গত বছর কিরণ রাওয়ের সঙ্গে সংসারের ইতি টেনেছেন বলিউড অভিনেতা আমির খান। এরপর থেকেই গুঞ্জন ওঠে ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির। আর এ জন্যই নাকি কিরণ রাওয়ের সঙ্গে সংসার ভেঙেছে তাঁর।
যদিও বিষয়টি নিয়ে আলোচনা থেমে গেছে। কোনো সূত্রে এর সত্য প্রমাণিত হয়নি।
সম্প্রতি ফাতিমা সানার ইনস্টাগ্রামে একটি পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে তাঁর বিয়ের গুঞ্জন। গতকাল বৃহস্পতিবার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন ফাতিমা। একটি ফ্যাশন হাউসের ফটোশুটে ছবিগুলো তোলেন তিনি। ছবিতে দেখা যায়, সাদা রঙের লেহেঙ্গার সঙ্গে পাটের একটি ব্লাউজ পরেছেন ফাতিমা।
একটি ভিন্টেজ গাড়ির সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন এই বলিউড সুন্দরী। শেক্সপিয়ারের ‘হ্যামলেট’ নাটকের বিখ্যাত সংলাপ অনুসরণে ফতিমা লেখেন, ‘করব নাকি বাঁধব, সেটা একটা প্রশ্ন বটে!’ এই ‘বাঁধা’ নিয়েই জল্পনার আরম্ভ। এই ‘বাঁধা’ কি গাঁটছড়া বাঁধা? অভিনেত্রীর হেঁয়ালি ভরা পোস্টের নিচে অনুরাগীরা প্রশ্ন ছুড়ে দেন, তা হলে কি আমিরের সঙ্গে বিয়ের জল্পনা সত্যি! কিন্তু এই জল্পনার কোনো জবাব দেননি ফতিমা।
এই ছবিতে আমির কন্যা ইরা খানের মন্তব্য এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। পোস্টের মন্তব্যে চোখে হার্ট চিহ্নের কয়েকটি ইমোজি পোস্ট করেছেন ইরা। আর এ মন্তব্যের উত্তরে ফাতিমা লিখেন ‘ইরু’। সঙ্গে জুড়ে দিয়েছেন কয়েকটি হার্টের ইমোজি।
নেটিজেনদের একজন লিখেছেন, ‘নতুন মায়ের সঙ্গে ভাব জমাচ্ছ নাকি?’ আরেকজন লিখেছেন, ‘নিজের বাগদানের পর এবার বাবার বিয়ের প্রস্তুতি শুরু।’ আরেকজন তো সরাসরি প্রশ্নই করেছেন, ‘বিয়েটা কবে আমির আর ফাতিমার?’ বিকাশ নামে একজন লিখেছেন, ‘আমির খানের নতুন বউ।’
ক’দিন আগেই পারিবারিকভাবে প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বাগদান সেরেছেন আমির কন্যা ইরা। জাঁকজমকপূর্ণ সেই আয়োজনে দীর্ঘ সময় ছিলেন ফাতিমা সানা শেখ। অনুষ্ঠানস্থলে বেশ সক্রিয় এবং সপ্রতিভ দেখা গেছে তাঁকে।
গত বছর কিরণ রাওয়ের সঙ্গে সংসারের ইতি টেনেছেন বলিউড অভিনেতা আমির খান। এরপর থেকেই গুঞ্জন ওঠে ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির। আর এ জন্যই নাকি কিরণ রাওয়ের সঙ্গে সংসার ভেঙেছে তাঁর।
যদিও বিষয়টি নিয়ে আলোচনা থেমে গেছে। কোনো সূত্রে এর সত্য প্রমাণিত হয়নি।
সম্প্রতি ফাতিমা সানার ইনস্টাগ্রামে একটি পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে তাঁর বিয়ের গুঞ্জন। গতকাল বৃহস্পতিবার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন ফাতিমা। একটি ফ্যাশন হাউসের ফটোশুটে ছবিগুলো তোলেন তিনি। ছবিতে দেখা যায়, সাদা রঙের লেহেঙ্গার সঙ্গে পাটের একটি ব্লাউজ পরেছেন ফাতিমা।
একটি ভিন্টেজ গাড়ির সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন এই বলিউড সুন্দরী। শেক্সপিয়ারের ‘হ্যামলেট’ নাটকের বিখ্যাত সংলাপ অনুসরণে ফতিমা লেখেন, ‘করব নাকি বাঁধব, সেটা একটা প্রশ্ন বটে!’ এই ‘বাঁধা’ নিয়েই জল্পনার আরম্ভ। এই ‘বাঁধা’ কি গাঁটছড়া বাঁধা? অভিনেত্রীর হেঁয়ালি ভরা পোস্টের নিচে অনুরাগীরা প্রশ্ন ছুড়ে দেন, তা হলে কি আমিরের সঙ্গে বিয়ের জল্পনা সত্যি! কিন্তু এই জল্পনার কোনো জবাব দেননি ফতিমা।
এই ছবিতে আমির কন্যা ইরা খানের মন্তব্য এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। পোস্টের মন্তব্যে চোখে হার্ট চিহ্নের কয়েকটি ইমোজি পোস্ট করেছেন ইরা। আর এ মন্তব্যের উত্তরে ফাতিমা লিখেন ‘ইরু’। সঙ্গে জুড়ে দিয়েছেন কয়েকটি হার্টের ইমোজি।
নেটিজেনদের একজন লিখেছেন, ‘নতুন মায়ের সঙ্গে ভাব জমাচ্ছ নাকি?’ আরেকজন লিখেছেন, ‘নিজের বাগদানের পর এবার বাবার বিয়ের প্রস্তুতি শুরু।’ আরেকজন তো সরাসরি প্রশ্নই করেছেন, ‘বিয়েটা কবে আমির আর ফাতিমার?’ বিকাশ নামে একজন লিখেছেন, ‘আমির খানের নতুন বউ।’
ক’দিন আগেই পারিবারিকভাবে প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বাগদান সেরেছেন আমির কন্যা ইরা। জাঁকজমকপূর্ণ সেই আয়োজনে দীর্ঘ সময় ছিলেন ফাতিমা সানা শেখ। অনুষ্ঠানস্থলে বেশ সক্রিয় এবং সপ্রতিভ দেখা গেছে তাঁকে।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
৮ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
৮ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
৮ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
৮ ঘণ্টা আগে