ভারতের প্রবীণ অভিনেতা সমীর খাখর মারা গেছেন। দূরদর্শনের জনপ্রিয় সিরিয়াল 'নুক্কাড়'-এ খোপড়ি-র চরিত্রে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৭১ বছর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, শ্বাসকষ্ট ও অন্যান্য চিকিৎসাজনিত সমস্যায় ভুগছিলেন সমীর। মঙ্গলবার দুপুরে তাঁর শ্বাসকষ্ট শুরু হলে বোরিভলির এমএম হাসপাতালে ভর্তি করা হয় তাকে, সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর ছোট ভাই গণেশ খাখর জানিয়েছেন, ‘তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। সেই সময় হঠাৎই অজ্ঞান হয়ে যান। আমরা ডাক্তারকে বাড়িতে ডেকেছিলাম। কিন্তু তিনি দাদাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। তখন তাঁর হার্ট কাজ করছিল না। প্রস্রাবের সমস্যাও ছিল। এরপর হাসপাতালে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। সেখানেই আজ ভোর সাড়ে চারটায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।’
টুইটারে চলচ্চিত্র নির্মাতা হংসল মেহতা সমীরের ছবি শেয়ার করে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘কোন কারণে কলেজে থাকতে নুক্কাদের আইকনিক চরিত্রের নামে আমার ডাকনাম খোপড়ি হয়েছিল। আমার সেই সময়ের সবচেয়ে কাছের বন্ধুরা এখনো আমাকে খোপড়ি বলেই ডাকে। কিন্তু আমি মনে করি সেটাকে বিদায় জানানোর সময় এসেছে। বিদায় সমীর খাখর। স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ।’
সমীর দীর্ঘসময় ধরে টেলিভিশন ও বড় পর্দায় অভিনয় করেছেন। তাকে ‘নুক্কাড়’, ‘মনোরঞ্জন’, ‘সার্কাস’, ‘নয়া নুক্কাড়’, ‘শ্রীমান শ্রীমতি’ এবং ‘আদালত’–এর মতো জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে দেখা গেছে। বড়পর্দায় কমল হাসানের ‘পুষ্পক’ (১৯৮৭), জ্যাকি শ্রফ ও অনিল কাপুরের ‘পরিন্দা’ (১৯৮৯), অজয় দেবগন এবং সুনীল শেঠির ‘দিলওয়ালে’ (১৯৯৪), সালমান খান-অভিনীত ‘জয় হো’ (২০১৪) এর মতো চলচ্চিত্রগুলি তাঁর ক্যারিয়ারে রয়েছে।
ভারতের প্রবীণ অভিনেতা সমীর খাখর মারা গেছেন। দূরদর্শনের জনপ্রিয় সিরিয়াল 'নুক্কাড়'-এ খোপড়ি-র চরিত্রে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৭১ বছর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, শ্বাসকষ্ট ও অন্যান্য চিকিৎসাজনিত সমস্যায় ভুগছিলেন সমীর। মঙ্গলবার দুপুরে তাঁর শ্বাসকষ্ট শুরু হলে বোরিভলির এমএম হাসপাতালে ভর্তি করা হয় তাকে, সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর ছোট ভাই গণেশ খাখর জানিয়েছেন, ‘তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। সেই সময় হঠাৎই অজ্ঞান হয়ে যান। আমরা ডাক্তারকে বাড়িতে ডেকেছিলাম। কিন্তু তিনি দাদাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। তখন তাঁর হার্ট কাজ করছিল না। প্রস্রাবের সমস্যাও ছিল। এরপর হাসপাতালে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। সেখানেই আজ ভোর সাড়ে চারটায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।’
টুইটারে চলচ্চিত্র নির্মাতা হংসল মেহতা সমীরের ছবি শেয়ার করে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘কোন কারণে কলেজে থাকতে নুক্কাদের আইকনিক চরিত্রের নামে আমার ডাকনাম খোপড়ি হয়েছিল। আমার সেই সময়ের সবচেয়ে কাছের বন্ধুরা এখনো আমাকে খোপড়ি বলেই ডাকে। কিন্তু আমি মনে করি সেটাকে বিদায় জানানোর সময় এসেছে। বিদায় সমীর খাখর। স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ।’
সমীর দীর্ঘসময় ধরে টেলিভিশন ও বড় পর্দায় অভিনয় করেছেন। তাকে ‘নুক্কাড়’, ‘মনোরঞ্জন’, ‘সার্কাস’, ‘নয়া নুক্কাড়’, ‘শ্রীমান শ্রীমতি’ এবং ‘আদালত’–এর মতো জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে দেখা গেছে। বড়পর্দায় কমল হাসানের ‘পুষ্পক’ (১৯৮৭), জ্যাকি শ্রফ ও অনিল কাপুরের ‘পরিন্দা’ (১৯৮৯), অজয় দেবগন এবং সুনীল শেঠির ‘দিলওয়ালে’ (১৯৯৪), সালমান খান-অভিনীত ‘জয় হো’ (২০১৪) এর মতো চলচ্চিত্রগুলি তাঁর ক্যারিয়ারে রয়েছে।
দোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
৪ ঘণ্টা আগেবরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
৬ ঘণ্টা আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
৭ ঘণ্টা আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১৮ ঘণ্টা আগে