বিনোদন ডেস্ক
গত বছর কিরণ রাওয়ের সঙ্গে সংসারের ইতি টেনেছেন বলিউড অভিনেতা আমির খান। এরপর থেকেই গুঞ্জন ওঠে ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির। আর এ জন্যই নাকি কিরণ রাওয়ের সঙ্গে সংসার ভেঙেছে তাঁর।
যদিও বিষয়টি নিয়ে আলোচনা থেমে গেছে। কোনো সূত্রে এর সত্য প্রমাণিত হয়নি।
সম্প্রতি ফাতিমা সানার ইনস্টাগ্রামে একটি পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে তাঁর বিয়ের গুঞ্জন। গতকাল বৃহস্পতিবার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন ফাতিমা। একটি ফ্যাশন হাউসের ফটোশুটে ছবিগুলো তোলেন তিনি। ছবিতে দেখা যায়, সাদা রঙের লেহেঙ্গার সঙ্গে পাটের একটি ব্লাউজ পরেছেন ফাতিমা।
একটি ভিন্টেজ গাড়ির সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন এই বলিউড সুন্দরী। শেক্সপিয়ারের ‘হ্যামলেট’ নাটকের বিখ্যাত সংলাপ অনুসরণে ফতিমা লেখেন, ‘করব নাকি বাঁধব, সেটা একটা প্রশ্ন বটে!’ এই ‘বাঁধা’ নিয়েই জল্পনার আরম্ভ। এই ‘বাঁধা’ কি গাঁটছড়া বাঁধা? অভিনেত্রীর হেঁয়ালি ভরা পোস্টের নিচে অনুরাগীরা প্রশ্ন ছুড়ে দেন, তা হলে কি আমিরের সঙ্গে বিয়ের জল্পনা সত্যি! কিন্তু এই জল্পনার কোনো জবাব দেননি ফতিমা।
এই ছবিতে আমির কন্যা ইরা খানের মন্তব্য এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। পোস্টের মন্তব্যে চোখে হার্ট চিহ্নের কয়েকটি ইমোজি পোস্ট করেছেন ইরা। আর এ মন্তব্যের উত্তরে ফাতিমা লিখেন ‘ইরু’। সঙ্গে জুড়ে দিয়েছেন কয়েকটি হার্টের ইমোজি।
নেটিজেনদের একজন লিখেছেন, ‘নতুন মায়ের সঙ্গে ভাব জমাচ্ছ নাকি?’ আরেকজন লিখেছেন, ‘নিজের বাগদানের পর এবার বাবার বিয়ের প্রস্তুতি শুরু।’ আরেকজন তো সরাসরি প্রশ্নই করেছেন, ‘বিয়েটা কবে আমির আর ফাতিমার?’ বিকাশ নামে একজন লিখেছেন, ‘আমির খানের নতুন বউ।’
ক’দিন আগেই পারিবারিকভাবে প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বাগদান সেরেছেন আমির কন্যা ইরা। জাঁকজমকপূর্ণ সেই আয়োজনে দীর্ঘ সময় ছিলেন ফাতিমা সানা শেখ। অনুষ্ঠানস্থলে বেশ সক্রিয় এবং সপ্রতিভ দেখা গেছে তাঁকে।
গত বছর কিরণ রাওয়ের সঙ্গে সংসারের ইতি টেনেছেন বলিউড অভিনেতা আমির খান। এরপর থেকেই গুঞ্জন ওঠে ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির। আর এ জন্যই নাকি কিরণ রাওয়ের সঙ্গে সংসার ভেঙেছে তাঁর।
যদিও বিষয়টি নিয়ে আলোচনা থেমে গেছে। কোনো সূত্রে এর সত্য প্রমাণিত হয়নি।
সম্প্রতি ফাতিমা সানার ইনস্টাগ্রামে একটি পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে তাঁর বিয়ের গুঞ্জন। গতকাল বৃহস্পতিবার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন ফাতিমা। একটি ফ্যাশন হাউসের ফটোশুটে ছবিগুলো তোলেন তিনি। ছবিতে দেখা যায়, সাদা রঙের লেহেঙ্গার সঙ্গে পাটের একটি ব্লাউজ পরেছেন ফাতিমা।
একটি ভিন্টেজ গাড়ির সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন এই বলিউড সুন্দরী। শেক্সপিয়ারের ‘হ্যামলেট’ নাটকের বিখ্যাত সংলাপ অনুসরণে ফতিমা লেখেন, ‘করব নাকি বাঁধব, সেটা একটা প্রশ্ন বটে!’ এই ‘বাঁধা’ নিয়েই জল্পনার আরম্ভ। এই ‘বাঁধা’ কি গাঁটছড়া বাঁধা? অভিনেত্রীর হেঁয়ালি ভরা পোস্টের নিচে অনুরাগীরা প্রশ্ন ছুড়ে দেন, তা হলে কি আমিরের সঙ্গে বিয়ের জল্পনা সত্যি! কিন্তু এই জল্পনার কোনো জবাব দেননি ফতিমা।
এই ছবিতে আমির কন্যা ইরা খানের মন্তব্য এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। পোস্টের মন্তব্যে চোখে হার্ট চিহ্নের কয়েকটি ইমোজি পোস্ট করেছেন ইরা। আর এ মন্তব্যের উত্তরে ফাতিমা লিখেন ‘ইরু’। সঙ্গে জুড়ে দিয়েছেন কয়েকটি হার্টের ইমোজি।
নেটিজেনদের একজন লিখেছেন, ‘নতুন মায়ের সঙ্গে ভাব জমাচ্ছ নাকি?’ আরেকজন লিখেছেন, ‘নিজের বাগদানের পর এবার বাবার বিয়ের প্রস্তুতি শুরু।’ আরেকজন তো সরাসরি প্রশ্নই করেছেন, ‘বিয়েটা কবে আমির আর ফাতিমার?’ বিকাশ নামে একজন লিখেছেন, ‘আমির খানের নতুন বউ।’
ক’দিন আগেই পারিবারিকভাবে প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বাগদান সেরেছেন আমির কন্যা ইরা। জাঁকজমকপূর্ণ সেই আয়োজনে দীর্ঘ সময় ছিলেন ফাতিমা সানা শেখ। অনুষ্ঠানস্থলে বেশ সক্রিয় এবং সপ্রতিভ দেখা গেছে তাঁকে।
গত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
৫ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৮ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৯ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৯ ঘণ্টা আগে