টাইগার শ্রফ ও দিশা পাটানির বিচ্ছেদ এখন বলিউডে টক অব দ্য টাউন। ছয় বছরের সম্পর্কের ইতি টেনেছেন টাইগার-দিশা। এবার জানা গেল, কেন এই তারকা জুটি বিচ্ছেদের পথে হাঁটলেন।
ই-টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সত্যিই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার-দিশা। তাঁদের ঘনিষ্ঠ একজন জানান, ‘অনেকটা সময় ধরে একসঙ্গে বাস করছেন তাঁরা। তবে চলতি বছরের শুরুর দিকে দিশা তাঁদের বিয়ের কথা ভাবেন। আর এর পরই ভাঙনের সুর বাজে।’
ই-টাইমসকে ওই সূত্র জানান, ‘দিশা বিয়ের কথা টাইগারকে জানাতেই অভিনেতা না করে দেন। অভিনেত্রী একাধিকবার এ কথা বললে টাইগারের প্রতিক্রিয়া ছিল ‘‘না, এখন নয়”। দিশা বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু টাইগার এই মুহূর্তে বিয়ের করার জন্য় প্রস্তুত নন।’
তবে টাইগার শ্রফ ও দিশা পাটানি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। বরাবরই নিজেদের সম্পর্ককে ব্যক্তিগত রাখতে পছন্দ করেন তাঁরা। প্রকাশ্যে একসঙ্গে ছবি পোস্ট করতেও খুব একটা দেখা যায়নি টাইগার কিংবা দিশাকে। বিমানবন্দরে কিংবা ডিনার ডেটে পাপারাজ্জিদের ফ্রেমবন্দী হয়েছেন এই জুটি। তবে অনেক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা মিলেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক টাইগারের এক বন্ধু হিন্দুস্তান টাইমসকে টাইগার-দিশার ব্রেকআপের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা সবাই কয়েক সপ্তাহ আগে এ সম্পর্কে জানতে পেরেছি। বন্ধুদের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করেনি। নিজের কাজের দিকেই মন দিচ্ছে টাইগার।’
মিউজিক ভিডিও এবং ‘বাঘি ২’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন টাইগার ও দিশা। টাইগারের ‘বাগি ৩’ ছবিতেও অতিথি চরিত্রে দেখা যায় দিশাকে।
টাইগার শ্রফ ও দিশা পাটানির বিচ্ছেদ এখন বলিউডে টক অব দ্য টাউন। ছয় বছরের সম্পর্কের ইতি টেনেছেন টাইগার-দিশা। এবার জানা গেল, কেন এই তারকা জুটি বিচ্ছেদের পথে হাঁটলেন।
ই-টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সত্যিই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার-দিশা। তাঁদের ঘনিষ্ঠ একজন জানান, ‘অনেকটা সময় ধরে একসঙ্গে বাস করছেন তাঁরা। তবে চলতি বছরের শুরুর দিকে দিশা তাঁদের বিয়ের কথা ভাবেন। আর এর পরই ভাঙনের সুর বাজে।’
ই-টাইমসকে ওই সূত্র জানান, ‘দিশা বিয়ের কথা টাইগারকে জানাতেই অভিনেতা না করে দেন। অভিনেত্রী একাধিকবার এ কথা বললে টাইগারের প্রতিক্রিয়া ছিল ‘‘না, এখন নয়”। দিশা বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু টাইগার এই মুহূর্তে বিয়ের করার জন্য় প্রস্তুত নন।’
তবে টাইগার শ্রফ ও দিশা পাটানি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। বরাবরই নিজেদের সম্পর্ককে ব্যক্তিগত রাখতে পছন্দ করেন তাঁরা। প্রকাশ্যে একসঙ্গে ছবি পোস্ট করতেও খুব একটা দেখা যায়নি টাইগার কিংবা দিশাকে। বিমানবন্দরে কিংবা ডিনার ডেটে পাপারাজ্জিদের ফ্রেমবন্দী হয়েছেন এই জুটি। তবে অনেক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা মিলেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক টাইগারের এক বন্ধু হিন্দুস্তান টাইমসকে টাইগার-দিশার ব্রেকআপের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা সবাই কয়েক সপ্তাহ আগে এ সম্পর্কে জানতে পেরেছি। বন্ধুদের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করেনি। নিজের কাজের দিকেই মন দিচ্ছে টাইগার।’
মিউজিক ভিডিও এবং ‘বাঘি ২’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন টাইগার ও দিশা। টাইগারের ‘বাগি ৩’ ছবিতেও অতিথি চরিত্রে দেখা যায় দিশাকে।
বরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
২ ঘণ্টা আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
২ ঘণ্টা আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১৪ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
১৪ ঘণ্টা আগে