চোখে দেখতে না পাওয়া বিখ্যাত ভারতীয় ব্যবসায়ী শ্রীকান্ত বোলার জীবনীভিত্তিক ছবি ‘শ্রীকান্ত’ মুক্তি পাবে আগামীকাল ১০ মে। ট্রেলার মুক্তি পাওয়ার পরই সিনেমাটি আলোড়ন সৃষ্টি করেছে। দর্শক থেকে সমালোচকদের প্রশংসায় ভেসেছে পুরো টিম। এবার ছবিটি মুক্তি নিয়ে নির্মাতারা নতুন উদ্যোগ নিয়েছে, যা প্রশংসার দাবি রাখে। সিনেমাটি যাতে দৃষ্টিপ্রতিবন্ধীরা উপভোগ করতে পারেন এর জন্য নতুন প্রযুক্তির সহায়তা নিচ্ছেন নির্মাতারা।
অনেকেই ভাবছে যে ছবিতে তো অডিও আছে। তাহলে এতে আর আলাদা কী করতে হবে! আসলে ছবিটি নিয়ে নির্মাতা এমন একটি পরীক্ষা করেছেন, যাতে অন্ধ দর্শকেরাও এই ছবিটি পুরোপুরি উপভোগ করতে পারেন। বলা হচ্ছে, নির্মাতারা এই ছবিটির সঙ্গে একটি অডিও প্রকাশ করছেন, যা দৃষ্টিহীন প্রতিবন্ধী দর্শকদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।
এই অডিও সংস্করণে, চলচ্চিত্রের সঙ্গে সম্পর্কিত সমস্ত বিবরণ বর্ণনা করা হবে। যাতে যারা দেখতে পাচ্ছেন না তারা বুঝতে পারেন যে এই মুহূর্তে পর্দায় কী ঘটছে।
এক্স এল নামের অ্যাপের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে, এই ধরনের দর্শকেরা বিনামূল্যে অডিও বর্ণনা শুনতে পাবেন। যেসব দর্শকেরা দেখতে পারছেন না, তাদের শুধু সহজে ডাউনলোড করতে হবে, যাতে তারাও শ্রীকান্ত বোলার অসাধারণ জার্নি বুঝতে পারেন। এর আগে ছবিটির ট্রেলার নিয়েও এই পরীক্ষা করা হয়েছিল।
সিনেমাটিতে শ্রীকান্ত বোলার চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও। তিনি ছাড়া সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে—জ্যোতিকা, আলিয়া এফ এবং শরদ কেলকারকে। ‘শ্রীকান্ত’ পরিচালনা করেছেন তুষার হিরানন্দানি, আর ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষাণ কুমার এবং নিধি পারমার হিরানন্দানি।
বিখ্যাত ভারতীয় ব্যবসায়ী শ্রীকান্ত বোলার জীবনের ওপর ভিত্তি করে তৈরি এই ছবি। সারা পৃথিবী যখন তাঁকে দূরে ঠেলে দিয়েছে, তখন তিনি প্রমাণ করেছেন মনের জোর আর ইচ্ছে থাকলেই সব সম্ভব। জীবনের সমস্ত কঠিন লড়াই এক মুহূর্তে উতরে এগিয়ে গিয়েছেন তিনি।
চোখে দেখতে না পাওয়া বিখ্যাত ভারতীয় ব্যবসায়ী শ্রীকান্ত বোলার জীবনীভিত্তিক ছবি ‘শ্রীকান্ত’ মুক্তি পাবে আগামীকাল ১০ মে। ট্রেলার মুক্তি পাওয়ার পরই সিনেমাটি আলোড়ন সৃষ্টি করেছে। দর্শক থেকে সমালোচকদের প্রশংসায় ভেসেছে পুরো টিম। এবার ছবিটি মুক্তি নিয়ে নির্মাতারা নতুন উদ্যোগ নিয়েছে, যা প্রশংসার দাবি রাখে। সিনেমাটি যাতে দৃষ্টিপ্রতিবন্ধীরা উপভোগ করতে পারেন এর জন্য নতুন প্রযুক্তির সহায়তা নিচ্ছেন নির্মাতারা।
অনেকেই ভাবছে যে ছবিতে তো অডিও আছে। তাহলে এতে আর আলাদা কী করতে হবে! আসলে ছবিটি নিয়ে নির্মাতা এমন একটি পরীক্ষা করেছেন, যাতে অন্ধ দর্শকেরাও এই ছবিটি পুরোপুরি উপভোগ করতে পারেন। বলা হচ্ছে, নির্মাতারা এই ছবিটির সঙ্গে একটি অডিও প্রকাশ করছেন, যা দৃষ্টিহীন প্রতিবন্ধী দর্শকদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।
এই অডিও সংস্করণে, চলচ্চিত্রের সঙ্গে সম্পর্কিত সমস্ত বিবরণ বর্ণনা করা হবে। যাতে যারা দেখতে পাচ্ছেন না তারা বুঝতে পারেন যে এই মুহূর্তে পর্দায় কী ঘটছে।
এক্স এল নামের অ্যাপের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে, এই ধরনের দর্শকেরা বিনামূল্যে অডিও বর্ণনা শুনতে পাবেন। যেসব দর্শকেরা দেখতে পারছেন না, তাদের শুধু সহজে ডাউনলোড করতে হবে, যাতে তারাও শ্রীকান্ত বোলার অসাধারণ জার্নি বুঝতে পারেন। এর আগে ছবিটির ট্রেলার নিয়েও এই পরীক্ষা করা হয়েছিল।
সিনেমাটিতে শ্রীকান্ত বোলার চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও। তিনি ছাড়া সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে—জ্যোতিকা, আলিয়া এফ এবং শরদ কেলকারকে। ‘শ্রীকান্ত’ পরিচালনা করেছেন তুষার হিরানন্দানি, আর ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষাণ কুমার এবং নিধি পারমার হিরানন্দানি।
বিখ্যাত ভারতীয় ব্যবসায়ী শ্রীকান্ত বোলার জীবনের ওপর ভিত্তি করে তৈরি এই ছবি। সারা পৃথিবী যখন তাঁকে দূরে ঠেলে দিয়েছে, তখন তিনি প্রমাণ করেছেন মনের জোর আর ইচ্ছে থাকলেই সব সম্ভব। জীবনের সমস্ত কঠিন লড়াই এক মুহূর্তে উতরে এগিয়ে গিয়েছেন তিনি।
আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর মগবাজারে তৈরি হবে আইয়ুব বাচ্চু মিউজিয়াম। ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম অ্যান্ড কালচারাল হাব’ নামের জাদুঘরটি হবে ১০ কাঠা জায়গাজুড়ে। এ মিউজিয়ামে সংরক্ষিত থাকবে শিল্পীর ব্যক্তি ও সংগীতজীবনের নানা স্মৃতি।
৩ ঘণ্টা আগেগত শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে মনোজ্ঞ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ২৪তম আসর। অনুষ্ঠানে সংগীত, টেলিভিশন, ওটিটি, চলচ্চিত্রসহ সংস্কৃতির নানা শাখার শিল্পীদের পুরস্কৃত করা হয়।
৭ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী পারভীন বাবি সত্তরের দশক ও আশির দশকের শুরুতে ছিলেন গ্ল্যামার, প্রতিভা এবং ফ্যাশন আইকন। অমিতাভ বচ্চনসহ প্রথম সারির তারকাদের বিপরীতে তাঁর অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছিল।
১৩ ঘণ্টা আগে২০২৪ সালের সেপ্টেম্বরে ঢাকায় পারফর্ম করতে এসেছিল পাকিস্তানের জাল ব্যান্ড। ওই কনসার্ট ঘিরে ছিল নানা নাটকীয়তা। ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টটি প্রথমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঢাকা অ্যারেনায়। কিন্তু ২৭ সেপ্টেম্বর শো শুরুর কয়েক ঘণ্টা আগে বৃষ্টির কারণ দেখিয়ে স্থগিত করে দেওয়া হয় আয়োজন।
১৭ ঘণ্টা আগে