিত। তিনি নিজের পরিচয় দেন, ‘আমি সানি লিওন। আমার অতীতে আমি যা করেছি তার জন্য আপনারা সবাই আমাকে জানেন। যার জন্য আপনারা সবাই আমাকে বিচার করেছেন এবং আমি কিছুটা লজ্জিত হতে পারি। আসলে সেগুলো হলো মাস্তিজাদে।’
সানির এই উপস্থাপনা শুনে ডেনিয়েল হাসিতে ফেটে পড়েন এবং হাত দিয়ে মুখ লুকান। ট্রেলারে তার স্বামী ডেনিয়েল ওয়েবারসহ প্রতিযোগী এবং কিছু অতিথিকে দেখানো হয়েছে, যাঁরা অট্টহাসিতে ফেটে পরছেন।
‘মাস্তিজাদে’ হলো ২০১৬ মিলাপ জাভেরি পরিচালিত প্রাপ্ত বয়স্কদের একটি কমেডি সিনেমা। যেখানে সানি লিওন তুষার কাপুর ও বীর দাসের সঙ্গে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন।
এ নিয়ে সানি লিওন সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, `আমি স্ট্যান্ডআপ কমেডি পছন্দ করি এবং আমি এখানকার কমেডি শোগুলোসহ আন্তর্জাতিক বেশ কয়েকটি শো দেখেছি। একজন কৌতুক অভিনেতাকে মঞ্চে অভিনয় করতে দেখে সহজ এবং স্বাভাবিক মনে হয়। তবে দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করা এবং তাদের রসিকতায় ফাটানো কতটা কঠিন সেই বাস্তবতা আমি এখন খুব কাছ থেকে শিখেছি। একজন শিল্পী হিসেবে আমি সব সময় নতুন কিছু করার চেষ্টা করি এবং দর্শকদের কাছে আমার দক্ষতা বিভিন্নভাবে দেখাতে চাই।
এই সিজনে সানি লিওনির সঙ্গে করণ জোহর, চেতন ভগত, রাফতার, ফায়ে ডিসুজাসহ অন্য তারকা ব্যক্তিত্বেদেরও দেখা মিলবে।
স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে দেখা যাবে বলিউড তারকা সানি লিওনিকে । নিজের অতীত জীবনের কোনো একটি পরিচয়কে কমেডির কনটেন্ট হিসেবে উপস্থাপন করছেন তিনি। ভারতীয় টিভি সিরিজ ‘ওয়ান মাইক স্ট্যান্ড’-এর সেজন-২-এ স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে দেখা যাবে সানি লিওনিকে । অনুষ্ঠানটি প্রিমিয়ার হবে আগামীকাল ২২ অক্টোবর।
বহুল আলোচিত অনুষ্ঠান ওয়ান মাইক স্ট্যান্ড’-এর সেজন-২-এর ট্রেলার গত শুক্রবার মুক্তি পায় । আসন্ন অনুষ্ঠানে তাঁর দর্শকদের জন্য কতখানি হাসির সঞ্চার করবে সেটিই এখন দেখার বিষয়।
ট্রেলারে দেখানো হয়, সানি অতীতে এমন একটি কাজ করেছেন যার জন্য তিনি লজ্জিত। তিনি নিজের পরিচয় দেন, ‘আমি সানি লিওন। আমার অতীতে আমি যা করেছি তার জন্য আপনারা সবাই আমাকে জানেন। যার জন্য আপনারা সবাই আমাকে বিচার করেছেন এবং আমি কিছুটা লজ্জিত হতে পারি। আসলে সেগুলো হলো মাস্তিজাদে।’
সানির এই উপস্থাপনা শুনে ডেনিয়েল হাসিতে ফেটে পড়েন এবং হাত দিয়ে মুখ লুকান। ট্রেলারে তার স্বামী ডেনিয়েল ওয়েবারসহ প্রতিযোগী এবং কিছু অতিথিকে দেখানো হয়েছে, যাঁরা অট্টহাসিতে ফেটে পরছেন।
‘মাস্তিজাদে’ হলো ২০১৬ মিলাপ জাভেরি পরিচালিত প্রাপ্ত বয়স্কদের একটি কমেডি সিনেমা। যেখানে সানি লিওন তুষার কাপুর ও বীর দাসের সঙ্গে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন।
এ নিয়ে সানি লিওন সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, `আমি স্ট্যান্ডআপ কমেডি পছন্দ করি এবং আমি এখানকার কমেডি শোগুলোসহ আন্তর্জাতিক বেশ কয়েকটি শো দেখেছি। একজন কৌতুক অভিনেতাকে মঞ্চে অভিনয় করতে দেখে সহজ এবং স্বাভাবিক মনে হয়। তবে দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করা এবং তাদের রসিকতায় ফাটানো কতটা কঠিন সেই বাস্তবতা আমি এখন খুব কাছ থেকে শিখেছি। একজন শিল্পী হিসেবে আমি সব সময় নতুন কিছু করার চেষ্টা করি এবং দর্শকদের কাছে আমার দক্ষতা বিভিন্নভাবে দেখাতে চাই।
এই সিজনে সানি লিওনির সঙ্গে করণ জোহর, চেতন ভগত, রাফতার, ফায়ে ডিসুজাসহ অন্য তারকা ব্যক্তিত্বেদেরও দেখা মিলবে।
গত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
৩ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৬ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৭ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৭ ঘণ্টা আগে