Ajker Patrika

গায়ে কাঁটা দেওয়া ‘ভুলভুলাইয়া টু’

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৮: ৫৩
গায়ে কাঁটা দেওয়া ‘ভুলভুলাইয়া টু’

প্রায় দেড় দশক পর বড় পর্দায় আসছে বলিউডের জনপ্রিয় ‘ভুলভুলাইয়া’ সিনেমার সিক্যুয়াল ‘ভুলভুলাইয়া টু’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এর টিজার। টিজারের শুরুতেই দেখা যায়, ভুতুড়ে প্রাসাদ আর ব্যাকগ্রাউন্ডে আগের সিনেমার ‘আমি যে তোমার’ গান ভেসে আসছে। যা শুনে গায়ে কাঁটা দেবে অনেকের।

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ভুলভুলাইয়া’ সিনেমা বেশ সাড়া ফেলে বলিউড সিনেমাপ্রেমীদের মাঝে। ‘ভুলভুলাইয়া টু’ সিনেমার ঘোষণার পর থেকেই অপেক্ষায় দর্শকেরা। টিজার দেখে তাই বেশ উচ্ছ্বসিত ‘ভুলভুলাইয়া’ ভক্তরা। 

‘ভুলভুলাইয়া টু’ সিনেমায় কার্তিক আরিয়ানপ্রথমে ঝলকে সিনেমার জনপ্রিয় চরিত্র মঞ্জুলিকার ‘আমি যে তোমার’ গান শোনা গেলেও আড়ালে রাখা হয়েছে তাঁকে। সেই সঙ্গে কার্তিক আরিয়ানের লুক আর রাজপাল যাদবের ‘হরে কৃষ্ণ হরে রাম’ সুর আভাস দিয়েছে রহস্যের।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানা যায়, এবার সিনেমায় থাকছেন না অক্ষয় কুমার ও বিদ্যা বালান। মনোবিদ কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন কিয়ারা আদভানি। আরও রয়েছেন টাবু ও সঞ্জয় মিশ্রা। 

ভক্তদের প্রত্যাশা ‘ভুলভুলাইয়া’ সিনেমার মতো রহস্য রোমাঞ্চে ভরপুর থাকবে সিক্যুয়ালটিও। আগামী ২০ মে মুক্তির কথা রয়েছে ‘ভুলভুলাইয়া টু’ সিনেমার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত