Ajker Patrika

আবাসন ব্যবসায় বচ্চন পরিবার, ৩১ কোটিতে কেনা বাড়ি ৮৩ কোটিতে বিক্রি

বলিউডের মেগা স্টার অমিতাভ বচ্চন। ছবি: এএফপি
বলিউডের মেগা স্টার অমিতাভ বচ্চন। ছবি: এএফপি

বলিউডের মেগা স্টার অমিতাভ বচ্চন মুম্বাইয়ের ওশিয়াওয়ারায় অবস্থিত তাঁর ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটি ৮৩ কোটি রুপিতে বিক্রি করেছেন। ২০২১ সালের এপ্রিলে তিনি এই অ্যাপার্টমেন্টটি ৩১ কোটি রুপিতে কিনেছিলেন। চার বছর পর ক্রয়মূল্যের ১৬৮ শতাংশ বেশি দামে বাড়িটি বিক্রি করলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, বচ্চনের এই বাড়িটি ওশিয়াওয়ারার ক্রিস্টাল গ্রুপের ‘দ্য আটলান্টিস’–এ অবস্থিত। প্রায় ১ দশমিক ৫৫ একর জায়গা জুড়ে বিস্তৃত এই বাড়িটিতে ৪,৫ ও ৬ বিএইচকে (বেডরুম, হল, রান্নাঘর) অ্যাপার্টমেন্ট রয়েছে।

এর আগে ২০২১ সালের নভেম্বরে অ্যাপার্টমেন্টটি বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননকে মাসিক ১০ লাখ রুপিতে ভাড়া দেওয়া হয়েছিল। তিনি এই অ্যাপার্টমেন্টটি ভাড়া নেওয়ার আগে ৬০ লাখ রুপি জামানত দেন।

২০২৪ সালে বচ্চন পরিবার ওশিয়াওয়ারা এবং মাগাথানের (বোরিভালি ইস্ট) বাণিজ্যিক এলাকার আবাসন খাতে ১০০ কোটি রুপিরও বেশি বিনিয়োগ করেছে। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে তাঁদের আবাসন খাতে বিনিয়োগের মোট পরিমাণ ২০০ কোটি রুপি ছাড়িয়েছে।

অমিতাভ বচ্চন সম্প্রতি নাগ অশ্বিনের ‘কলকি ২৮৯৮ এডি’ ছবিতে দীপিকা পাড়ুকোন এবং প্রভাসের সঙ্গে অভিনয় করেছেন। এ ছাড়া রজনীকান্তের ‘ভেট্টাইয়ান’ সিনেমাতেও তাঁকে দেখা গেছে। বর্তমানে তিনি রিয়্যালিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’–এর সিজন–১৬ সঞ্চালনা করছেন। এই শোটি এ বছর ২৫ বছর পূর্ণ করল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত