বলিউডের ব্যবসা সফল কমেডি সিনেমার তালিকায় প্রথমে যে দুটির নাম আসে, সেগুলো হলো ‘হেরা ফেরি’ (২০০০) ও ‘ফির হেরা ফেরি’ (২০০৬)। এখনো দর্শকের মনে জায়গা করে আছে সিনেমা দুটি। এর মধ্যে প্রথমটি নির্মাণ করেন প্রিয়দর্শন, দ্বিতীয়টি নীরাজ বোরা।
অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়াল অভিনীত ‘হেরা ফেরি’ সিরিজের অপেক্ষায় ছিলেন দর্শক। প্রথম দুটি সিনেমা ‘হেরা ফেরি’ ও ‘ফির হেরা ফেরি’ ছবিতে তাঁদের চমৎকার অভিনয় এবং অসাধারণ কমিক টাইমিং দর্শকদের মন জয় করেছিল।
দীর্ঘ ১৬ বছর পর ‘হেরা ফেরি’ সিরিজের তৃতীয় সিক্যুয়েল বানানো হচ্ছে—এই গুঞ্জনটা অনেক দিনের। শোনা যাচ্ছিল, বাবু রাও, রাজু ও শ্যামের চরিত্রে আবারও পর্দায় হাসির ফোয়ারা নিয়ে আসবেন পরেশ-অক্ষয়-সুনীল।
তবে এবার সেই ধারাবাহিকতায় ছেদ পড়ছে। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিক্যুয়ালের একটি বড় আপডেট এলো—সিনেমাটি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অক্ষয় কুমার আর এই সিক্যুয়ালে যুক্ত হচ্ছেন তরুণ তারকা অভিনেতা কার্তিক আরিয়ান।
চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ‘হেরা ফেরি ৩’ ছবিতে যুক্ত হচ্ছেন না অক্ষয় কুমার। তাই বাধ্য হয়ে কার্তিক আরিয়ানকে বেছে নিয়েছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির অন্যতম অভিনেতা পরেশ রাওয়াল ওরফে পর্দার বাবু রাও।
বিনোদন ও লাইফস্টাইলবিষয়ক ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিক্যুয়াল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অক্ষয় কুমার। এমনকি ‘ওয়েলকাম’ ও ‘আওয়ারা পাগল দিওয়ানা’–এর মতো অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো থেকেও নাম প্রত্যাহার করতে পারেন অক্ষয়। সিক্যুয়ালগুলোর গল্প ও চিত্রনাট্যের গুণগত মানের বিষয়ে কোনো ছাড় দিতে রাজি নন অভিনেতা।
‘হেরা ফেরি’তে নতুন মুখের এন্ট্রির বিষয়ে এক ভক্ত টুইটারে পরেশ রাওয়ালের কাছে জানতে চান, ‘হেরা ফেরি ৩ ’-এ কার্তিক আরিয়ানের অভিনয়ের খবরটি কি সত্যি? জবাবে পরেশ বলেছেন, ‘হ্যাঁ এটা সত্যি’। যদিও প্রযোজকের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এর আগে অক্ষয় কুমারের একটি সিনেমার সিক্যুয়েলে কার্তিককে দেখা গেছে। সেটি হলো ‘ভুল ভুলাইয়া ২’। ২০০৭ সালে মুক্তি পায় অক্ষয় অভিনীত হরর-কমেডি ‘ভুল ভুলাইয়া’। সেটির সিক্যুয়েল মুক্তি পায় চলতি বছরের মে মাসে। অক্ষয়ের পরিবর্তে কার্তিক আরিয়ানকে দর্শক দারুণভাবে গ্রহণ করেছে। ২৬০ কোটি রুপির বেশি আয় করে ২০২২ সালের অন্যতম সফল সিনেমার তকমা পেয়েছে এটি। এবার ‘হেরা ফেরি’র পালা। অক্ষয়ের সেই ক্ল্যাসিক কমেডির ধারা কার্তিক ধরে রাখতে পারেন কি না, সেটিই দেখার অপেক্ষা।
