বিয়ের পর পর মুক্তি পেয়েছিল দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ছপক’ ছবি। এই ছবি থেকেই প্রযোজনায় পা রেখেছিলেন দীপিকা পাড়ুকোন। আর এবার দীপিকা আসছেন ওটিটিতে। শকুন বাত্রার ‘গেহরাইয়া’ ছবিতে দেখা যাবে দীপিকাকে। এই ছবিতে দীপিকার সঙ্গে জুটি বাঁধছেন ‘গলি বয়’ খ্যাত অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পাণ্ডে।
সম্প্রতি মুক্তি পেল এই ছবির টিজার। টিজারেই চমক দিল সিদ্ধান্ত ও দীপিকা জুটি। টিজারে দেখা মিলল, দীপিকা, সিদ্ধান্ত ও অনন্য়ার ত্রিকোণ প্রেমের গল্প। ‘ককটেল’ ছবির পর ফের বিকিনি পরে নজর কাড়লেন দীপিকা। টিজারে দেখানো সিদ্ধান্ত ও দীপিকার কিসিং সিন নিয়েও চলছে বেশ আলোচনা।
এই ছবির টিজার শেয়ার করে দীপিকা লিখলেন, ‘অনেক দিন ধরেই এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। কথায় আছে, খুব ভাল কিছু হওয়ার জন্য, অপেক্ষা করতে হয়। সেটাই আমার সঙ্গে ঘটল। একটা ম্যাজিকের সঙ্গে যুক্ত হলাম…’
এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন করণ জোহর। ছবির টিজার শেয়ার করে করণ জোহর লিখলেন, গভীর জলে ডুব দেওয়ার সময় এসেছে, জলের গভীর ঠিক কী থাকে, তা জেনে নেওয়ার সময় হয়েছে।’। ত্রিকোণ প্রেম ও সম্পর্কের টানাপোড়েনের গল্প বলবে ‘গেহরাইয়া’। দীপিকা, সিদ্ধান্ত ও অনন্য়া ছাড়াও এই ছবিতে দেখা যাবে নাসিরুদ্দিন শাহ, রজত কাপুরের মতো অভিনেতাদের।
পরিচালক শকুন বাত্রা ‘এই ছবিটা আসলে, মানুষের সম্পর্কের গভীরে ঢুকে পড়ার একটা জার্নি, সম্পর্কের নানা শেডকেই তুলে ধরা হয়েছে এই ছবিতে। কেমনভাবে আমরা সম্পর্ক, আবেগের বেড়াজালে আটকে পড়ি, কেমনভাবে আমাদের নেওয়া প্রতিটি পদক্ষেপ,সিদ্ধান্ত আমাদের জীবনকে প্রভাবিত করে, তাই দেখানো হয়েছে এই ছবিতে।’
আগামী বছর জানুয়ারিতে আমাজনে দেখা যাবে ‘গেহরাইয়া’।
বিয়ের পর পর মুক্তি পেয়েছিল দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ছপক’ ছবি। এই ছবি থেকেই প্রযোজনায় পা রেখেছিলেন দীপিকা পাড়ুকোন। আর এবার দীপিকা আসছেন ওটিটিতে। শকুন বাত্রার ‘গেহরাইয়া’ ছবিতে দেখা যাবে দীপিকাকে। এই ছবিতে দীপিকার সঙ্গে জুটি বাঁধছেন ‘গলি বয়’ খ্যাত অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পাণ্ডে।
সম্প্রতি মুক্তি পেল এই ছবির টিজার। টিজারেই চমক দিল সিদ্ধান্ত ও দীপিকা জুটি। টিজারে দেখা মিলল, দীপিকা, সিদ্ধান্ত ও অনন্য়ার ত্রিকোণ প্রেমের গল্প। ‘ককটেল’ ছবির পর ফের বিকিনি পরে নজর কাড়লেন দীপিকা। টিজারে দেখানো সিদ্ধান্ত ও দীপিকার কিসিং সিন নিয়েও চলছে বেশ আলোচনা।
এই ছবির টিজার শেয়ার করে দীপিকা লিখলেন, ‘অনেক দিন ধরেই এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। কথায় আছে, খুব ভাল কিছু হওয়ার জন্য, অপেক্ষা করতে হয়। সেটাই আমার সঙ্গে ঘটল। একটা ম্যাজিকের সঙ্গে যুক্ত হলাম…’
এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন করণ জোহর। ছবির টিজার শেয়ার করে করণ জোহর লিখলেন, গভীর জলে ডুব দেওয়ার সময় এসেছে, জলের গভীর ঠিক কী থাকে, তা জেনে নেওয়ার সময় হয়েছে।’। ত্রিকোণ প্রেম ও সম্পর্কের টানাপোড়েনের গল্প বলবে ‘গেহরাইয়া’। দীপিকা, সিদ্ধান্ত ও অনন্য়া ছাড়াও এই ছবিতে দেখা যাবে নাসিরুদ্দিন শাহ, রজত কাপুরের মতো অভিনেতাদের।
পরিচালক শকুন বাত্রা ‘এই ছবিটা আসলে, মানুষের সম্পর্কের গভীরে ঢুকে পড়ার একটা জার্নি, সম্পর্কের নানা শেডকেই তুলে ধরা হয়েছে এই ছবিতে। কেমনভাবে আমরা সম্পর্ক, আবেগের বেড়াজালে আটকে পড়ি, কেমনভাবে আমাদের নেওয়া প্রতিটি পদক্ষেপ,সিদ্ধান্ত আমাদের জীবনকে প্রভাবিত করে, তাই দেখানো হয়েছে এই ছবিতে।’
আগামী বছর জানুয়ারিতে আমাজনে দেখা যাবে ‘গেহরাইয়া’।
সাধারণত ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’ এ ধরনের তকমা পছন্দ নয় দেবের। রঘু ডাকাত সিনেমায়ও তাঁর নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি।
৫ ঘণ্টা আগেনায়ক জসীমের ছেলে ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে রাতুল মারা গেছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীনসহ একাধিকজন।
৬ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কাপুর গত ১২ জুন মারা গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুর এক মাস পর, তাঁর পরিবারের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও খবরের শিরোনামে এসেছেন। তবে এবার কোনো সিনেমা নয়, শ্রাবণ মাসে পাঁঠার মাংস খাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী তাঁর উপবাস ও খাদ্য গ্রহণ নিয়ে ব্যক্তিগত ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
৭ ঘণ্টা আগে