দীপিকা পাড়ুকোনের ‘গেহরাইয়া’ মুক্তি পেয়েছে সপ্তাহখানেক আগেই। সিনেমাটি দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে দীপিকার অভিনয় প্রশংসিত হয়েছে। পরিচালক শকুন বাত্রার গল্প বলার ঢঙ ও এডিটিং নিয়ে সমালোচনা হয়েছে বেশি। এসবের মাঝেই দীপিকা জানালেন, বাবা প্রকাশ পাড়ুকোনোর বায়োপিক বানানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি।
রণবীর সিংয়ের স্পোর্টস ড্রামা ‘৮৩’-র প্রযোজক হিসেবেও কাজ করেছেন দীপিকা। এবার প্রকাশ পাড়ুকোনকে নিয়ে বানাতে চান সিনেমা। সম্প্রতি দীপিকা জানিয়েছেন, ভারতীয় ক্রীড়াজগতকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে যে পরিশ্রম তাঁর বাবাকে করতে হয়েছে সেটাই তিনি চান দর্শকদের সামনে তুলে ধরতে। প্রকাশ পাড়ুকোন এমন একজন ক্রীড়াবিদ যিনি আন্তর্জাতিক পর্যায়ে ট্রফি জিতেছিলেন ভারত ১৯৮৩ সালে ওয়ার্ল্ডকাপ জেতার আগেই।
দীপিকা আরও জানান, সেই সময় প্রকাশ পাড়ুকোনের কাছে উপযুক্ত সুযোগ সুবিধা ছিল না ব্যাডমিন্টন প্রশিক্ষণের। একটি কমিউনিটি সেন্টারের হলঘরে তিনি প্রশিক্ষণ নিতেন। এখনকার অ্যাথলিটদের মতো সুযোগ সুবিধা পেলে হয়তো আরও ভালো খেলতেন।
যদিও এই সিনেমা তৈরির খবর দিলেও কে অভিনয় করছেন কিংবা পরিচালক হিসেবে কে রয়েছেন - তা নিয়ে এখনও কিছু জানাননি দীপিকা। বোঝাই যাচ্ছে আপাতত প্রি-প্রোডাকশনের কাজ চলছে। মার্চেই স্পেন যাওয়ার কথা দীপিকার। শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ সিনেমার শুটিং করবেন। পাশাপাশি ‘ফাইটার’, ‘প্রোজেক্ট কে’, ‘দ্য ইন্টার্ন’-এর রিমেকে দেখা যাবে এই অভিনেত্রীকে।
দীপিকা পাড়ুকোনের ‘গেহরাইয়া’ মুক্তি পেয়েছে সপ্তাহখানেক আগেই। সিনেমাটি দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে দীপিকার অভিনয় প্রশংসিত হয়েছে। পরিচালক শকুন বাত্রার গল্প বলার ঢঙ ও এডিটিং নিয়ে সমালোচনা হয়েছে বেশি। এসবের মাঝেই দীপিকা জানালেন, বাবা প্রকাশ পাড়ুকোনোর বায়োপিক বানানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি।
রণবীর সিংয়ের স্পোর্টস ড্রামা ‘৮৩’-র প্রযোজক হিসেবেও কাজ করেছেন দীপিকা। এবার প্রকাশ পাড়ুকোনকে নিয়ে বানাতে চান সিনেমা। সম্প্রতি দীপিকা জানিয়েছেন, ভারতীয় ক্রীড়াজগতকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে যে পরিশ্রম তাঁর বাবাকে করতে হয়েছে সেটাই তিনি চান দর্শকদের সামনে তুলে ধরতে। প্রকাশ পাড়ুকোন এমন একজন ক্রীড়াবিদ যিনি আন্তর্জাতিক পর্যায়ে ট্রফি জিতেছিলেন ভারত ১৯৮৩ সালে ওয়ার্ল্ডকাপ জেতার আগেই।
দীপিকা আরও জানান, সেই সময় প্রকাশ পাড়ুকোনের কাছে উপযুক্ত সুযোগ সুবিধা ছিল না ব্যাডমিন্টন প্রশিক্ষণের। একটি কমিউনিটি সেন্টারের হলঘরে তিনি প্রশিক্ষণ নিতেন। এখনকার অ্যাথলিটদের মতো সুযোগ সুবিধা পেলে হয়তো আরও ভালো খেলতেন।
যদিও এই সিনেমা তৈরির খবর দিলেও কে অভিনয় করছেন কিংবা পরিচালক হিসেবে কে রয়েছেন - তা নিয়ে এখনও কিছু জানাননি দীপিকা। বোঝাই যাচ্ছে আপাতত প্রি-প্রোডাকশনের কাজ চলছে। মার্চেই স্পেন যাওয়ার কথা দীপিকার। শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ সিনেমার শুটিং করবেন। পাশাপাশি ‘ফাইটার’, ‘প্রোজেক্ট কে’, ‘দ্য ইন্টার্ন’-এর রিমেকে দেখা যাবে এই অভিনেত্রীকে।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
৮ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
৮ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
৮ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
৮ ঘণ্টা আগে