বলিউডের ব্যবসা সফল কমেডি সিনেমার তালিকায় প্রথমে যে দুটির নাম আসে, সেগুলো হলো ‘হেরা ফেরি’ (২০০০) ও ‘ফির হেরা ফেরি’ (২০০৬)। এখনো দর্শকের মনে জায়গা করে আছে সিনেমা দুটি। এর মধ্যে প্রথমটি নির্মাণ করেন প্রিয়দর্শন, দ্বিতীয়টি নীরাজ বোরা।
অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়াল অভিনীত ‘হেরা ফেরি’ সিরিজের অপেক্ষায় ছিলেন দর্শক। প্রথম দুটি সিনেমা ‘হেরা ফেরি’ ও ‘ফির হেরা ফেরি’ ছবিতে তাঁদের চমৎকার অভিনয় এবং অসাধারণ কমিক টাইমিং দর্শকদের মন জয় করেছিল।
দীর্ঘ ১৬ বছর পর ‘হেরা ফেরি’ সিরিজের তৃতীয় সিক্যুয়েল বানানো হচ্ছে—এই গুঞ্জনটা অনেক দিনের। শোনা যাচ্ছিল, বাবু রাও, রাজু ও শ্যামের চরিত্রে আবারও পর্দায় হাসির ফোয়ারা নিয়ে আসবেন পরেশ-অক্ষয়-সুনীল।
তবে এবার সেই ধারাবাহিকতায় ছেদ পড়ছে। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিক্যুয়ালের একটি বড় আপডেট এলো—সিনেমাটি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অক্ষয় কুমার আর এই সিক্যুয়ালে যুক্ত হচ্ছেন তরুণ তারকা অভিনেতা কার্তিক আরিয়ান।
চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ‘হেরা ফেরি ৩’ ছবিতে যুক্ত হচ্ছেন না অক্ষয় কুমার। তাই বাধ্য হয়ে কার্তিক আরিয়ানকে বেছে নিয়েছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির অন্যতম অভিনেতা পরেশ রাওয়াল ওরফে পর্দার বাবু রাও।
বিনোদন ও লাইফস্টাইলবিষয়ক ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিক্যুয়াল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অক্ষয় কুমার। এমনকি ‘ওয়েলকাম’ ও ‘আওয়ারা পাগল দিওয়ানা’–এর মতো অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো থেকেও নাম প্রত্যাহার করতে পারেন অক্ষয়। সিক্যুয়ালগুলোর গল্প ও চিত্রনাট্যের গুণগত মানের বিষয়ে কোনো ছাড় দিতে রাজি নন অভিনেতা।
‘হেরা ফেরি’তে নতুন মুখের এন্ট্রির বিষয়ে এক ভক্ত টুইটারে পরেশ রাওয়ালের কাছে জানতে চান, ‘হেরা ফেরি ৩ ’-এ কার্তিক আরিয়ানের অভিনয়ের খবরটি কি সত্যি? জবাবে পরেশ বলেছেন, ‘হ্যাঁ এটা সত্যি’। যদিও প্রযোজকের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এর আগে অক্ষয় কুমারের একটি সিনেমার সিক্যুয়েলে কার্তিককে দেখা গেছে। সেটি হলো ‘ভুল ভুলাইয়া ২’। ২০০৭ সালে মুক্তি পায় অক্ষয় অভিনীত হরর-কমেডি ‘ভুল ভুলাইয়া’। সেটির সিক্যুয়েল মুক্তি পায় চলতি বছরের মে মাসে। অক্ষয়ের পরিবর্তে কার্তিক আরিয়ানকে দর্শক দারুণভাবে গ্রহণ করেছে। ২৬০ কোটি রুপির বেশি আয় করে ২০২২ সালের অন্যতম সফল সিনেমার তকমা পেয়েছে এটি। এবার ‘হেরা ফেরি’র পালা। অক্ষয়ের সেই ক্ল্যাসিক কমেডির ধারা কার্তিক ধরে রাখতে পারেন কি না, সেটিই দেখার অপেক্ষা।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
৮ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
৮ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
৮ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
৮ ঘণ্টা আগে