বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খানের বাগদান হলো জাঁকজমকপূর্ণ আয়োজনে। গতকাল শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ে বাগদান অনুষ্ঠানে সিল্কের লাল গাউন পরে ইরা সবার নজর কেড়েছিলেন। তাঁর হবু বর নুপুর শিখরে নূপুরের পরনে ছিল কালো স্যুট।
মেয়ের বাগদানে সাবেক দুই স্ত্রী রিনা ও কিরণের সঙ্গে দেখা গেল এই অভিনেতাকে। কাঁচা-পাকা দাড়ি ও চুলের আমির সাদা কুর্তা ও পায়জামায় দর্শন দিলেন।
প্রায় দুই বছর ধরে ফিটনেস কোচ নুপুরের সঙ্গে প্রেম করেছেন ইরা। ২০২০ সালে ইরাকে প্রেমের প্রস্তাব দেন তিনি; আর সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান আমিরকন্যা। বেশ কয়েক দিন আগেই আংটিবদল সারেন ইরা ও নুপুর।
বাগদানের এই ঘটা করে আয়োজনে দেখা গেল আমিরের ভাগনে অভিনেতা ইমরান খানকে। যদিও দীর্ঘদিন ধরে বলিউড থেকে দূরে রয়েছেন ইমরান। তবে ইরার বাগদানে এক জোট খান পরিবার। বহুদিন চলচ্চিত্র ও মিডিয়া থেকে অদৃশ্য থাকা ইমরানের উপস্থিতিই ছিল সবচেয়ে চমকপ্রদ।
বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ, চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকর এবং তাঁর স্ত্রী, আমিরের চাচাতো ভাই মনসুর খানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
আমির খান নিজের পরিবারকে সময় দেওয়ার জন্য অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। আপাতত নিজের পরিবারের সঙ্গেই সময় কাটাতে চান পঞ্চাশোর্ধ্ব এই অভিনেতা। তবে তাঁর এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে আমিরভক্তরা।
বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খানের বাগদান হলো জাঁকজমকপূর্ণ আয়োজনে। গতকাল শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ে বাগদান অনুষ্ঠানে সিল্কের লাল গাউন পরে ইরা সবার নজর কেড়েছিলেন। তাঁর হবু বর নুপুর শিখরে নূপুরের পরনে ছিল কালো স্যুট।
মেয়ের বাগদানে সাবেক দুই স্ত্রী রিনা ও কিরণের সঙ্গে দেখা গেল এই অভিনেতাকে। কাঁচা-পাকা দাড়ি ও চুলের আমির সাদা কুর্তা ও পায়জামায় দর্শন দিলেন।
প্রায় দুই বছর ধরে ফিটনেস কোচ নুপুরের সঙ্গে প্রেম করেছেন ইরা। ২০২০ সালে ইরাকে প্রেমের প্রস্তাব দেন তিনি; আর সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান আমিরকন্যা। বেশ কয়েক দিন আগেই আংটিবদল সারেন ইরা ও নুপুর।
বাগদানের এই ঘটা করে আয়োজনে দেখা গেল আমিরের ভাগনে অভিনেতা ইমরান খানকে। যদিও দীর্ঘদিন ধরে বলিউড থেকে দূরে রয়েছেন ইমরান। তবে ইরার বাগদানে এক জোট খান পরিবার। বহুদিন চলচ্চিত্র ও মিডিয়া থেকে অদৃশ্য থাকা ইমরানের উপস্থিতিই ছিল সবচেয়ে চমকপ্রদ।
বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ, চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকর এবং তাঁর স্ত্রী, আমিরের চাচাতো ভাই মনসুর খানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
আমির খান নিজের পরিবারকে সময় দেওয়ার জন্য অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। আপাতত নিজের পরিবারের সঙ্গেই সময় কাটাতে চান পঞ্চাশোর্ধ্ব এই অভিনেতা। তবে তাঁর এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে আমিরভক্তরা।
সাধারণত ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’ এ ধরনের তকমা পছন্দ নয় দেবের। রঘু ডাকাত সিনেমায়ও তাঁর নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি।
২ ঘণ্টা আগেনায়ক জসীমের ছেলে ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে রাতুল মারা গেছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীনসহ একাধিকজন।
৩ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কাপুর গত ১২ জুন মারা গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুর এক মাস পর, তাঁর পরিবারের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও খবরের শিরোনামে এসেছেন। তবে এবার কোনো সিনেমা নয়, শ্রাবণ মাসে পাঁঠার মাংস খাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী তাঁর উপবাস ও খাদ্য গ্রহণ নিয়ে ব্যক্তিগত ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
৪ ঘণ্টা আগে