Ajker Patrika

মুক্তি পেলেন আরিয়ান খান

কলকাতা প্রতিনিধি
মুক্তি পেলেন আরিয়ান খান

মুম্বাইয়ের আর্থাররোড জেল থেকে অবশেষে মুক্তি পেলেন হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান (২৩)। আজ সকালেই জামিনের কাগজ জেলখানায় পৌঁছালে সকাল সাড়ে এগারোটার পর জেল থেকে বের হন আরিয়ান। নিম্ন আদালতে দুবার জামিনের আবেদন খারিজ হওয়ার পর তিন দিন শুনানি শেষে গত বৃহস্পতিবার বোম্বে হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেন। তার এক লাখ রুপির জামিনদার হয়েছেন অভিনেত্রী জুহি চাওলা। 

জামিনের কাগজ গতকাল সন্ধ্যা ৫টা ৩০ মিনিটেও জেল কর্তৃপক্ষের কাছে না পৌঁছানোয় মুক্তি পাননি তিনি। তবে আজ ভারতীয় সময় সকাল ৫টা ৩০ মিনিটেই পৌঁছে যায় জামিনের কাগজ। ফলে মন্নত-এ (শাহরুখে প্রাসাদ) স্বস্তির হাওয়া। সামনেই দীপাবলি, আলোর উৎসব। ছেলের জামিনে খুশি শাহরুখ ও তাঁর স্ত্রী গৌরী খান। ২ নভেম্বর শাহরুখের জন্মদিন। এবারও আলোয় ভাসতে পারে মন্নত। 

এমন খবরে সামাজিক গণমাধ্যমে শাহরুখ কন্যা সোহানা আগেই ছোটবেলায় তোলা দাদার সঙ্গে তাঁর ছবি দিয়ে লিখেছেন, আই লাভ ইউ। শাহরুখ ভক্তরাও খুশিতে ডগমগ। সামাজিক গণমাধ্যমে উপচে পড়ছে স্বস্তির উচ্ছ্বাস। 

এর আগে ২ অক্টোবর মাদক মামলায় গ্রেপ্তার হন আরিয়ান। একটি বিলাসবহুল প্রমোদতরীতে বন্ধুদের নিয়ে মাদক চক্রে জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ ছিলো তাঁর বিরুদ্ধে। পাল্টা অভিযোগে বলা হয়, তাকে ফাঁসানো হয়েছে। এই মামলাকে ঘিরে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে ভারত। কাছে মাদক না থাকার পরও আরিয়ান খানকে এভাবে আসামি করা এবং দুইবার জামিন নামঞ্জুর করে জেলে আটকে রাখা কতটা আইনসিদ্ধ এ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। 

এনসিবি আদালতে দাবি করেছে, আরিয়ানের কাছ থেকে কোনো মাদক উদ্ধার করা না হলেও তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাটে মাদক কারবারের যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। 

আরিয়ান খানের আইনজীবী দলে রয়েছেন ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতজি। তিনি বলছেন, শুধু হোয়াটস অ্যাপ চ্যাটের ওপর ভিত্তি করে পুরো মামলাটি সাজানো হয়েছে। সেই কথোপকথনগুলো বেশ পুরোনো এবং এই মামলার সঙ্গে অপ্রাসঙ্গিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত